কলকাতা, 23 অক্টোবর : ভুল শুধরে জয়ের পথে মোহনবাগান । একই সঙ্গে শেষ চারে যাওয়ার আশা জাগিয়ে রাখল তারা । শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের ডু অর ডাই ম্যাচে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড । 2-0 গোলে তারা হারাল মালদ্বীপের টি সি স্পোর্টস ক্লাবকে । 2017 সালে মালদ্বীপের এই ক্লাবটি মোহনবাগানকে 1-0 গোলে হারিয়েছিল । বুধবার যেন তারই প্রতিশোধ নিল মোহনবাগান । কিবুর দলের হয়ে প্রথম গোল করেন আগের ম্যাচে 'খারাপ' খেলা সাইরাস । তাও ম্যাচ শুরু হওয়ার 4 মিনিটের মাথায় । গুরজিন্দারের ক্রস থেকে গোল করেন এই ক্যারিবিয়ান ডিফেন্ডার ।
প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারত বাগান । কিন্তু, সুযোগ নষ্ট করায় গোলসংখ্যা বাড়েনি । দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় কিবু ভিকুনার ছেলেরা । 63 মিনিটে ব্রিটো, জুলেন কলিনাস ও সালভা চামারোর যুগলবন্দীতে গোল পেয়ে যায় বাগান । ব্রিটোর ক্রস থেকে বল পান জুলেন, পাস করে দেন চামারোর জন্য ৷ সেখান থেকে ডান পায়ে নিখুঁত প্লেসমেন্ট করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড ।
এরপরও গোল সংখ্যা বাড়তে পারত কিন্তু তা আর হয়নি । শিল্টন ডি'সিলভা ও চমরোর শট বারে না লাগলে ব্যবধান বাড়াতে পারত সবুজ মেরুন । ম্যাচের সেরা নির্বাচিত হন ড্যানিয়েল সাইরাস ।