ETV Bharat / sports

3 মাসের বকেয়া চেয়ে মোহনবাগান কর্তাদের চিঠি ফুটবলারদের - মোহনবাগান

বকেয়া বেতন চেয়ে মোহনবাগান কর্তাদের চিঠি দিলেন দলের ভারতীয় ফুটবলাররা । চিঠির প্রাপ্তি স্বীকার করে এক কর্তা জানালেন, লকডাউন উঠে গেলেই যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

footballers asking for salary
মোহনবাগান
author img

By

Published : May 12, 2020, 5:22 PM IST

Updated : May 12, 2020, 6:20 PM IST

কলকাতা, 12: তিন মাসের বকেয়া চেয়ে মোহনবাগান কর্তাদের চিঠি দিলেন ফুটবলাররা । ওই চিঠিতে তাঁরা জানান, ক্লাব যাতে বকেয়া মেটায় তার দাবি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও চিঠি দিতে চলেছেন তাঁরা । চিঠির প্রাপ্তি স্বীকার করে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, লকডাউন উঠে গেলেই স্পনসরের কাছ থেকে টাকা পেয়ে ফুটবলারদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

31 মে সরকারিভাবে চলতি মরশুম শেষ হওয়ার কথা । যদিও কোরোনা সংক্রমণের জেরে সারা দেশে সব ধরনের খেলাই বন্ধ । সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই আই লিগ বাতিল করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই মরশুম শেষ বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ফুটবলাররা বকেয়া কীভাবে, কবে পাবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মাঝে ক্লাবের তরফে বলা হয়েছিল, ভারতীয় ফুটবলাররা শীঘ্রই তিন মাসের বেতন পাবেন । এদিকে বিদেশি ফুটবলারদের দু'মাসের বেতন বকেয়া রয়েছে। দু'টি ক্ষেত্রেই আশ্বাস ছাড়া কিছু মেলেনি এখনও পর্যন্ত । এমনকী আই লিগ জয়ের জন্য ইনসেনটিভও দেওয়ার কথা বলা হয়েছিল ক্লাবের তরফে। সেটাও দেওয়া হয়নি ।

এদিকে বাগান কোচ কিবু ভিকুনা ও স্প্যানিশ ফুটবলাররা দেশে ফিরে গিয়েছেন । শহরে রয়েছেন পাপা বাবা দিওয়াড়া ও তুর্সোনভ। ক্লাব কর্তারা বিদেশি ফুটবলারদের বকেয়া 31 মে-র মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে তেমন কোনও তারিখের উল্লেখ করেননি। এই কারণেই চিন্তিত ভারতীয় ফুটবলাররা কর্তাদের কাছে বকেয়া চেয়ে চিঠি দিলেন এবার। সেখানে তাঁরা 15 মে-র মধ্যে অন্তত এক মাসের বেতন দিতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে বাকি দুই মাসের বকেয়া ও চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনসেনটিভ কবে পাওয়া যাবে তা জানতে চেয়েছেন তাঁরা । বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছেও জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন ফুটবলাররা।

মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। তিনি বলেন, লকডাউনের কারণেই বিলম্ব। আমাদের স্পনসর লকডাউনের কারণে টাকা পাঠাতে পারছেন না । লকডাউন উঠলেই স্পনসর টাকা পাঠাবে এবং বকেয়া মেটানো হবে । আর ফেডারেশন চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার মূল্য দিলেই ইনসেনটিভও দেওয়া হবে।

কলকাতা, 12: তিন মাসের বকেয়া চেয়ে মোহনবাগান কর্তাদের চিঠি দিলেন ফুটবলাররা । ওই চিঠিতে তাঁরা জানান, ক্লাব যাতে বকেয়া মেটায় তার দাবি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও চিঠি দিতে চলেছেন তাঁরা । চিঠির প্রাপ্তি স্বীকার করে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, লকডাউন উঠে গেলেই স্পনসরের কাছ থেকে টাকা পেয়ে ফুটবলারদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

31 মে সরকারিভাবে চলতি মরশুম শেষ হওয়ার কথা । যদিও কোরোনা সংক্রমণের জেরে সারা দেশে সব ধরনের খেলাই বন্ধ । সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই আই লিগ বাতিল করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই মরশুম শেষ বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ফুটবলাররা বকেয়া কীভাবে, কবে পাবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মাঝে ক্লাবের তরফে বলা হয়েছিল, ভারতীয় ফুটবলাররা শীঘ্রই তিন মাসের বেতন পাবেন । এদিকে বিদেশি ফুটবলারদের দু'মাসের বেতন বকেয়া রয়েছে। দু'টি ক্ষেত্রেই আশ্বাস ছাড়া কিছু মেলেনি এখনও পর্যন্ত । এমনকী আই লিগ জয়ের জন্য ইনসেনটিভও দেওয়ার কথা বলা হয়েছিল ক্লাবের তরফে। সেটাও দেওয়া হয়নি ।

এদিকে বাগান কোচ কিবু ভিকুনা ও স্প্যানিশ ফুটবলাররা দেশে ফিরে গিয়েছেন । শহরে রয়েছেন পাপা বাবা দিওয়াড়া ও তুর্সোনভ। ক্লাব কর্তারা বিদেশি ফুটবলারদের বকেয়া 31 মে-র মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে তেমন কোনও তারিখের উল্লেখ করেননি। এই কারণেই চিন্তিত ভারতীয় ফুটবলাররা কর্তাদের কাছে বকেয়া চেয়ে চিঠি দিলেন এবার। সেখানে তাঁরা 15 মে-র মধ্যে অন্তত এক মাসের বেতন দিতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে বাকি দুই মাসের বকেয়া ও চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনসেনটিভ কবে পাওয়া যাবে তা জানতে চেয়েছেন তাঁরা । বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছেও জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন ফুটবলাররা।

মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। তিনি বলেন, লকডাউনের কারণেই বিলম্ব। আমাদের স্পনসর লকডাউনের কারণে টাকা পাঠাতে পারছেন না । লকডাউন উঠলেই স্পনসর টাকা পাঠাবে এবং বকেয়া মেটানো হবে । আর ফেডারেশন চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার মূল্য দিলেই ইনসেনটিভও দেওয়া হবে।

Last Updated : May 12, 2020, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.