বার্সেলোনা, 28 অক্টোবর : বিস্তর জল্পনা ও নাটকের পর অবশেষে বার্সেলোনার সভাপতির পদ থেকে সরলেন জোসেপ মারিয়া বার্তোমিউ । বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বার্সার প্রেসিডেন্ট হিসেবে ছয় বছরের বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি ।
গত কয়েকমাস ধরেই খবরের শিরোনামে বার্সেলোনা । তা দলের প্রাণভোমরা লিওনল মেসির ব্য়ুরোফ্য়াক্সই হোক বা চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকোয় হার । মেসি সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করার সময় থেকেই বার্সা সমর্থকদের রোষের মুখে ছিলেন বার্তোমিউ । আইনি জটিলতায় পড়ে মেসি বার্সায় থেকে যেতে সম্মত হলেও বার্তোমিউ সমর্থকদের রোষ কমেনি । মেসির থাকার সাত সপ্তাহ ও এল ক্লাসিকোয় হারের তিনদিন পর অবশেষে বিদায় নিলেন বার্তোমিউ । বার্সার ইতিহাসে সবচেয়ে অপছন্দের সভাপতি হলেন বার্তোমিউ । এনিয়ে কোনও দ্বিধা নেই । নিজের পুরো বোর্ডকে সরিয়ে নিয়েছেন তিনি ।
তবে এই পদত্যাগের কারণ হিসেবে সমর্থকদের নিরাপত্তার দিকটি তুলে ধরেছেন বার্তোমিউ । আগামী বছরের মার্চে বার্সেলোনার সভাপতি নির্বাচন । কিন্তু, ভোটাভুটির মুখে পড়তে চাননি তিনি । কোরোনা ভাইরাসের প্রকোপকে ঢাল করে ভোট পিছিয়ে দিতে চেয়েছিলেন বার্তোমিউ ও তাঁর বোর্ড । কিন্তু, কাতালান প্রশাসন তাতে আমল দেয়নি । স্বাস্থ্যবিধি মেনেই ভোটের নির্দেশ দেয় তারা । তাঁকে সরানোর জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিল বার্সা সমর্থকরা । বার্সেলোনার সমর্থকদের মধ্যে থেকে প্রয়োজনীয় সংখ্যক ভোটে ঠিক হয় বার্তোমিউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে । ভোটে বার্সার প্রায় দেড় লাখ রেজিস্টার্ড সমর্থকের দুই-তৃতীয়াংশের ভোট তাঁর বিপক্ষে গেলে সরে যেতেই হত বার্তোমিউকে ।
কিন্তু সেই রাস্তাতেই গেলেন না তিনি । কাতালান প্রশাসনের নির্দেশ আসার পরই বৈঠকে বসে বার্তোমিউ ও তাঁর বোর্ড । তারপরই পদত্যাগের ঘোষণা সামনে আসে । বার্তোমিউ বলেছেন, "আমার সহযোগী ডিরেক্টরদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি । এটা খুব ভেবেচিন্তে ও ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত ।" 2014 সালে স্যান্ড্রো রােসেলের হাত থেকে স্প্যানিশ জায়ান্টদের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন তিনি ।