কলকাতা, 15 সেপ্টেম্বর : আশা জিইয়ে রাখতে জিততে চেয়েছিলেন কিবু ভিকুনা । পয়েন্ট টেবিলের তলার দিকে থাকা রেনবো AC-র বিরুদ্ধে দলের বাকিদের দেখে নেওয়ার তাগিদ ছিল । মোহনবাগানের দু'টো লক্ষ্যের প্রথমটি পূরণ হলেও দ্বিতীয়টি পূরণ হয়েছে বলা যাবে না । শুভ ঘোষের একমাত্র গোলে জয়ে ফিরল মোহনবাগান । আট ম্যাচে 14 পয়েন্ট নিয়ে মোহনবাগান প্রথম তিনে ।
পাঁচ মিনিটে ড্যানিয়েল সাইরাসের বাড়ানো বল থেকে জোসেবা বেইটার সহজ সুযোগ নষ্টে অশুভ ইঙ্গিত ছিল । বিরতির আগে গোটা দু'য়েক গোলের সুযোগ যেভাবে সুয়ের ভিপি, বেইটা নষ্ট করলেন তাতে মনে হয়েছিল অভিষেক ম্যাচে কোচ সৌমিক দে বোধহয় কিবু ভিকুনার 'বাড়া ভাতে জল ঢাললেন' ।
চলতি মরশুমে সবুজ মেরুন একাদশে স্প্যানিশ মিডফিল্ডার চালিকাশক্তি হয়, তাহলে শুভ ঘোষ, নওরেম, শেখ সাহিল আশার আলো । খালি হাতে মাঠ ছাড়তে না হয় এই লক্ষ্যে প্রতি আক্রমণ নির্ভর ছক সাজিয়েছিলেন রেনবো কোচ । বিরতির আগে কাজেম ও আগু রিচার্ড এবং দ্বিতীয়ার্ধে সৈকত সরকার সুযোগ নষ্ট না করলে সৌমিক দের উদ্দেশ্য পূরণ হত ।
66 মিনিটে মোহনবাগানের হয়ে গোল । পরিবর্ত হিসেবে মাঠে নামা শুভ ঘোষ গোল করেন বেইটার কর্নারে মাথা ছুঁইয়ে । অ্যাকাডেমি থেকে উঠে আসা শুভ সবুজ মেরুন জার্সিতে অনূর্ধ্ব 19 দলের হয়ে নিয়মিত গোল করেছেন । সিনিয়র দলে সুযোগ পেলে গোল করার অভ্যাস কাজে লাগাতে ভুল করছেন না । শুভর গোল করা যদি কিবু ভিকুনার প্রাপ্তি হয় তাহলে সুয়ের ভিপি চিন্তা ।
রবিবার কল্যাণী স্টেডিয়ামে প্রথমবার নৈশালোকে ম্যাচ হল । সবুজ মখমলের মতো মাঠকে আরও মোহময় করে তুলেছিল বাতিস্তম্ভের আলো । মোহনবাগানের জার্সিতে প্রথম খেললেন ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস । দীর্ঘদেহী ডিফেন্ডারের প্রথম দিনের পারফরমেন্স আহামরি না হলেও ভরসা যোগ্য ।