ETV Bharat / sports

লিভারপুলকে 4-0 গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি - লিভারপুলকে 4-0 গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি

30 বছরে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা লিভারপুল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির লড়াই উপভোগ করার জন্য মুখিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা ৷ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরের ম্যাচেই 4-0 গোলে লিভারপুলের এই ভরাডুবি মানতে পারছেন না কোনও সমর্থকই ৷

image
ম্যাঞ্চেস্টার সিটি
author img

By

Published : Jul 3, 2020, 11:44 PM IST

ম্যাঞ্চেস্টার, 3 জুলাই : লড়াইটা ছিল এক বনাম দু’য়ের ৷ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটির লড়াই ৷ ইতিমধ্যে লিগ জয় করা হয়ে গেছে লিভারপুলের ৷ কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির কাছে এমনভাবে হারের মুখ দেখতে হবে তা ভাবেনি তারা ৷

আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় ম্যাচটা ছিল লিভারপুলের কাছে নিয়মরক্ষার ৷ কিন্তু তবুও 30 বছরে প্রথমবার খেতাব জয় করা লিভারপুল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির লড়াই উপভোগ করার জন্য মুখিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা ৷ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরের ম্যাচেই 4-0 গোলে লিভারপুলের এই ভরাডুবি হবে ভাবতেই পারেননি কোনও সমর্থকই ৷

ম্যাঞ্চেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে দা রেডসদের 4-0 গোলে হারাল পেপ গুয়ার্দিওলার ছেলেরা ৷ দুই পোড় খাওয়া কোচের মগজাস্ত্রের লড়াই ছিল এটা ৷ সেখানেই যুগরেন ক্লপকে অবলীলায় হারাল পেপ গুয়ার্দিওলা ৷ ওয়ান সাইডেড ম্যাচে দা স্কাই ব্লুজ়দের হয়ে গোল করলেন কেভিন ডি ব্রুয়েনা, রহিম স্টার্লিং, ফিল ফডেন ৷ একটি গোল দা রেডসদের অক্সলেড চেম্বারলেনের আত্মঘাতী ৷

তবে পূর্ব ঘোষণা মতো খেলা শুরুর আগে লিভারপুলকে গার্ড অফ অনার দেন ম্যাঞ্চেস্টর সিটির ফুটবলাররা ৷ কিন্তু তারপর গোটা ম্যাচে অন্য মেজাজে দেখা গেল তাঁদের ৷

অন্যদিকে ম্যাচটা আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল লিভারপুলের সালহা, মানেরা ৷ প্রথমার্ধেই সালহার বাম পায়ের দ্রুত গতির শট পোস্টে লেগে ফিরে আসে ৷ এরপরই 25 মিনিটে স্টারলিংকে বক্সের মধ্যে ফাউল করে বসেন লিভারপুলের গোমেজ ৷ ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে যান কেভিন ডি ব্রুয়েনা ৷ এর 10 মিনিট পর ফের গোল স্টারলিংয়ের ৷ ফিল ফডেনের পাস থেকে গোল করেন তিনি ৷

ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল করে লিভারপুলের দুর্ভোগ বাড়ান ফিল ফডেন ৷ এই গোলেই ম্যাচ কার্যত মুঠোয় পুরে নেন ম্যাঞ্চেস্টার সিটি ৷ 66 মিনিটে চেম্বারলেনের অত্মঘাতী গোলে লিভারপুলের হার নিশ্চিত হয়ে যায় ৷ লিভারপুলের হারের ফলে লিগ টেবিলে যদিও কোনও পরিবর্তন হল না ৷

ম্যাঞ্চেস্টার, 3 জুলাই : লড়াইটা ছিল এক বনাম দু’য়ের ৷ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটির লড়াই ৷ ইতিমধ্যে লিগ জয় করা হয়ে গেছে লিভারপুলের ৷ কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির কাছে এমনভাবে হারের মুখ দেখতে হবে তা ভাবেনি তারা ৷

আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় ম্যাচটা ছিল লিভারপুলের কাছে নিয়মরক্ষার ৷ কিন্তু তবুও 30 বছরে প্রথমবার খেতাব জয় করা লিভারপুল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির লড়াই উপভোগ করার জন্য মুখিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা ৷ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরের ম্যাচেই 4-0 গোলে লিভারপুলের এই ভরাডুবি হবে ভাবতেই পারেননি কোনও সমর্থকই ৷

ম্যাঞ্চেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে দা রেডসদের 4-0 গোলে হারাল পেপ গুয়ার্দিওলার ছেলেরা ৷ দুই পোড় খাওয়া কোচের মগজাস্ত্রের লড়াই ছিল এটা ৷ সেখানেই যুগরেন ক্লপকে অবলীলায় হারাল পেপ গুয়ার্দিওলা ৷ ওয়ান সাইডেড ম্যাচে দা স্কাই ব্লুজ়দের হয়ে গোল করলেন কেভিন ডি ব্রুয়েনা, রহিম স্টার্লিং, ফিল ফডেন ৷ একটি গোল দা রেডসদের অক্সলেড চেম্বারলেনের আত্মঘাতী ৷

তবে পূর্ব ঘোষণা মতো খেলা শুরুর আগে লিভারপুলকে গার্ড অফ অনার দেন ম্যাঞ্চেস্টর সিটির ফুটবলাররা ৷ কিন্তু তারপর গোটা ম্যাচে অন্য মেজাজে দেখা গেল তাঁদের ৷

অন্যদিকে ম্যাচটা আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল লিভারপুলের সালহা, মানেরা ৷ প্রথমার্ধেই সালহার বাম পায়ের দ্রুত গতির শট পোস্টে লেগে ফিরে আসে ৷ এরপরই 25 মিনিটে স্টারলিংকে বক্সের মধ্যে ফাউল করে বসেন লিভারপুলের গোমেজ ৷ ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে যান কেভিন ডি ব্রুয়েনা ৷ এর 10 মিনিট পর ফের গোল স্টারলিংয়ের ৷ ফিল ফডেনের পাস থেকে গোল করেন তিনি ৷

ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল করে লিভারপুলের দুর্ভোগ বাড়ান ফিল ফডেন ৷ এই গোলেই ম্যাচ কার্যত মুঠোয় পুরে নেন ম্যাঞ্চেস্টার সিটি ৷ 66 মিনিটে চেম্বারলেনের অত্মঘাতী গোলে লিভারপুলের হার নিশ্চিত হয়ে যায় ৷ লিভারপুলের হারের ফলে লিগ টেবিলে যদিও কোনও পরিবর্তন হল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.