ETV Bharat / sports

ট্রফি এল বাগানে, উচ্ছ্বাস সমর্থকদের - আই লিগ ট্রফি হাতে পেল মোহনবাগান

ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপনসাধন বোস, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত-সহ প্রায় সমস্ত কর্তাই ৷ এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রয়াত সচিব অঞ্জন মিত্রের মেয়ে সোহনী ও জামাতা কল্যাণ চৌবেও ৷

mohunbagan
mohunbagan
author img

By

Published : Oct 18, 2020, 12:24 PM IST

Updated : Oct 18, 2020, 3:08 PM IST

কলকাতা, 18 অক্টোবর : দীর্ঘ 8 মাস পর ভারত সেরার ট্রফি হাতে পেল মোহনবাগান ৷ আজ সকালে আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিল ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আই লিগের CEO সুনন্দ ধর ৷

ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপনসাধন বোস, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত-সহ প্রায় সমস্ত কর্তাই ৷ এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রয়াত সচিব অঞ্জন মিত্রের মেয়ে সোহনী ও জামাই কল্যাণ চৌবেও ৷

ভার্চুয়ালভাবে উপস্থিত ছিলেন আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা ৷ বর্তমানে তিনি ISL-এর কেরালা ব্লাস্টার দলের কোচ ৷ কিন্তু মোহনবাগান যে তাঁর হৃদয়ে রয়ে গেছে তা ফের প্রমাণ করলেন বাগানের প্রাক্তন কোচ ৷ বার্তা পাঠালেন ৷ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাগানের আই লিগ দলের অন্যতম বিদেশি সদস্য ফ্রান গঞ্জালেস, বেইতিয়ারাও ৷ সমর্থকদের ধন্যবাদ জানালেন ফ্রান ৷

মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিল ফেডারেশন

তবে ক্লাব তাঁবুর মতো এদিন শহরের রংও সবুজ-মেরুন ৷ সকাল থেকেই কোরোনা-আতঙ্ক উপেক্ষা করেই সমর্থকদের উচ্ছ্বাস-উল্লাস চলতে থাকে ৷ শহরের বিভিন্ন জায়গায় আনন্দে মাতেন সমর্থকরা ৷

কোরোনার প্রকোপে আই লিগ শেষ করা যায়নি ৷ প্রতিটি দলেরই 4-5 টি ম্যাচ বাকি ছিল ৷ কিন্তু বকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে ছিল সবুজ-মেরুন ব্রিগেড ৷ দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের থেকে 16 পয়েন্টে এগিয়ে ছিল কিবু ভিকুনার দল ৷ তাই মোহনবাগানকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেডারেশেন ৷ কিন্তু তখন ট্রফি হাতে পায়নি বাগান ৷ আজ আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিল ফেডারেশন ।

ট্রফি নিয়ে বাগান কর্তা ও ক্রীড়ামন্ত্রীর প্রতিক্রিয়া

হোটেলের অনুষ্ঠানের পর উলটোডাঙা, শ্যামবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা হয়ে ট্রফি আসবে ক্লাব তাঁবুতে । 2015 সালের পর ফের আই লিগ জয় বাগানের ৷ সম্ভবত শেষ বারের মতো আই লিগ জয় মোহনবাগানের । কারণ ইতিমধ্যেই এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ISL-এ নামতে চলেছে এটিকে মোহনবাগান ।

কলকাতা, 18 অক্টোবর : দীর্ঘ 8 মাস পর ভারত সেরার ট্রফি হাতে পেল মোহনবাগান ৷ আজ সকালে আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিল ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আই লিগের CEO সুনন্দ ধর ৷

ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপনসাধন বোস, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত-সহ প্রায় সমস্ত কর্তাই ৷ এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রয়াত সচিব অঞ্জন মিত্রের মেয়ে সোহনী ও জামাই কল্যাণ চৌবেও ৷

ভার্চুয়ালভাবে উপস্থিত ছিলেন আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা ৷ বর্তমানে তিনি ISL-এর কেরালা ব্লাস্টার দলের কোচ ৷ কিন্তু মোহনবাগান যে তাঁর হৃদয়ে রয়ে গেছে তা ফের প্রমাণ করলেন বাগানের প্রাক্তন কোচ ৷ বার্তা পাঠালেন ৷ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাগানের আই লিগ দলের অন্যতম বিদেশি সদস্য ফ্রান গঞ্জালেস, বেইতিয়ারাও ৷ সমর্থকদের ধন্যবাদ জানালেন ফ্রান ৷

মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিল ফেডারেশন

তবে ক্লাব তাঁবুর মতো এদিন শহরের রংও সবুজ-মেরুন ৷ সকাল থেকেই কোরোনা-আতঙ্ক উপেক্ষা করেই সমর্থকদের উচ্ছ্বাস-উল্লাস চলতে থাকে ৷ শহরের বিভিন্ন জায়গায় আনন্দে মাতেন সমর্থকরা ৷

কোরোনার প্রকোপে আই লিগ শেষ করা যায়নি ৷ প্রতিটি দলেরই 4-5 টি ম্যাচ বাকি ছিল ৷ কিন্তু বকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে ছিল সবুজ-মেরুন ব্রিগেড ৷ দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের থেকে 16 পয়েন্টে এগিয়ে ছিল কিবু ভিকুনার দল ৷ তাই মোহনবাগানকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেডারেশেন ৷ কিন্তু তখন ট্রফি হাতে পায়নি বাগান ৷ আজ আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিল ফেডারেশন ।

ট্রফি নিয়ে বাগান কর্তা ও ক্রীড়ামন্ত্রীর প্রতিক্রিয়া

হোটেলের অনুষ্ঠানের পর উলটোডাঙা, শ্যামবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা হয়ে ট্রফি আসবে ক্লাব তাঁবুতে । 2015 সালের পর ফের আই লিগ জয় বাগানের ৷ সম্ভবত শেষ বারের মতো আই লিগ জয় মোহনবাগানের । কারণ ইতিমধ্যেই এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ISL-এ নামতে চলেছে এটিকে মোহনবাগান ।

Last Updated : Oct 18, 2020, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.