ETV Bharat / sports

আবাহনীকে হারিয়ে শেষ চারে মোহনবাগান

টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনও পথ ছিল না মোহনবাগানের সামনে । তাই প্রথম থেকে আগ্রাসী ফুটবলের হাত ধরে স্থানীয় প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করতে থাকে মোহনবাগান ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 26, 2019, 7:03 AM IST

চট্টগ্রাম, 26 অক্টোবর : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান । শুক্রবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারায় কিবু ভিকুনার ছেলেরা । 62 মিনিটে জয়সূচক গোল করে নায়ক সুহের ভিপি ।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনও পথ ছিল না মোহনবাগানের সামনে । তাই প্রথম থেকে আগ্রাসী ফুটবলের হাত ধরে স্থানীয় প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করতে থাকে মোহনবাগান । চট্টগ্রাম আবাহনী প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল । টিসি স্পোর্টসকে হারিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল । কিন্তু প্রতিপক্ষকে জায়গা ছাড়তে রাজি ছিল না সবুজ মেরুন । চট্টগ্রামের এমএ আজ়িজ স্টেডিয়ামে আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা প্রথম থেকে জমে উঠেছিল । দু'দলই একাধিক বার গোলের সুযোগ পেলেও তা থেকে তারা ফায়দা তুলতে ব্যর্থ । দু'দলের ডিফেন্ডারদের তৎপরতা আবার কখনও স্ট্রাইকারদের দায়সারা মনোভাব গোল পেতে দেয়নি ।

শেষ চারে যেতে হলে জিততেই হত মোহনবাগানকে । ফলে বিরতি অবধি গোল না হওয়ায় চাপে পড়ে গেছিল মোহনবাগান । কিন্তু 62 মিনিটে সুহের ভিপির গোল কিবু ভিকুনার মুখে হাসি ফোটায় । প্রথম ম্যাচে হারের পরে বাকি দুটো ম্যাচে জয়ের কথা বলেছিলেন অধিনায়ক গুরজিন্দার সিং । তাঁর কথা যে শুধুই ফাঁকা বুলি ছিল না তা গত দুটো ম্যাচে মোহনবাগানের জয়ে প্রমাণিত । এবার লড়াই শেষ চারের ।

ম্যাচের পর মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেন, দলের জয় তাঁকে খুশি করেছে । বিশেষ করে শেষ মিনিট পর্যন্ত ছেলেদের লড়াই ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে । তবে তিনি একটি করে ম্যাচ ধরে এগোতে চান । তাই গ্রুপ পর্বের লড়াই শেষ । এবার সেমিফাইনালের জন্যে দলকে তৈরি করবেন ।

চট্টগ্রাম, 26 অক্টোবর : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান । শুক্রবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারায় কিবু ভিকুনার ছেলেরা । 62 মিনিটে জয়সূচক গোল করে নায়ক সুহের ভিপি ।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনও পথ ছিল না মোহনবাগানের সামনে । তাই প্রথম থেকে আগ্রাসী ফুটবলের হাত ধরে স্থানীয় প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করতে থাকে মোহনবাগান । চট্টগ্রাম আবাহনী প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল । টিসি স্পোর্টসকে হারিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল । কিন্তু প্রতিপক্ষকে জায়গা ছাড়তে রাজি ছিল না সবুজ মেরুন । চট্টগ্রামের এমএ আজ়িজ স্টেডিয়ামে আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা প্রথম থেকে জমে উঠেছিল । দু'দলই একাধিক বার গোলের সুযোগ পেলেও তা থেকে তারা ফায়দা তুলতে ব্যর্থ । দু'দলের ডিফেন্ডারদের তৎপরতা আবার কখনও স্ট্রাইকারদের দায়সারা মনোভাব গোল পেতে দেয়নি ।

শেষ চারে যেতে হলে জিততেই হত মোহনবাগানকে । ফলে বিরতি অবধি গোল না হওয়ায় চাপে পড়ে গেছিল মোহনবাগান । কিন্তু 62 মিনিটে সুহের ভিপির গোল কিবু ভিকুনার মুখে হাসি ফোটায় । প্রথম ম্যাচে হারের পরে বাকি দুটো ম্যাচে জয়ের কথা বলেছিলেন অধিনায়ক গুরজিন্দার সিং । তাঁর কথা যে শুধুই ফাঁকা বুলি ছিল না তা গত দুটো ম্যাচে মোহনবাগানের জয়ে প্রমাণিত । এবার লড়াই শেষ চারের ।

ম্যাচের পর মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেন, দলের জয় তাঁকে খুশি করেছে । বিশেষ করে শেষ মিনিট পর্যন্ত ছেলেদের লড়াই ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে । তবে তিনি একটি করে ম্যাচ ধরে এগোতে চান । তাই গ্রুপ পর্বের লড়াই শেষ । এবার সেমিফাইনালের জন্যে দলকে তৈরি করবেন ।

Intro:শেক কামাল আর্ন্তজাতিক টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান। শুক্রবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0গোলে হারায় কিবু ভিকুনার ছেলেরা। 62মিনিটে জয়সূচক গোল করে নায়ক সুহের ভিপি।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে।জয় ছাড়া অন্য কোনও পথ ছিল না মোহনবাগানের সামনে। তাই প্রথম থেকে আগ্রাসী ফুটবলের হাত ধরে স্থানীয় প্রতিপক্ষ কে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করতে থাকে মোহনবাগান। চট্টগ্রাম আবাহনী প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল। টিসি স্পোর্টসকে হারিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। কিন্তু প্রতিপক্ষ কে জায়গা ছাড়তে রাজি ছিল না সবুজ মেরুন। আক্রমন ও প্রতিআক্রমনে খেলা প্রথম থেকে জমে উঠেছিল।দুদলই একাধিক বার গোলের সুযোগ পেলেও তা থেকে তারা ফায়দা তুলতে ব্যর্থ। দুদলের ডিফেন্ডার দের তৎপরতা আবার কখনও স্ট্রাইকারদের দায়সারা মনোভাব গোল পেতে দেয়নি। শেষ চারে যেতে হলে জিততেই হত মোহনবাগান কে। ফলে বিরতি অবধি গোল না হওয়ায় চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু 62 মিনিটে সুয়ের ভি পির গোল কিবু ভিকুনার মুখে হাসি ফোটায়। প্রথম ম্যাচে হারের পরে বাকি দুটো ম্যাচে জয়ের কথা বলেছিলেন অধিনায়ক গুরজিন্দার সিং।তার কথা যে শুধুই ফাকা বুলি ছিল না তা গত দুটো ম্যাচে মোহনবাগানের জয়ে প্রমাণিত।এবার লড়াই শেষ চারের। কোচ বলেছেন দলের জয় তাকে খুশি করেছে। বিশেষ করে শেষ মিনিট পর্যন্ত ছেলেদের লড়াই ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে।তবে তিনি একটি করে ম্যাচ ধরে এগোতে চান। তাই গ্রুপ পর্বে র লড়াই শেষ।এবার সেমিফাইনালে র জন্যে দলকে তৈরি করবেন।


Body:জয়


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.