কলকাতা, 11 জুন : কাশিম আইদারা এবং ফিজ়িও কার্লোস নোদারের দেশে ফেরার দিন স্থির হলেও বিমানের টিকিট পেলেন না জনি অ্যাকোস্টা । ইস্টবেঙ্গলের বিদায়ী বিনিয়োগ সংস্থা এই তিন বিদেশিকে দেশে ফেরাতে উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি।
এই অবস্থায় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এই তিন বিদেশিকে ফেরানোর ব্যবস্থা করা হয়। ঠিক ছিল 11 জুন কেন্দ্রীয় সরকারের "বন্দে ভারত প্রকল্পে " এই তিন বিদেশিকে তাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে । কিন্তু ফিজ়িও কার্লোস নোদারের স্পেনে ফেরার এবং ফ্রান্সের ফুটবলার কাশিম আইদারার বিমানের টিকিট মিললেও, অ্যাকোস্টার দেশ কোস্টারিকার বিমান মেলেনি । কাশিম আইদারা 13 জুন দিল্লি যাবেন ৷ সেখান থেকে 14 জুন সকালে লন্ডন যাওয়ার বিমান ধরবেন । কার্লোস নোদার 18 জুন মুম্বই যাওয়ার জন্য কলকাতা ছাড়বেন। 19 জুন ফ্র্যাঙ্কফুট উড়ে যাবেন। সেখান থেকে মাদ্রিদের বিমান ধরবেন তিনি।
জনি অ্যাকোস্টার দেশে ফেরার বিষয়টি কোনওভাবেই নিশ্চিত করা যাচ্ছে না। এতদিন ধৈর্য ধরলেও বিশ্বকাপার ডিফেন্ডার মেজাজ হারাতে শুরু করেছেন। বেতন কাটা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার তিনি বলেন, মারিও রিবেরা,কোলাডোদের সঙ্গে বিমান ধরতে পারতেন । কিন্তু তাঁকে রেখে দেওয়া হয় । এখন অজুহাতের পালা চলছে । পুরো বিষয়টি বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে ।