প্যারিস, 2 জানুয়ারি : পিএসজিতে করোনার থাবা ৷ ক্লাবের পক্ষ থেকে জানানো হল, করোনায় আক্রান্ত হয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি (Messi Tests Positive for Covid 19) ৷ আক্রান্ত হয়েছেন এক স্টাফ-সহ আরও তিন ফুটবলার ৷
শনিবার এক বিবৃতিতে খেলোয়াড় এবং স্টাফের করোনা আক্রান্ত হওয়ার কথা জানায় প্যারিস সাঁ জা । সেই সময়ে কারওর নাম প্রকাশ করা হয়নি ৷ পরে দলের মেডিক্যাল বিবৃতিতে জানানো হয় মেসি, লেফট ব্যাক জুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং 19 বছর বয়সী মিডফিল্ডার নাথান বিতুমাজালা মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷
আরও পড়ুন : ড্র ধাঁধায় হয়েও হচ্ছে না মেসি-রোনাল্ডো দ্বৈরথ
-
Tests carried out during the winter break and before the resumption of training revealed 4 positive cases for Covid-19 among the players and 1 positive case among the staff. The people concerned are subject to the Covid protocols.
— Paris Saint-Germain (@PSG_English) January 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tests carried out during the winter break and before the resumption of training revealed 4 positive cases for Covid-19 among the players and 1 positive case among the staff. The people concerned are subject to the Covid protocols.
— Paris Saint-Germain (@PSG_English) January 2, 2022Tests carried out during the winter break and before the resumption of training revealed 4 positive cases for Covid-19 among the players and 1 positive case among the staff. The people concerned are subject to the Covid protocols.
— Paris Saint-Germain (@PSG_English) January 2, 2022
চলতি মরশুমেই বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিও ৷ সপ্তম ব্যালন ডি'অর, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতলেও ফ্রান্সে মরশুম একেবারেই ভাল কাটেনি তাঁর ৷ লিগ ওয়ানে এগারো ম্যাচে মাত্র একটি গোল পেয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে করেছেন পাঁচটি গোল ৷ বছর শেষে সপরিবারে আর্জেন্টিনায় ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এবার করোনার কোপে পড়লেন মহাতারকা ৷ গত বছর মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ৷
সোমবার ফ্রেঞ্চ কাপে ভানেসের মুখোমুখি হবে পিএসজি ৷ 10 জানুয়ারি লিগ ওয়ানে লিয়নের সঙ্গে খেলা রয়েছে তাদের ৷ এই অবস্থায় মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে দি মারিয়া-এমবাপেদের ৷