ETV Bharat / sports

শুভ-র গোলে আশা জিইয়ে রাখল মোহনবাগান - শুভ-র গোলে আশা জিইয়ে রাখল মোহনবাগান

মোহনবাগানের দু'টো লক্ষ্যের প্রথমটি পূরণ হলেও দ্বিতীয়টি পূরণ হয়েছে বলা যাবে না । শুভ ঘোষের একমাত্র গোলে জয়ে ফিরল মোহনবাগান । আট ম্যাচে 14 পয়েন্ট নিয়ে মোহনবাগান প্রথম তিনে ।

ফাইল ছবি
author img

By

Published : Sep 15, 2019, 7:58 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : আশা জিইয়ে রাখতে জিততে চেয়েছিলেন কিবু ভিকুনা । পয়েন্ট টেবিলের তলার দিকে থাকা রেনবো AC-র বিরুদ্ধে দলের বাকিদের দেখে নেওয়ার তাগিদ ছিল । মোহনবাগানের দু'টো লক্ষ্যের প্রথমটি পূরণ হলেও দ্বিতীয়টি পূরণ হয়েছে বলা যাবে না । শুভ ঘোষের একমাত্র গোলে জয়ে ফিরল মোহনবাগান । আট ম্যাচে 14 পয়েন্ট নিয়ে মোহনবাগান প্রথম তিনে ।

পাঁচ মিনিটে ড্যানিয়েল সাইরাসের বাড়ানো বল থেকে জোসেবা বেইটার সহজ সুযোগ নষ্টে অশুভ ইঙ্গিত ছিল । বিরতির আগে গোটা দু'য়েক গোলের সুযোগ যেভাবে সুয়ের ভিপি, বেইটা নষ্ট করলেন তাতে মনে হয়েছিল অভিষেক ম্যাচে কোচ সৌমিক দে বোধহয় কিবু ভিকুনার 'বাড়া ভাতে জল ঢাললেন' ।

চলতি মরশুমে সবুজ মেরুন একাদশে স্প্যানিশ মিডফিল্ডার চালিকাশক্তি হয়, তাহলে শুভ ঘোষ, নওরেম, শেখ সাহিল আশার আলো । খালি হাতে মাঠ ছাড়তে না হয় এই লক্ষ্যে প্রতি আক্রমণ নির্ভর ছক সাজিয়েছিলেন রেনবো কোচ । বিরতির আগে কাজেম ও আগু রিচার্ড এবং দ্বিতীয়ার্ধে সৈকত সরকার সুযোগ নষ্ট না করলে সৌমিক দের উদ্দেশ্য পূরণ হত ।

66 মিনিটে মোহনবাগানের হয়ে গোল । পরিবর্ত হিসেবে মাঠে নামা শুভ ঘোষ গোল করেন বেইটার কর্নারে মাথা ছুঁইয়ে । অ্যাকাডেমি থেকে উঠে আসা শুভ সবুজ মেরুন জার্সিতে অনূর্ধ্ব 19 দলের হয়ে নিয়মিত গোল করেছেন । সিনিয়র দলে সুযোগ পেলে গোল করার অভ্যাস কাজে লাগাতে ভুল করছেন না । শুভর গোল করা যদি কিবু ভিকুনার প্রাপ্তি হয় তাহলে সুয়ের ভিপি চিন্তা ।

রবিবার কল্যাণী স্টেডিয়ামে প্রথমবার নৈশালোকে ম্যাচ হল । সবুজ মখমলের মতো মাঠকে আরও মোহময় করে তুলেছিল বাতিস্তম্ভের আলো । মোহনবাগানের জার্সিতে প্রথম খেললেন ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস । দীর্ঘদেহী ডিফেন্ডারের প্রথম দিনের পারফরমেন্স আহামরি না হলেও ভরসা যোগ্য ।

কলকাতা, 15 সেপ্টেম্বর : আশা জিইয়ে রাখতে জিততে চেয়েছিলেন কিবু ভিকুনা । পয়েন্ট টেবিলের তলার দিকে থাকা রেনবো AC-র বিরুদ্ধে দলের বাকিদের দেখে নেওয়ার তাগিদ ছিল । মোহনবাগানের দু'টো লক্ষ্যের প্রথমটি পূরণ হলেও দ্বিতীয়টি পূরণ হয়েছে বলা যাবে না । শুভ ঘোষের একমাত্র গোলে জয়ে ফিরল মোহনবাগান । আট ম্যাচে 14 পয়েন্ট নিয়ে মোহনবাগান প্রথম তিনে ।

পাঁচ মিনিটে ড্যানিয়েল সাইরাসের বাড়ানো বল থেকে জোসেবা বেইটার সহজ সুযোগ নষ্টে অশুভ ইঙ্গিত ছিল । বিরতির আগে গোটা দু'য়েক গোলের সুযোগ যেভাবে সুয়ের ভিপি, বেইটা নষ্ট করলেন তাতে মনে হয়েছিল অভিষেক ম্যাচে কোচ সৌমিক দে বোধহয় কিবু ভিকুনার 'বাড়া ভাতে জল ঢাললেন' ।

চলতি মরশুমে সবুজ মেরুন একাদশে স্প্যানিশ মিডফিল্ডার চালিকাশক্তি হয়, তাহলে শুভ ঘোষ, নওরেম, শেখ সাহিল আশার আলো । খালি হাতে মাঠ ছাড়তে না হয় এই লক্ষ্যে প্রতি আক্রমণ নির্ভর ছক সাজিয়েছিলেন রেনবো কোচ । বিরতির আগে কাজেম ও আগু রিচার্ড এবং দ্বিতীয়ার্ধে সৈকত সরকার সুযোগ নষ্ট না করলে সৌমিক দের উদ্দেশ্য পূরণ হত ।

66 মিনিটে মোহনবাগানের হয়ে গোল । পরিবর্ত হিসেবে মাঠে নামা শুভ ঘোষ গোল করেন বেইটার কর্নারে মাথা ছুঁইয়ে । অ্যাকাডেমি থেকে উঠে আসা শুভ সবুজ মেরুন জার্সিতে অনূর্ধ্ব 19 দলের হয়ে নিয়মিত গোল করেছেন । সিনিয়র দলে সুযোগ পেলে গোল করার অভ্যাস কাজে লাগাতে ভুল করছেন না । শুভর গোল করা যদি কিবু ভিকুনার প্রাপ্তি হয় তাহলে সুয়ের ভিপি চিন্তা ।

রবিবার কল্যাণী স্টেডিয়ামে প্রথমবার নৈশালোকে ম্যাচ হল । সবুজ মখমলের মতো মাঠকে আরও মোহময় করে তুলেছিল বাতিস্তম্ভের আলো । মোহনবাগানের জার্সিতে প্রথম খেললেন ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস । দীর্ঘদেহী ডিফেন্ডারের প্রথম দিনের পারফরমেন্স আহামরি না হলেও ভরসা যোগ্য ।

Intro:আশা জিইয়ে রাখতে জিততে চেয়েছিলেন কিবু ভিকুনা। পয়েন্ট টেবিলের তলার দিকে থাকা রেনবো এসির বিরুদ্ধে দলের বাকিদের দেখে নেওয়ার তাগিদ ছিল। মোহনবাগানের দুটো লক্ষ্যের প্রথমটি পূরণ হলেও দ্বিতীয় টি পূরন হয়েছে বলা যাবে না। শুভ ঘোষের একমাত্রগোলে জয়ে ফিরল মোহনবাগান। আট ম্যাচে 14 পয়েন্ট নিয়ে মোহনবাগান প্রথম তিনে।

পাচ মিনিটে ড্যানিয়েল সাইরাসের বাড়ানো বল থেকে জোসেবা বেইটার সহজ সুযোগ নষ্টে অশুভ ইঙ্গিত ছিল। বিরতির আগে গোটা দুয়েক গোলের সুযোগ যেভাবে সুয়ের ভিপি,বেইটা নষ্ট করলেন তাতে মনে হয়েছিল অভিষেক ম্যাচে কোচ সৌমিক দে বোধহয় কিবু ভিকুনার বাড়া ভাতে জল ঢাললেন।
চলতি মরসুমের সবুজ মেরুনে একাদশে স্প্যানিশ মিডফিল্ডার চালিকাশক্তি হন তাহলে শুভ ঘোষ,নওরেম, শেখ সাহিল আশার আলো।
খালি হাতে মাঠ ছাড়তে না হয় এই লক্ষ্যে প্রতি আক্রমণ নির্ভর ছক সাজিয়েছিলেন রেনবো কোচ। বিরতির আগে কাজেম ও আগু রিচার্ড এবং দ্বিতীয়ার্ধে সৈকত সরকার সুযোগ নষ্ট করলে সৌমিক দের উদ্দেশ্য পূরন হত।
66মিনিটে মোহনবাগানের হয়ে গোল।পরিবর্ত হিসেবে মাঠে নামা শুভ ঘোষ গোল করেন বেইটার কর্নারে মাথা ছুইয়ে। আকাডেমী থেকে উঠে আসা শুভ সবুজ মেরুন জার্সিতে অনুর্ধ্ব 19 দলের হয়ে নিয়মিত গোল করেছেন। সিনিয়র দলে সুযোগ পেলে গোল করার অভ্যাস কাজে লাগাতে ভুল করছেন না। শুভর গোল করা যদি কিবু ভিকুনার প্রাপ্তি হয় তাহলে সুয়ের ভিপি চিন্তা।
রবিবার কল্যানী স্টেডিয়ামে প্রথমবার নৈশালোকে ম্যাচ হল। সবুজ মখমলের মত মাঠকে আরও মোহময় করে তুলেছিল বাতিস্তম্ভের আলো।
মোহনবাগানের জার্সিতে প্রথম খেললেন ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস। দীর্ঘদেহী ডিফেন্ডার এর প্রথম দিনের পারফরম্যান্স আহামরি না হলেও ভরসা যোগ্য।


Body:মোহন


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.