ETV Bharat / sports

পিরলো-বুঁফো : সতীর্থ এখন গুরুশিষ্য

চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র লড়াইয়ে একা কুম্ভ হয়ে দাঁড়ানো রোনাল্ডোও বাঁচাতে পারেননি দলকে ৷ অ্যাওয়ে গোলের সুবাদে 2-2 গোলের ব্যবধান থাকলেও শেষ আটে পৌঁছে গেল লিঁয় ৷ অন্যদিকে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হলেও দলের খেলায় খুশি হতে পারেনি কর্মকর্তারা ৷ তাই ইউরোপ সেরার লাড়াইয়ে বিদায় নেওয়ার পরই কোচ মৌরিসিও সারিকে সরিয়ে দেওয়া হল ৷

জুভেন্তাসের দায়িত্বে পিরলো
জুভেন্তাসের দায়িত্বে পিরলো
author img

By

Published : Aug 9, 2020, 4:10 PM IST

তুরিন, 9 অগাস্ট : চেলসির দেখানো পথেই হাঁটল জুভেন্তাস ৷ একসময় দলের মাঝ মাঠের দায়িত্ব সামলানো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে দা ব্লুজদের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ৷ এবার আন্দ্রে পিরলো ৷ দুই পায়ে ফুটবলকে শিল্পে পরিণত করা পিরলোর হাতে তুলে দেওয়া হল রোনাল্ডো, দিবালাদের দায়িত্ব ৷

চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র লড়াইয়ে একা কুম্ভ হয়ে দাঁড়ানো রোনাল্ডোও বাঁচাতে পারেননি দলকে ৷ অ্যাওয়ে গোলের সুবাদে 2-2 গোলের ব্যবধান থাকলেও শেষ আটে পৌঁছে গেল লিঁয় ৷ অন্যদিকে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হলেও দলের খেলায় খুশি হতে পারেনি কর্মকর্তারা ৷ তাই ইউরোপ সেরার লাড়াইয়ে বিদায় নেওয়ার পরই কোচ মৌরিসিও সারিকে সরিয়ে দেওয়া হল ৷ তিন বছরের চুক্তিতে জুভেন্তাসে এলেও মাত্র একবছরই স্থায়ী হলেন তিনি ৷

সারির বিদায়ের পর রোনাল্ডোদের দায়িত্ব কে থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে যায় ৷ ওঠে আসে কয়েকটি নাম ৷ তার মধ্যে ছিলেন মৌরিসিও পচেত্তিনি, আন্দ্রে পিরলো, রবার্তো মানচিনি, অ্যালেগ্রি ও সিমিওনের মতো ব্যক্তিত্বরাও ৷ কিন্তু সবাইকে টেক্কা দিয়ে ঘরের ছেলে ও মাঝ মাঠের মায়েস্ত্র আন্দ্রে পিরলোর হাতে দায়িত্ব তুলে দিলেন কর্তারা ৷

আরও পড়ুন :- চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাসের বিদায়, চাকরি খোয়ালেন কোচ সারি

তবে পিরলো জুভেন্তাসের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তুরিনে একটি অন্য রসায়নও শুরু হল ৷ একসময়ের সতীর্থ ও বন্ধু থেকে গুরু শিষ্য ৷ জুভেন্তাসের তেকাঠির দায়িত্ব এখনও নিজের কাঁধে রেখেছেন জিয়ানলুইগি বুঁফো ৷ কয়েকবছর আগেও পিরলো ছিলেন তাঁর সতীর্থ ৷ বয়সেও পিরলোর থেকে এক বছরের বড় বুঁফো ৷ যদিও পেশাদার ফুটবলে এটা কোনও নতুন ব্যাপার নয় ৷ এর আগেও ফুটবলারদের থেকে বয়সে ছোট কোচ দল সামলেছেন ৷

তবে দুজনের বন্ধুত্বটা ঠিক কীরকম ? 2002 সাল থেকে 2015 সাল ৷ জাতীয় দলে একসঙ্গে নিয়মিত খেলেছেন দুজনে ৷ মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ করেছেন পিরলো ৷ অন্যদিকে বুঁফো সামলেছেন ইট্যালির গোল ৷ দুজনেই একই সঙ্গে ইট্যালির কিংবদন্তি হয়ে উঠেছেন ৷

আরও পড়ুন :- ব্যাটিং ধস সামলে ম্যাঞ্চেস্টার টেস্ট জয় ইংল্যান্ডের

তবে পিরলোর নেই কোনও কোচিং অভিজ্ঞতা ৷ তাই জুভেন্তাসের মতো হাই প্রোফাইল দলের কোচিংয়ের দায়িত্ব সামলাতে পারবেন তো কিংবদন্তি ৷ প্রশ্নটা কিন্তু উঠছেই ৷ তবে পিরলো ও জুভেন্তাস ভক্তরা বলছেন চিন্তা কী, সমস্যায় পড়লে বন্ধু সম বুঁফোতো আছেই ৷

তুরিন, 9 অগাস্ট : চেলসির দেখানো পথেই হাঁটল জুভেন্তাস ৷ একসময় দলের মাঝ মাঠের দায়িত্ব সামলানো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে দা ব্লুজদের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ৷ এবার আন্দ্রে পিরলো ৷ দুই পায়ে ফুটবলকে শিল্পে পরিণত করা পিরলোর হাতে তুলে দেওয়া হল রোনাল্ডো, দিবালাদের দায়িত্ব ৷

চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র লড়াইয়ে একা কুম্ভ হয়ে দাঁড়ানো রোনাল্ডোও বাঁচাতে পারেননি দলকে ৷ অ্যাওয়ে গোলের সুবাদে 2-2 গোলের ব্যবধান থাকলেও শেষ আটে পৌঁছে গেল লিঁয় ৷ অন্যদিকে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হলেও দলের খেলায় খুশি হতে পারেনি কর্মকর্তারা ৷ তাই ইউরোপ সেরার লাড়াইয়ে বিদায় নেওয়ার পরই কোচ মৌরিসিও সারিকে সরিয়ে দেওয়া হল ৷ তিন বছরের চুক্তিতে জুভেন্তাসে এলেও মাত্র একবছরই স্থায়ী হলেন তিনি ৷

সারির বিদায়ের পর রোনাল্ডোদের দায়িত্ব কে থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে যায় ৷ ওঠে আসে কয়েকটি নাম ৷ তার মধ্যে ছিলেন মৌরিসিও পচেত্তিনি, আন্দ্রে পিরলো, রবার্তো মানচিনি, অ্যালেগ্রি ও সিমিওনের মতো ব্যক্তিত্বরাও ৷ কিন্তু সবাইকে টেক্কা দিয়ে ঘরের ছেলে ও মাঝ মাঠের মায়েস্ত্র আন্দ্রে পিরলোর হাতে দায়িত্ব তুলে দিলেন কর্তারা ৷

আরও পড়ুন :- চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাসের বিদায়, চাকরি খোয়ালেন কোচ সারি

তবে পিরলো জুভেন্তাসের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তুরিনে একটি অন্য রসায়নও শুরু হল ৷ একসময়ের সতীর্থ ও বন্ধু থেকে গুরু শিষ্য ৷ জুভেন্তাসের তেকাঠির দায়িত্ব এখনও নিজের কাঁধে রেখেছেন জিয়ানলুইগি বুঁফো ৷ কয়েকবছর আগেও পিরলো ছিলেন তাঁর সতীর্থ ৷ বয়সেও পিরলোর থেকে এক বছরের বড় বুঁফো ৷ যদিও পেশাদার ফুটবলে এটা কোনও নতুন ব্যাপার নয় ৷ এর আগেও ফুটবলারদের থেকে বয়সে ছোট কোচ দল সামলেছেন ৷

তবে দুজনের বন্ধুত্বটা ঠিক কীরকম ? 2002 সাল থেকে 2015 সাল ৷ জাতীয় দলে একসঙ্গে নিয়মিত খেলেছেন দুজনে ৷ মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ করেছেন পিরলো ৷ অন্যদিকে বুঁফো সামলেছেন ইট্যালির গোল ৷ দুজনেই একই সঙ্গে ইট্যালির কিংবদন্তি হয়ে উঠেছেন ৷

আরও পড়ুন :- ব্যাটিং ধস সামলে ম্যাঞ্চেস্টার টেস্ট জয় ইংল্যান্ডের

তবে পিরলোর নেই কোনও কোচিং অভিজ্ঞতা ৷ তাই জুভেন্তাসের মতো হাই প্রোফাইল দলের কোচিংয়ের দায়িত্ব সামলাতে পারবেন তো কিংবদন্তি ৷ প্রশ্নটা কিন্তু উঠছেই ৷ তবে পিরলো ও জুভেন্তাস ভক্তরা বলছেন চিন্তা কী, সমস্যায় পড়লে বন্ধু সম বুঁফোতো আছেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.