ETV Bharat / sports

কাল প্রতিপক্ষ নেরোকা, ম্যাচ ধরে এগোতে চাইছেন ভিকুনা - Neroca FC

নেরোকা FC-র বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জয় এসেছে । এবার ঘরের মাঠে মণিপুরের ক্লাবটিকে ফের শূন্য হাতে ফেরাতে চায় মোহনবাগান । সবুজ মেরুনের পালে এখন বসন্তের বাতাস । তাই শুক্রবার কল্যাণীর মাঠে প্রেম দিবসে একটাই সুর, আই লিগ জাগ্রত দ্বারে ।

MB
মোহনবাগানের অনুশীলন
author img

By

Published : Feb 13, 2020, 7:03 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: প্রতিপক্ষ যত পিছিয়ে পড়ছে ততই চওড়া হচ্ছে মোহনবাগানের আই লিগ খেতাব ভাগ্য । কাল কল্যাণী স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ নেরোকা FC ৷ দলের সমর্থকরা এখন থেকে মাতামাতি শুরু করলেও সাজঘরে এর প্রভাব পড়তে দিতে চাইছেন না কোচ কিবু ভিকুনা ৷ খেতাব জয়ের সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই কড়া হাতে দলের রাশ ধরতে চাইছেন তিনি ৷

গতকাল ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে কোচ বলেন, "আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছি । এখন নেরোকার বিরুদ্ধে ম্যাচই আমাদের পাখির চোখ ।" 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে জাঁকিয়ে বসেছে মোহনবাগান ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী পঞ্জাব FC-র সঙ্গে তাঁদের নয় পয়েন্টের ব্যবধান । তা সত্ত্বেও প্রতিপক্ষকে সমীহর চোখে দেখছে সবুজ মেরুন । আজ সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে দলের রক্ষণ জমাট করার দিকে জোর দিলেন কিবু । দ্রুত গতিতে আক্রমণ হেনে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলাই লক্ষ্য তাদের । জোসেবা বেইতিয়া ও ফ্রান গঞ্জালেস বর্তমানে দলের মূল চালিকাশক্তি। এদের পাশে নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছেন পাপা বাবা দিওয়াড়া । দিন যত গড়াচ্ছে ততই ধারালো হয়ে উঠছেন লা লিগার ক্লাব সেভিয়ার এই প্রাক্তনী । স্কোরবোর্ডে নাম তোলা তো রয়েছেই, ম্যাচের সেরা হওয়াকেও রুটিনে পরিণত করেছেন তিনি ৷

অনুশীলনে মোহনবাগান

চোটের জন্যে এই ম্যাচে নেই ড্যানিয়েল সাইরাস । মাঠে ফিরলেও ক্যারিবিয়ান ডিফেন্ডার ম্যাচ খেলার মত পরিস্থিতিতে নেই । তবে এই কারণে অস্বস্তিতে নেই কিবু ভিকুনা । ফলে সাইরাসের বিকল্পও তৈরি । প্রতিপক্ষ নেরোকা FC-র বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জয় এসেছে । এবার ঘরের মাঠে মণিপুরের ক্লাবটিকে ফের শূন্য হাতে ফেরাতে চায় মোহনবাগান । সবুজ মেরুনের পালে এখন বসন্তের বাতাস । তাই কাল কল্যাণীর মাঠে প্রেম দিবসে একটাই সুর, আই লিগ জাগ্রত দ্বারে ।

কলকাতা, 13 ফেব্রুয়ারি: প্রতিপক্ষ যত পিছিয়ে পড়ছে ততই চওড়া হচ্ছে মোহনবাগানের আই লিগ খেতাব ভাগ্য । কাল কল্যাণী স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ নেরোকা FC ৷ দলের সমর্থকরা এখন থেকে মাতামাতি শুরু করলেও সাজঘরে এর প্রভাব পড়তে দিতে চাইছেন না কোচ কিবু ভিকুনা ৷ খেতাব জয়ের সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই কড়া হাতে দলের রাশ ধরতে চাইছেন তিনি ৷

গতকাল ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে কোচ বলেন, "আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছি । এখন নেরোকার বিরুদ্ধে ম্যাচই আমাদের পাখির চোখ ।" 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে জাঁকিয়ে বসেছে মোহনবাগান ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী পঞ্জাব FC-র সঙ্গে তাঁদের নয় পয়েন্টের ব্যবধান । তা সত্ত্বেও প্রতিপক্ষকে সমীহর চোখে দেখছে সবুজ মেরুন । আজ সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে দলের রক্ষণ জমাট করার দিকে জোর দিলেন কিবু । দ্রুত গতিতে আক্রমণ হেনে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলাই লক্ষ্য তাদের । জোসেবা বেইতিয়া ও ফ্রান গঞ্জালেস বর্তমানে দলের মূল চালিকাশক্তি। এদের পাশে নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছেন পাপা বাবা দিওয়াড়া । দিন যত গড়াচ্ছে ততই ধারালো হয়ে উঠছেন লা লিগার ক্লাব সেভিয়ার এই প্রাক্তনী । স্কোরবোর্ডে নাম তোলা তো রয়েছেই, ম্যাচের সেরা হওয়াকেও রুটিনে পরিণত করেছেন তিনি ৷

অনুশীলনে মোহনবাগান

চোটের জন্যে এই ম্যাচে নেই ড্যানিয়েল সাইরাস । মাঠে ফিরলেও ক্যারিবিয়ান ডিফেন্ডার ম্যাচ খেলার মত পরিস্থিতিতে নেই । তবে এই কারণে অস্বস্তিতে নেই কিবু ভিকুনা । ফলে সাইরাসের বিকল্পও তৈরি । প্রতিপক্ষ নেরোকা FC-র বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জয় এসেছে । এবার ঘরের মাঠে মণিপুরের ক্লাবটিকে ফের শূন্য হাতে ফেরাতে চায় মোহনবাগান । সবুজ মেরুনের পালে এখন বসন্তের বাতাস । তাই কাল কল্যাণীর মাঠে প্রেম দিবসে একটাই সুর, আই লিগ জাগ্রত দ্বারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.