ETV Bharat / sports

এসপার-ওসপার, জয় ছাড়া কিছু ভাবছেন না দীপেন্দু-জহররা - পিয়ারলেস

আগামীকাল মহামেডানের বিরুদ্ধে নামছে পিয়ারলেস ৷ কলকাতা লিগে কোন দল চ্যাম্পিয়ন হবে তা এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে ৷

মহামেডান
author img

By

Published : Sep 22, 2019, 4:49 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : আর পিছনে ফিরে তাকানোর সুযোগ ও সময় কোনওটাই নেই । বাকিটা নির্ধারিত হবে আগামীকাল 90 মিনিটের যুদ্ধে । কলকাতা লিগের খেতাবি দৌড়ের ক্লাইম্যাক্স অনেকটাই নির্ভর করছে মহামেডান বনাম পিয়ারলেস ম্যাচের উপর ৷ তাই সেই ম্যাচ ঘিরে ময়দানে ক্রমশ চড়ছে পারদ । সাদা-কালো শিবিরের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস বলছেন, তাঁরা তৈরি । আত্মবিশ্বাসী পিয়ারলেস কোচ জহর দাসও ৷ জয় ছাড়া যে তাঁর আর কোনও ভাবনা নেই তা পরিষ্কার করে দেন তিনি ৷

দীপেন্দু বলেন, "16 পয়েন্ট নিয়ে প্রথম তিনে ঢুকে পড়েছি আমরা । মোহনবাগানকে হারানোর পর বলেছিলাম পিয়ারলেসকে হারানোর পরিকল্পনা শুরু করেছি । এখন বলছি আমাদের ছেলেরা শুধু পিয়ারলেস নয়, লিগের বাকি ম্যাচের জন্যও তৈরি ৷" কথাগুলো বলার সময় শক্ত দেখায় দীপেন্দুর চোয়াল । প্রতিপক্ষ পিয়ারলেস চলতি কলকাতা লিগে জায়ান্ট কিলার । ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারানোর পাশাপাশি লিগে সর্বাধিক ম্যাচও জিতেছে তারা ৷ আর সেটাই মহামেডানের কাছে চিন্তার বিষয় ৷ পিয়ারলেসকে হারানো যে সহজ হবে না তা নিজেও স্বীকার করছেন দীপেন্দু ৷ তিনি বলেন, "আমার দলের সবাই নিজেকে নিংড়ে দিতে মরিয়া । ওদের ক্রোমা নেই ৷ তবে এটা আমাদের সুবিধা নয় । কারণ ক্রোমার খামতি ঢাকতে বাকিরা নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন । আর সেটাই আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে । পুরো পিয়ারলেস দলকেই গুরুত্ব দিচ্ছি আমরা । শূন্য হাতে মাঠ না ছাড়ার শপথ নিয়েছি টিম মিটিংয়ে ৷"

Mohammedan Sporting
পিয়ারলেসের বিরুদ্ধে জিততে মরিয়া সাদা-কালো বাহিনী

ম্যাচ যে সহজ হবে না তা বলছেন জহর দাসও ৷ ঘরের মাঠে মহামেডানকে হারানো যে চ্যালেঞ্জ মানছেন তিনিও । মোহনবাগানের বিরুদ্ধে মহামেডানের খেলা খুঁটিয়ে দেখেছেন । তীর্থঙ্কর সরকারের বল জোগানে দাড়ি টানতে জোনাল মার্কিংয়ে ভরসা রাখতে চান ৷ কার্ড সমস্যায় ক্রোমা না থাকলেও হা-হুতাশ করতে রাজি নন পিয়ারলেস কোচ ৷ তাঁর কথায়, "লিগের এই অবস্থায় পাওয়া বা না পাওয়ার তালিকায় চোখ রেখে লাভ নেই । আমাদের দুটো দলের কাছেই হারানোর কিছু নেই । পাওয়ার অনেক কিছু আছে । তাই জয় ছাড়া কিছু ভাবছি না ৷"

কলকাতা, 22 সেপ্টেম্বর : আর পিছনে ফিরে তাকানোর সুযোগ ও সময় কোনওটাই নেই । বাকিটা নির্ধারিত হবে আগামীকাল 90 মিনিটের যুদ্ধে । কলকাতা লিগের খেতাবি দৌড়ের ক্লাইম্যাক্স অনেকটাই নির্ভর করছে মহামেডান বনাম পিয়ারলেস ম্যাচের উপর ৷ তাই সেই ম্যাচ ঘিরে ময়দানে ক্রমশ চড়ছে পারদ । সাদা-কালো শিবিরের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস বলছেন, তাঁরা তৈরি । আত্মবিশ্বাসী পিয়ারলেস কোচ জহর দাসও ৷ জয় ছাড়া যে তাঁর আর কোনও ভাবনা নেই তা পরিষ্কার করে দেন তিনি ৷

দীপেন্দু বলেন, "16 পয়েন্ট নিয়ে প্রথম তিনে ঢুকে পড়েছি আমরা । মোহনবাগানকে হারানোর পর বলেছিলাম পিয়ারলেসকে হারানোর পরিকল্পনা শুরু করেছি । এখন বলছি আমাদের ছেলেরা শুধু পিয়ারলেস নয়, লিগের বাকি ম্যাচের জন্যও তৈরি ৷" কথাগুলো বলার সময় শক্ত দেখায় দীপেন্দুর চোয়াল । প্রতিপক্ষ পিয়ারলেস চলতি কলকাতা লিগে জায়ান্ট কিলার । ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারানোর পাশাপাশি লিগে সর্বাধিক ম্যাচও জিতেছে তারা ৷ আর সেটাই মহামেডানের কাছে চিন্তার বিষয় ৷ পিয়ারলেসকে হারানো যে সহজ হবে না তা নিজেও স্বীকার করছেন দীপেন্দু ৷ তিনি বলেন, "আমার দলের সবাই নিজেকে নিংড়ে দিতে মরিয়া । ওদের ক্রোমা নেই ৷ তবে এটা আমাদের সুবিধা নয় । কারণ ক্রোমার খামতি ঢাকতে বাকিরা নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন । আর সেটাই আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে । পুরো পিয়ারলেস দলকেই গুরুত্ব দিচ্ছি আমরা । শূন্য হাতে মাঠ না ছাড়ার শপথ নিয়েছি টিম মিটিংয়ে ৷"

Mohammedan Sporting
পিয়ারলেসের বিরুদ্ধে জিততে মরিয়া সাদা-কালো বাহিনী

ম্যাচ যে সহজ হবে না তা বলছেন জহর দাসও ৷ ঘরের মাঠে মহামেডানকে হারানো যে চ্যালেঞ্জ মানছেন তিনিও । মোহনবাগানের বিরুদ্ধে মহামেডানের খেলা খুঁটিয়ে দেখেছেন । তীর্থঙ্কর সরকারের বল জোগানে দাড়ি টানতে জোনাল মার্কিংয়ে ভরসা রাখতে চান ৷ কার্ড সমস্যায় ক্রোমা না থাকলেও হা-হুতাশ করতে রাজি নন পিয়ারলেস কোচ ৷ তাঁর কথায়, "লিগের এই অবস্থায় পাওয়া বা না পাওয়ার তালিকায় চোখ রেখে লাভ নেই । আমাদের দুটো দলের কাছেই হারানোর কিছু নেই । পাওয়ার অনেক কিছু আছে । তাই জয় ছাড়া কিছু ভাবছি না ৷"

Intro:পেছনে ফিরে তাকানোর আর সুযোগ ও সময় নেই। যা হবে তা সোমবার নব্বই মিনিটের যুদ্ধে। কলকাতা লিগের খেতাবি দৌড়ে র ক্লাইম্যাক্স বোধহয় পিতৃপক্ষের বেলাশেষে অনুষ্ঠিত হতে চলেছে। মহমেডান বনাম পিয়ারলেস ম্যাচ ঘিরে ময়দানে পারদ চড়ছে। সাদা কালো শিবিরের বিধায়ক টিডি দীপেন্দু বিশ্বাস বলছেন তারা তৈরি। "16পয়েন্ট নিয়ে প্রথম তিনে ঢুকে পড়েছি আমরা। মোহনবাগানকে হারানোর পরে বলেছিলাম পিয়ারলেস কে হারানোর পরিকল্পনা শুরু করেছি। এখন বলছি আমাদের ছেলেরা শুধু পিয়ারলেস নয় লিগের বাকি ম্যাচের জন্যে তৈরি," কথাগুলো বলার সময় চোয়াল শক্ত দেখায় মহমেডান টিডির চোয়াল। প্রতিপক্ষ পিয়ারলেস চলতি কলকাতা লিগের জায়ান্ট কিলার। ইস্টবেঙ্গল মোহনবাগান কে তাদের মাঠে শুধু পরাজিত করেনি লিগ জয়ের অঙ্কে সবার ওপরে। এবার মহমেডান মাঠে নামতে হবে জহর দাসের ছেলেদের। সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের চ্যালেঞ্জ। দীপেন্দু বলছেন কাজটা এবার সহজ হবে না। "আমার দলের সকলেই নিজেকে নিংড়ে দিতে মরিয়া। ওদের ক্রোমা নেই এটা আমাদের সুবিধা নয়। কারন প্রতিপক্ষের বাকিরা খামতি ঢাকতে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর সেটাই আমাদের সমস্যা সৃষ্টি করতে পারে। তবে আবার বলছি পুরো পিয়ারলেস দলকে গুরুত্ব দিচ্ছি আমরা। শূন্য হাতে মাঠ না ছাড়ার শপথ টিম মিটিং এ নিয়েছি,"সাজঘরের মরিয়া ছবি এভাবেই তুলে ধরলেন দীপেন্দু বিশ্বাস।
মহমেডান মাঠে মহমেডানকে হারানো সব সময় চ্যালেঞ্জ, মানছেন জহর দাস। মোহনবাগানের বিরুদ্ধে মহমেডানের খেলা খুটিয়ে দেখেছেন পিয়ারলেস কোচ। তীর্থঙ্কর সরকারের বল যোগানোর কাজে দাড়ি টানতে জোনাল মার্কিং এ নজরদারি চালাতে চান। কার্ড সমস্যায় ক্রোমা না থাকলেও সেদিকে নজর দিচ্ছেন না জহর দাস।"লিগের এই অবস্থায় পাওয়া না পাওয়ার তালিকায় চোখ রেখে লাভ নেই। আমাদের দুটো দলের কাছেই হারানোর কিছু নেই। পাওয়ার অনেক কিছু আছে। তাই কাল জয় ছাড়া অন্য কিছু ভাবছি না," সাফল্যের গন্ধ পাওয়া জহর দাসের গলায় লড়কে লেঙ্গের ডাক।তাই সোমবারের ময়দানে ডার্বির উত্তাপ।


Body:পিয়ারলেস


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.