ETV Bharat / sports

East-Mohun in ISL : বড়দিনের উৎসবের মধ্যেই ঘুরে দাঁড়ানোর ছক কষছে কলকাতার দুই প্রধান

author img

By

Published : Dec 25, 2021, 10:59 PM IST

এই মুহূর্তে 7 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান ৷ অন্যদিকে, 8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শেষে এসসি ইস্টবেঙ্গল (East-Mohun in ISL) ৷

Mohun Bagan and East Bengal
কলকাতার দুই প্রধান

পানাজি, 25 ডিসেম্বর : নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ে ফিরেছে দল । দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পেয়েছেন জুয়ান ফেরান্দো । লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকা এটিকে মোহনবাগান বুধবার খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে । তার আগে শনিবার বড়দিনে হোটেলেই উৎসবে মাতলেন সবুজ-মেরুন ফুটবলাররা । চার ম্যাচ পর জয়ে ফিরে রীতিমতো ফুরফুরে মেজাজে গঙ্গাপাড়ের ক্লাব (Mohun Bagan and East Bengal are aiming to be in a good place at league table) ৷

অন্যদিকে, পারফর্ম্যান্সের বিচারে ঠিক উল্টো ছবি চিরপ্রতিদ্বন্ধী ক্লাবে (East Mohun in ISL)৷ লিগের প্রথম পর্বে আর ম্যাচ নেই এসসি ইস্টবেঙ্গলের । শোনা যাচ্ছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে জেজে লালপেখলুয়াকে ফের দলে নিতে পারে তারা । গত মরশুমে লাল-হলুদ জার্সি পরে খেললেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি । চলতি মরশুমেও স্ট্রাইকার সমস্যায় ভুগছে মানোলো দিয়াজের দল । আট ম্যাচে এখনও জয়ের স্বাদ পায়নি পদ্মাপাড়ের ক্লাব ৷ লাল হলুদ ম্যানেজমেন্ট কোচের ভবিষ্যত নিয়ে শীঘ্রই আলোচনায় বসবেন । 4 জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ । বেঙ্গালুরুর বিরুদ্ধে ওই ম্যাচই লাল-হলুদের চেয়ারে স্প্যানিশ কোচের ভাগ্য নির্ধারণ করবে ।

Season’s Greetings ✨

We wish you all a very Merry Christmas 🎄💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/S3Pp8qJjgz

— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ISL 2021-22 : কলকাতার দুই বড় ক্লাবের ব্রাত্যরাই এখনও আইএসএল’র উজ্জ্বল নক্ষত্র

যদিও, লিগ টেবিলের অবস্থান ভুলে বড়দিনে উৎসবে মাতলেন লাল-হলুদ ফুটবলাররাও । সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই চলল খ্রিস্টমাস উদযাপন । আদিল খান, জ্যাকিচাঁদ সিং, বলবন্ত সিং, মহম্মদ রফিকরা খাওয়া-দাওয়া, নাচ-গান করেই সারা দিন কাটালেন ।

পানাজি, 25 ডিসেম্বর : নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ে ফিরেছে দল । দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পেয়েছেন জুয়ান ফেরান্দো । লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকা এটিকে মোহনবাগান বুধবার খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে । তার আগে শনিবার বড়দিনে হোটেলেই উৎসবে মাতলেন সবুজ-মেরুন ফুটবলাররা । চার ম্যাচ পর জয়ে ফিরে রীতিমতো ফুরফুরে মেজাজে গঙ্গাপাড়ের ক্লাব (Mohun Bagan and East Bengal are aiming to be in a good place at league table) ৷

অন্যদিকে, পারফর্ম্যান্সের বিচারে ঠিক উল্টো ছবি চিরপ্রতিদ্বন্ধী ক্লাবে (East Mohun in ISL)৷ লিগের প্রথম পর্বে আর ম্যাচ নেই এসসি ইস্টবেঙ্গলের । শোনা যাচ্ছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে জেজে লালপেখলুয়াকে ফের দলে নিতে পারে তারা । গত মরশুমে লাল-হলুদ জার্সি পরে খেললেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি । চলতি মরশুমেও স্ট্রাইকার সমস্যায় ভুগছে মানোলো দিয়াজের দল । আট ম্যাচে এখনও জয়ের স্বাদ পায়নি পদ্মাপাড়ের ক্লাব ৷ লাল হলুদ ম্যানেজমেন্ট কোচের ভবিষ্যত নিয়ে শীঘ্রই আলোচনায় বসবেন । 4 জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ । বেঙ্গালুরুর বিরুদ্ধে ওই ম্যাচই লাল-হলুদের চেয়ারে স্প্যানিশ কোচের ভাগ্য নির্ধারণ করবে ।

আরও পড়ুন : ISL 2021-22 : কলকাতার দুই বড় ক্লাবের ব্রাত্যরাই এখনও আইএসএল’র উজ্জ্বল নক্ষত্র

যদিও, লিগ টেবিলের অবস্থান ভুলে বড়দিনে উৎসবে মাতলেন লাল-হলুদ ফুটবলাররাও । সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই চলল খ্রিস্টমাস উদযাপন । আদিল খান, জ্যাকিচাঁদ সিং, বলবন্ত সিং, মহম্মদ রফিকরা খাওয়া-দাওয়া, নাচ-গান করেই সারা দিন কাটালেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.