ETV Bharat / sports

বড় ব্যবধানে জয়ের দিনে মন জুড়ানো মনবীরের গোল - এটিকে মোহনবাগান

চলতি আইএসএলে সবচেয়ে বড় ব্যবধানে জিতল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । তিরিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল তারা ।

ISL news
ছবি সৌজন্যে : আইএসএল
author img

By

Published : Feb 6, 2021, 10:49 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বিদেশি ফুটবলারদের ভিড়ে আইএসএলের মঞ্চে ভারতীয় ফুটবলাররা নেহাতই পার্শ্বচরিত্র । সেখানে ওড়িশা এফসির বিরুদ্ধে মনবীর সিংয়ের চোখ জুড়ানো গোলে লিওনেল মেসির পরশ । নিসন্দেহে সেরা প্রাপ্তি । এগারো মিনিটে রয় কৃষ্ণের পাস ধরে বা দিক থেকে কোনাকুনি শটে মনবীরের বা পায়ের গোলে(1-0) বিদেশি ফুটবলের ছোয়া । বিরতির পরেও ফের রয় কৃষ্ণের বাড়ানো পাস ধরে 54মিনিটে দল এবং মনবীরের দ্বিতীয় গোল(2-0) । সকালে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেছিলেন মনদীপ । বিকেলে তাঁর জোড়া গেল যেন আন্দোলন এবং স্বপ্নের মিশেল ।

ওড়িশা এফসি কে 4-1গোলে হারাল এটিকে-মোহনবাগান । মনবীরের জোড়া গোলের দিনে রয় কৃষ্ণ দুটো গোল করলেন । 11গোল করে শীর্ষ গোলদাতার দৌড়ে ফিজিয়ান স্ট্রাইকার । চলতি আইএসএলে সবচেয়ে বড় ব্যবধানে জিতল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । তিরিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল তারা । তবে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির জন্য সবুজ মেরুন কড়া চ্যালেঞ্জ ছুড়তে তৈরি তা বোঝা পরিস্কার ।

সেকেন্ড বয়ের সঙ্গে লাস্ট বয়ের খেলা। কিন্তু কোচ বদলের পরে ওড়িশা এফসি এখন মানসিক ভাবে চাঙ্গা । জেরাল্ড পেটান দায়িত্ব নিলেও এত দ্রুত দলের খামতি মেটাতে পারেনি ।ফলে বিরতির এক মিনিট আগে আলেকজান্ডার বিশ্বমানের গোলে (1-1)ওড়িশাকে সমতায় ফেরালেও তা ছিল শুধুই আশার বুদবুদ ।

আরও পড়ুন : নীল ঝড়ে ফের পরাজয়ের অন্ধকারে ইস্টবেঙ্গল

হাবাসের 4-4-2ছক রুখতে 4-4-3 ছকে পালটা দেওয়ার চেষ্টা করেছিলেন জেরাল্ড পেটান । কিন্তু রয় কৃষ্ণ, মার্সেলিনহোর পাশে মনবীরের দ্রুত লয়ের ফুটবলের তল পায়নি ওড়িশা । প্রথম থেকে প্রতিপক্ষ কে ব্যাকফুটে ঠেলে অনাসায়ে ম্যাচের রাশ তুলে নিয়ে ছিল এটিকে মোহনবাগান । মনবীরের গোলের পরে আরও গোটা তিনেক সুযোগ পেয়েছিল সবুজ মেরুন । সারা ম্যাচে 18টি গোলমুখী শট নেওয়া ছাড়া 59শতাংশ বলের দখলের পরিসংখ্যান হাবাসের দলের দাপুটে ফুটবলের চিহ্ন । বিরতির পরে ফের সবুজ মেরুন ঝড় । মার্সেলিনহোর যোগদানে হাবাসের দলের আক্রমনে ধার বাড়িয়েছে । তবে স্প্যানিশ কোচের ভরসা রয় কৃষ্ণের অলরাউন্ড পারফরম্যান্স । মনবীরকে দিয়ে জোড়া গোল করানোর পাশাপাশি 83মিনিটে পেনাল্টি থেকে রয় কৃষ্ণ নিজের প্রথম এবং দলের তিন নম্বর গোলটি (3-1) করলেন । তিন মিনিট পরে ফের গোল এটিকে-মোহনবাগানের । এবার দলের চার নম্বর এবং নিজের দ্বিতীয় গোল(4-1) সেই রয় কৃষ্ণের।ম্যাচের সেরাও তিনি ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বিদেশি ফুটবলারদের ভিড়ে আইএসএলের মঞ্চে ভারতীয় ফুটবলাররা নেহাতই পার্শ্বচরিত্র । সেখানে ওড়িশা এফসির বিরুদ্ধে মনবীর সিংয়ের চোখ জুড়ানো গোলে লিওনেল মেসির পরশ । নিসন্দেহে সেরা প্রাপ্তি । এগারো মিনিটে রয় কৃষ্ণের পাস ধরে বা দিক থেকে কোনাকুনি শটে মনবীরের বা পায়ের গোলে(1-0) বিদেশি ফুটবলের ছোয়া । বিরতির পরেও ফের রয় কৃষ্ণের বাড়ানো পাস ধরে 54মিনিটে দল এবং মনবীরের দ্বিতীয় গোল(2-0) । সকালে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেছিলেন মনদীপ । বিকেলে তাঁর জোড়া গেল যেন আন্দোলন এবং স্বপ্নের মিশেল ।

ওড়িশা এফসি কে 4-1গোলে হারাল এটিকে-মোহনবাগান । মনবীরের জোড়া গোলের দিনে রয় কৃষ্ণ দুটো গোল করলেন । 11গোল করে শীর্ষ গোলদাতার দৌড়ে ফিজিয়ান স্ট্রাইকার । চলতি আইএসএলে সবচেয়ে বড় ব্যবধানে জিতল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । তিরিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল তারা । তবে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির জন্য সবুজ মেরুন কড়া চ্যালেঞ্জ ছুড়তে তৈরি তা বোঝা পরিস্কার ।

সেকেন্ড বয়ের সঙ্গে লাস্ট বয়ের খেলা। কিন্তু কোচ বদলের পরে ওড়িশা এফসি এখন মানসিক ভাবে চাঙ্গা । জেরাল্ড পেটান দায়িত্ব নিলেও এত দ্রুত দলের খামতি মেটাতে পারেনি ।ফলে বিরতির এক মিনিট আগে আলেকজান্ডার বিশ্বমানের গোলে (1-1)ওড়িশাকে সমতায় ফেরালেও তা ছিল শুধুই আশার বুদবুদ ।

আরও পড়ুন : নীল ঝড়ে ফের পরাজয়ের অন্ধকারে ইস্টবেঙ্গল

হাবাসের 4-4-2ছক রুখতে 4-4-3 ছকে পালটা দেওয়ার চেষ্টা করেছিলেন জেরাল্ড পেটান । কিন্তু রয় কৃষ্ণ, মার্সেলিনহোর পাশে মনবীরের দ্রুত লয়ের ফুটবলের তল পায়নি ওড়িশা । প্রথম থেকে প্রতিপক্ষ কে ব্যাকফুটে ঠেলে অনাসায়ে ম্যাচের রাশ তুলে নিয়ে ছিল এটিকে মোহনবাগান । মনবীরের গোলের পরে আরও গোটা তিনেক সুযোগ পেয়েছিল সবুজ মেরুন । সারা ম্যাচে 18টি গোলমুখী শট নেওয়া ছাড়া 59শতাংশ বলের দখলের পরিসংখ্যান হাবাসের দলের দাপুটে ফুটবলের চিহ্ন । বিরতির পরে ফের সবুজ মেরুন ঝড় । মার্সেলিনহোর যোগদানে হাবাসের দলের আক্রমনে ধার বাড়িয়েছে । তবে স্প্যানিশ কোচের ভরসা রয় কৃষ্ণের অলরাউন্ড পারফরম্যান্স । মনবীরকে দিয়ে জোড়া গোল করানোর পাশাপাশি 83মিনিটে পেনাল্টি থেকে রয় কৃষ্ণ নিজের প্রথম এবং দলের তিন নম্বর গোলটি (3-1) করলেন । তিন মিনিট পরে ফের গোল এটিকে-মোহনবাগানের । এবার দলের চার নম্বর এবং নিজের দ্বিতীয় গোল(4-1) সেই রয় কৃষ্ণের।ম্যাচের সেরাও তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.