ETV Bharat / sports

IPL-এর ধাঁচে ফ্যান ওয়াল এবার ISL-এও

author img

By

Published : Nov 12, 2020, 9:10 AM IST

ফাঁকা মাঠে ফুটবলারদের উৎসাহিত করতে IPL-এর মতো ফ্যান ওয়ালের ব্যবস্থা করা হচ্ছে ISL-এও ৷

Fan wall, IPL, ISL
ফ্যান ওয়াল

কলকাতা, 12 নভেম্বর : দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবল খেলা বেশ বিরক্তিকর । গ্যালারিতে বসে সমর্থকদের চিৎকার মাঠে খেলোয়াড়দের ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে । কিন্তু কোরোনার জেরে এখন বিশ্বজুড়ে ক্রীড়াদুনিয়া স্তব্ধ । ধীরে ধীরে খেলা শুরু হলেও তা আয়োজন করা হচ্ছে একাধিক বিধিনিষেধ মেনে ৷

ফাঁকা স্টেডিয়ামে কার্যত নির্বান্ধবপুরিতে খেলার অভিজ্ঞতা যে বিরক্তিকর তা একাধিকবার ক্রীড়াবিদরা বলেছেন । গ্যালারিতে উপস্থিত দর্শকদের সমর্থনের আবহ যাতে কৃত্রিমভাবে তুলে ধরা যায় সেইজন্য ফ্যান ওয়াল তৈরি ক‍রা হয়েছে । IPL-এর সেই ফ্যান ওয়াল রোহিত শর্মা, বিরাট কোহলিদের উৎসাহিত করেছে । শুধু সাউন্ড সিস্টেমের মাধ্যমে মাঠের মধ্যে দর্শক থাকলে যে আবহ তৈরি হয়, তাকে তুলে ধরা হয়েছে । অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার ।

এবার ইন্ডিয়ান সুপার লিগেও দেখা যাবে এই ফ্যান ওয়াল । কোরোনা সংক্রমণের জেরে এবছর ISL-এর আসর বসতে চলেছে গোয়ায় ৷ দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে খেলা ৷ তাই খেলার সময় ফুটবলারদের উৎসাহিত করতে ফ্যান ওয়ালের ব্যবস্থা করা হচ্ছে ৷ যদিও ফুটবল মাঠে এই ব্যবস্থা নতুন নয় । ইউরোপের মাটিতে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এভাবেই ফাঁকা গ্যালারিতে দর্শকদের কৃত্রিমভাবে উপস্থিত করার চেষ্টা হচ্ছে । ভারতে এই উদ্যোগ প্রথম এবং নতুন । ইতিমধ্যে ISL-এর ফ্যানপেজে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । চলতি মাসের 20 তারিখ থেকে ISL দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও দর্শকদের উৎসাহ থেকে বঞ্চিত হবেন না ফুটবলাররা । হোক না সেটা কৃত্রিম ।

কলকাতা, 12 নভেম্বর : দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবল খেলা বেশ বিরক্তিকর । গ্যালারিতে বসে সমর্থকদের চিৎকার মাঠে খেলোয়াড়দের ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে । কিন্তু কোরোনার জেরে এখন বিশ্বজুড়ে ক্রীড়াদুনিয়া স্তব্ধ । ধীরে ধীরে খেলা শুরু হলেও তা আয়োজন করা হচ্ছে একাধিক বিধিনিষেধ মেনে ৷

ফাঁকা স্টেডিয়ামে কার্যত নির্বান্ধবপুরিতে খেলার অভিজ্ঞতা যে বিরক্তিকর তা একাধিকবার ক্রীড়াবিদরা বলেছেন । গ্যালারিতে উপস্থিত দর্শকদের সমর্থনের আবহ যাতে কৃত্রিমভাবে তুলে ধরা যায় সেইজন্য ফ্যান ওয়াল তৈরি ক‍রা হয়েছে । IPL-এর সেই ফ্যান ওয়াল রোহিত শর্মা, বিরাট কোহলিদের উৎসাহিত করেছে । শুধু সাউন্ড সিস্টেমের মাধ্যমে মাঠের মধ্যে দর্শক থাকলে যে আবহ তৈরি হয়, তাকে তুলে ধরা হয়েছে । অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার ।

এবার ইন্ডিয়ান সুপার লিগেও দেখা যাবে এই ফ্যান ওয়াল । কোরোনা সংক্রমণের জেরে এবছর ISL-এর আসর বসতে চলেছে গোয়ায় ৷ দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে খেলা ৷ তাই খেলার সময় ফুটবলারদের উৎসাহিত করতে ফ্যান ওয়ালের ব্যবস্থা করা হচ্ছে ৷ যদিও ফুটবল মাঠে এই ব্যবস্থা নতুন নয় । ইউরোপের মাটিতে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এভাবেই ফাঁকা গ্যালারিতে দর্শকদের কৃত্রিমভাবে উপস্থিত করার চেষ্টা হচ্ছে । ভারতে এই উদ্যোগ প্রথম এবং নতুন । ইতিমধ্যে ISL-এর ফ্যানপেজে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । চলতি মাসের 20 তারিখ থেকে ISL দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও দর্শকদের উৎসাহ থেকে বঞ্চিত হবেন না ফুটবলাররা । হোক না সেটা কৃত্রিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.