কলকাতা, 19 জুলাই : ইস্টবেঙ্গল নয়, নতুন মরশুমে ATK-এর হয়ে খেলবেন জবি জাস্টিন । গতকাল কেরালিয়ান স্ট্রাইকারের ব্যাপারে এই রায় দিয়েছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি । গত মরশুমে আই লিগে লাল-হলুদ জার্সিতে দুরন্ত ফুটবল খেলার পরে তাঁকে দলে নিতে তিন বছরের চুক্তি করার লোভনীয় প্রস্তাব দেয় ATK । এবং তা গ্রহণ করেন জবি জাস্টিন । কিন্তু, ইস্টবেঙ্গল দাবি করে কেরলের স্ট্রাইকার তাদের সঙ্গে চুক্তিবদ্ধ । কিন্তু জবি স্বয়ং লাল-হলুদ কর্তাদের এই দাবি মানতে রাজি ছিলেন না । বিষয়টি IFA-এর কোর্টে পৌঁছায় । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ক্লাব ও জবি জাস্টিনের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিল । তাতেও ছবিটা পরিষ্কার না হওয়ায় ইস্টবেঙ্গলের দাবি করা চুক্তিপত্রে জবি জাস্টিনের স্বাক্ষর হস্তরেখাবিদ দিয়ে পরীক্ষা করায় । IFA রায় দেয়, জবিকে ইস্টবেঙ্গলে খেলতে হবে ।
জবি জাস্টিন প্রথম থেকে বলে আসছিলেন তিনি ATK ছাড়া কারও চুক্তিপত্রে সই করেননি । IFA-এর রায়ের পরেও বলেছিলেন তিনি ATK-তে খেলবেন । সমস্যা মেটাতে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হন । অবশেষে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জানিয়েছে, ইস্টবেঙ্গল যে কাগজ জমা দিয়েছে তা চুক্তিপত্র নয় । তাছাড়া নিয়ম অনুসারে কোনও ফুটবলার মেয়াদ শেষের ছয় মাস আগে থেকে অন্য কোনও ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারে । তাই জবি জাস্টিন ইস্টবেঙ্গল নয়, নতুন মরশুমে ATK-র হয়ে খেলবেন ।