ETV Bharat / sports

5 ম্যাচ পরই সুব্রতকে সরাল মহমেডান

তাঁর অধীনে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে মহমেডান ৷ আর এই পাঁচ ম্যাচ পরই কোচের পদ থেকে সুব্রত ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হল ৷ গতকাল ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির সদস্যদের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সুব্রত ভট্টাচার্য
author img

By

Published : Aug 21, 2019, 4:09 AM IST

কলকাতা, 21 অগাস্ট : সুব্রত ভট্টাচার্যকে কোচের পদ থেকে সরিয়ে দিল মহমেডান । মঙ্গলবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন । বিষয় ছিল ক্লাবের ফুটবল দলের পারফরমেন্সের পর্যালোচনা । সেখানেই কোচ সুব্রত ভট্টাচার্যকে সরিয়ে দীপেন্দু বিশ্বাসকে টেকনিকাল ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় । কোচের পদে ক্লাবের অনূর্ধ্ব-19 দলের প্রশিক্ষক শাহিদ রামনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ।

মরশুমের শুরুতে অনেক ঢাকঢোল পিটিয়ে সুব্রত ভট্টাচার্যকে কোচ করে নিয়ে এসেছিলেন সাদা-কালো কর্তারা‌ । উদ্দেশ্য ছিল, ময়দানের অন্যতম সফল কোচের হাত ধরে কলকাতা লিগে প্রথম তিনে শেষ করা । যাতে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার যোগ্যতা অর্জন করা যায় । সাদা-কালো শিবিরে সাফল্য নিয়ে আসতে কম পরিশ্রম করেননি সুব্রত ভট্টাচার্য । ময়দানে তিন বড় দলের মধ্যে সবার আগে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি । কিন্তু দলের পারফরমেন্সে সেই প্রভাব দেখা যায়নি । ডুরান্ড কাপের খেলা দিয়ে তিন বড় দল মরশুম শুরু করেছে । প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ার ধাক্কা বাকি সময় ভালো খেলেও সামলানো যায়নি । দ্বিতীয় খেলায় ইন্ডিয়ান নেভিকে 6-2 গোলে হারালেও তৃতীয় ম্যাচে ATK-র বিরুদ্ধে ফের হার । কলকাতা লিগে এরিয়ান ও সাদার্ন সমিতির বিরুদ্ধে ড্র করে সুব্রতর মহমেডান । সবমিলিয়ে সুব্রতর কোচিংয়ে পাঁচটি ম্যাচ খেলেছে মহমেডান ৷

Mohammedan S.C.
শাহিদ রামন

সাদা-কালো শিবিরের সাম্প্রতিক অতীতের পারফরমেন্সের নিরিখে কলকাতা লিগে শুরুটা খারাপ বলা যাবে না। তা সত্ত্বেও সুব্রতকে কোচের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় । অনেকে বলছেন, এর পিছনে মাঠের বাইরের কারণও রয়েছে । দলের অনেক ফুটবলারের ফুটবল নৈপুণ্যে হতাশ ছিলেন সুব্রত ভট্টাচার্য ৷ নিয়মিত বকাঝকা করতেন ৷ সাময়িক ভাবে আসতে বারণও করে দিতেন । মহমেডান কর্তাদের বক্তব্যকে গুরুত্বও না দেওয়াও সুব্রতর বিপক্ষে গেছে ।

Mohammedan S.C.
দীপেন্দু বিশ্বাস

নতুন TD দীপেন্দু বিশ্বাস বিধায়ক ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট । কোচ সিনিয়র দলের সঙ্গে কাজ করেননি । এই অবস্থায় বদলের ধাক্কা মহমেডানকে সাফল্যের রাজপথে না ব্যর্থতার অন্ধকারে নিয়ে যায় সেটাই দেখার ।

কলকাতা, 21 অগাস্ট : সুব্রত ভট্টাচার্যকে কোচের পদ থেকে সরিয়ে দিল মহমেডান । মঙ্গলবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন । বিষয় ছিল ক্লাবের ফুটবল দলের পারফরমেন্সের পর্যালোচনা । সেখানেই কোচ সুব্রত ভট্টাচার্যকে সরিয়ে দীপেন্দু বিশ্বাসকে টেকনিকাল ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় । কোচের পদে ক্লাবের অনূর্ধ্ব-19 দলের প্রশিক্ষক শাহিদ রামনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ।

মরশুমের শুরুতে অনেক ঢাকঢোল পিটিয়ে সুব্রত ভট্টাচার্যকে কোচ করে নিয়ে এসেছিলেন সাদা-কালো কর্তারা‌ । উদ্দেশ্য ছিল, ময়দানের অন্যতম সফল কোচের হাত ধরে কলকাতা লিগে প্রথম তিনে শেষ করা । যাতে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার যোগ্যতা অর্জন করা যায় । সাদা-কালো শিবিরে সাফল্য নিয়ে আসতে কম পরিশ্রম করেননি সুব্রত ভট্টাচার্য । ময়দানে তিন বড় দলের মধ্যে সবার আগে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি । কিন্তু দলের পারফরমেন্সে সেই প্রভাব দেখা যায়নি । ডুরান্ড কাপের খেলা দিয়ে তিন বড় দল মরশুম শুরু করেছে । প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ার ধাক্কা বাকি সময় ভালো খেলেও সামলানো যায়নি । দ্বিতীয় খেলায় ইন্ডিয়ান নেভিকে 6-2 গোলে হারালেও তৃতীয় ম্যাচে ATK-র বিরুদ্ধে ফের হার । কলকাতা লিগে এরিয়ান ও সাদার্ন সমিতির বিরুদ্ধে ড্র করে সুব্রতর মহমেডান । সবমিলিয়ে সুব্রতর কোচিংয়ে পাঁচটি ম্যাচ খেলেছে মহমেডান ৷

Mohammedan S.C.
শাহিদ রামন

সাদা-কালো শিবিরের সাম্প্রতিক অতীতের পারফরমেন্সের নিরিখে কলকাতা লিগে শুরুটা খারাপ বলা যাবে না। তা সত্ত্বেও সুব্রতকে কোচের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় । অনেকে বলছেন, এর পিছনে মাঠের বাইরের কারণও রয়েছে । দলের অনেক ফুটবলারের ফুটবল নৈপুণ্যে হতাশ ছিলেন সুব্রত ভট্টাচার্য ৷ নিয়মিত বকাঝকা করতেন ৷ সাময়িক ভাবে আসতে বারণও করে দিতেন । মহমেডান কর্তাদের বক্তব্যকে গুরুত্বও না দেওয়াও সুব্রতর বিপক্ষে গেছে ।

Mohammedan S.C.
দীপেন্দু বিশ্বাস

নতুন TD দীপেন্দু বিশ্বাস বিধায়ক ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট । কোচ সিনিয়র দলের সঙ্গে কাজ করেননি । এই অবস্থায় বদলের ধাক্কা মহমেডানকে সাফল্যের রাজপথে না ব্যর্থতার অন্ধকারে নিয়ে যায় সেটাই দেখার ।

Intro:সুব্রত ভট্টাচার্য কে কোচের পদ থেকে সরিয়ে দিল মহমেডান। মঙ্গলবার ক্লাব তাবুতে ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন। বিষয় ক্লাবের ফুটবল দলের পারফরম্যান্সের পর্যালোচনা। সেখানেই কোচ সুব্রত ভট্টাচার্য্য কে সরিয়ে দীপেন্দু বিশ্বাস কে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কোচের পদে দলের অনুর্ধ্ব 19 দলের প্রশিক্ষক শাহিদ রামনকে নিয়োগ করা হয়।
মরসুমের শুরুতে অনেক ঢাকঢোল পিটিয়ে সুব্রত ভট্টাচার্য কে কোচ করে নিয়ে এসেছিলেন সাদা কালো কর্তারা‌। উদ্দেশ্য ছিল অন্য তম সফল কোচের হাত ধরে কলকাতা লিগে প্রথম তিনে শেষ করা। যাতে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার যোগ্যতা অর্জন করা যায়। সাদা কালো শিবিরে সাফল্য নিয়ে আসতে কম পরিশ্রম করেননি সুব্রত ভট্টাচার্য্য। ময়দানে তিন বড় দলের মধ্যে সবার আগে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি। কিন্তু দলের পারফরম্যান্সে সেই প্রভাব দেখা যায়নি। ডুরান্ড কাপের খেলা দিয়ে তিন বড় দল মরসুম শুরু করেছে। প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ার ধাক্কা বাকি সময় ভালো খেলেও সামলানো যায়নি। দ্বিতীয় খেলায় ইন্ডিয়ান নেভিকে 6-2 গোলে হারালেও তৃতীয় ম্যাচে এটিকের বিরুদ্ধে ফের হার। কলকাতা লিগে এরিয়ান ও সাদার্ন সমিতির বিরুদ্ধে ড্র করে সুব্রতর মহমেডান।
সাদা কালো শিবিরের সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সে র নিরিখে কলকাতা লিগে শুরু টা খারাপ বলা যাবে না। তা সত্ত্বেও সুব্রত বিদায়। কারন অবশ্যই মাঠের বাইরের।
মহমেডান দলে এখন মধ্যমেধার ফুটবলার দের ভিড়। তাদের ফুটবল নৈপুণ্যে হতাশ সুব্রত ভট্টাচার্য নিয়মিত বকাঝকা করতেন এবং সাময়িক ভাবে আসতে বারন করে দিতেন। মহমেডান কর্তাদের তুচ্ছতাচ্ছিল্য করাও সুব্রতর বিপক্ষে গিয়েছে।
নতুন টিডি দীপেন্দু বিশ্বাস বিধায়ক ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। কোচ সিনিয়র দলের সঙ্গে কাজ করেননি। এই অবস্থায় বদলের ধাক্কা মহমেডান কে সাফল্যের রাজপথে না ব্যর্থতার অন্ধকারে নিয়ে যায় সেটাই দেখার।



Body:মহমেডান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.