কলকাতা, 9 জানুয়ারি : জয় দিয়ে আই লিগ যাত্রা শুরু করল মহমেডান স্পোর্টিং । আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ সুদেভা এফসিকে 1-0 গোলে হারায় তারা । 58 মিনিটে মহমেডানের হয়ে একমাত্র গোলটি করেন ফয়সাল আলি । দিল্লির ক্লাব সুদেভা এফসিতে কোনও বিদেশি ফুটবলার না থাকলেও তারা মহমেডানের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করে ।
প্রথমার্ধে একাধিক আক্রমণ তুলে এনে সাদাকালো রক্ষণকে অস্বস্তিতে রেখেছিল সুদেভা এফসি । দলের আক্রমণের নেতৃত্ব দেন মোহনবাগানের হয়ে খেলে যাওয়া কেন লুইস । তবে গত মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলে যাওয়া পিন্টু মাহাতা নজর টানতে পারেননি । প্রথম ম্যাচে জয় পেলেও ভালো ফুটবল খেলেছে মহমেডান এমনটা বলা চলে না । আক্রমণ ভাগে রাফায়েল ওডোইনের মত ফুটবলার থাকলেও সাদাকালো শিবিরের নায়ক তরুণ ফুটবলার ফয়সাল আলি । কলকাতা গোলস প্রজেক্ট থেকে উঠে আসা পার্ক সার্কাসের জান রোডের ফসজ়ল নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র আশা । দলের জয়ে নায়ক হয়ে খুশি । ঘিঞ্জি বস্তি থেকে সাফল্যের রাজপথে ওঠার তাঁর একমাত্র অবলম্বন ফুটবল । আই লিগে এই গোল তাঁকে স্বপ্ন দেখাচ্ছে । 58 মিনিটে বল ধরে বাঁদিক থেকে ঢুকে জোরালো শটে সুদেভা এফসির গোলরক্ষক রক্ষিত ডাগারকে পরাস্ত করে গোল করেন তিনি । ম্যাচের সেরাও এই তরুণ বাঙালি ফুটবলার ।
আরও পড়ুন : মহমেডান স্পোর্টিংয়ে ইনভেস্টরকে ঘিরে অশান্তি
ম্যাচের সেরা হয়ে ফয়সাল বলেন, দলের জয় তাঁর কাছে সবার আগে । তাঁর গোলে জয় আসায় বাড়তি খুশি তিনি । আগামী ম্যাচগুলিতে জয়ের ধারাবাহিকতাই পাখির চোখ । মহমেডান বৃহস্পতিবার চার্চিল ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামতে চলেছে ।