ETV Bharat / sports

FIFA-র বিশ্বসেরা ফুটবলারের দৌড়ে রোনাল্ড, মেসি

author img

By

Published : Nov 25, 2020, 5:36 PM IST

FIFA-র বিশ্বসেরা হওয়ার দৌড়ে এবার অনেকটাই এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা লেওয়ানডস্কি ৷ গত বছরের সেরা আর্জেনটাই তারকা লিও মেসিকে এই লড়াইয়ে বেশ কিছুটা পিছনেই ফেলে দিয়েছেন তিনি ৷ এর প্রধান কারণ 2019-20 সিজ়নে চ্য়াম্পিয়ন্স ট্রফি এবং ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স ৷

messi-ronaldo-and-salah-among-nominees-for-fifa-best-awards-2020
FIFA-র বিশ্বসেরা ফুটবলারের দৌড়ে রোনাল্ড, মেসি, সালহা এবং লেওয়ানডস্কি

জুরিখ, 25 নভেম্বর : 2019-20 বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে থাকা প্রতিযোগীদের তালিকা ঘোষণা করলো FIFA. যে তালিকায় স্থান প্রথম সারিতে নাম রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ড, লিওনেল মেসি, মহম্মদ সালহা এবং রবার্ট লেওয়ানডস্কির নাম ৷ তবে, FIFA-র বিশ্বসেরা হওয়ার দৌড়ে এবার অনেকটাই এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা লেওয়ানডস্কি ৷ গত বছরের সেরা আর্জেনটাই তারকা লিও মেসিকে এই লড়াইয়ে বেশ কিছুটা পিছনেই ফেলে দিয়েছেন তিনি ৷ এর প্রধান কারণ 2019-20 সিজ়নে চ্য়াম্পিয়ন্স ট্রফি এবং ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স ৷

ফিফার প্রকাশি ওই তালিকায় থিয়াগো আলাকান্তারা, সাদিও মানে, নেইমার জুনিয়র, সের্জ়িও রামোসও রয়েছেন ৷ গোলকিপারদের তালিকায় রয়েছেন, আলিসন বেকের, থিবাউত কুর্তোজ়, কেলর নাভাস, ম্য়ানুয়েল নয়ার, জান ওবলাকরা ৷ এদিন FIFA-র প্রকাশিত তালিকায় মহিলা ফুটবলাদের নামও রয়েছে ৷ মহিলা ফুটবলে বিশ্বসেরাদের প্রতিযোগিতার দৌড়ে রয়েছেন লুসি ব্রোনজ়, ডেলফিন কাসকারিনো, কারোলিন গ্রাহাম হাসেন, জ়েনিফার হারমাসোরা ৷ মহিলা ফুটবলে সেরা গোলকিপারের দৌড়ে রয়েছেন, আন-ক্য়াটরিন বার্জ়ার, সারা বৌহাদ্দি, ক্রিশ্চিয়ান এন্ডলার এবং আলেসা নায়হার ৷

FIFA-র বিশ্বসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট শুরু হচ্ছে আজ থেকে ৷ অর্থাৎ, 25 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত ভোট প্রক্রিয়া চলবে ৷ ভোট দেবেন, সব দেশের জাতীয় দলের কোট ও অধিনায়করা ৷ এছাড়াও, 200 জন ক্রীড়া সাংবাদিক এবং অনলাইন ভোট দেবেন বাছাই করা কিছু ফুটবল প্রেমী ৷ কোরোনার জন্য় আগামী 17 ডিসেম্বর ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করা হবে ৷

জুরিখ, 25 নভেম্বর : 2019-20 বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে থাকা প্রতিযোগীদের তালিকা ঘোষণা করলো FIFA. যে তালিকায় স্থান প্রথম সারিতে নাম রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ড, লিওনেল মেসি, মহম্মদ সালহা এবং রবার্ট লেওয়ানডস্কির নাম ৷ তবে, FIFA-র বিশ্বসেরা হওয়ার দৌড়ে এবার অনেকটাই এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা লেওয়ানডস্কি ৷ গত বছরের সেরা আর্জেনটাই তারকা লিও মেসিকে এই লড়াইয়ে বেশ কিছুটা পিছনেই ফেলে দিয়েছেন তিনি ৷ এর প্রধান কারণ 2019-20 সিজ়নে চ্য়াম্পিয়ন্স ট্রফি এবং ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স ৷

ফিফার প্রকাশি ওই তালিকায় থিয়াগো আলাকান্তারা, সাদিও মানে, নেইমার জুনিয়র, সের্জ়িও রামোসও রয়েছেন ৷ গোলকিপারদের তালিকায় রয়েছেন, আলিসন বেকের, থিবাউত কুর্তোজ়, কেলর নাভাস, ম্য়ানুয়েল নয়ার, জান ওবলাকরা ৷ এদিন FIFA-র প্রকাশিত তালিকায় মহিলা ফুটবলাদের নামও রয়েছে ৷ মহিলা ফুটবলে বিশ্বসেরাদের প্রতিযোগিতার দৌড়ে রয়েছেন লুসি ব্রোনজ়, ডেলফিন কাসকারিনো, কারোলিন গ্রাহাম হাসেন, জ়েনিফার হারমাসোরা ৷ মহিলা ফুটবলে সেরা গোলকিপারের দৌড়ে রয়েছেন, আন-ক্য়াটরিন বার্জ়ার, সারা বৌহাদ্দি, ক্রিশ্চিয়ান এন্ডলার এবং আলেসা নায়হার ৷

FIFA-র বিশ্বসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট শুরু হচ্ছে আজ থেকে ৷ অর্থাৎ, 25 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত ভোট প্রক্রিয়া চলবে ৷ ভোট দেবেন, সব দেশের জাতীয় দলের কোট ও অধিনায়করা ৷ এছাড়াও, 200 জন ক্রীড়া সাংবাদিক এবং অনলাইন ভোট দেবেন বাছাই করা কিছু ফুটবল প্রেমী ৷ কোরোনার জন্য় আগামী 17 ডিসেম্বর ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.