ETV Bharat / sports

Euro Cup 2020 : তুরস্ককে 3-0-এ উড়িয়ে শুরু ইতালির ইউরো অভিযান

author img

By

Published : Jun 12, 2021, 9:47 AM IST

53 মিনিট প্রথম গোল পান জরজিনহোরা ৷ গোল বাঁচাতে গিয়ে তুরস্কর মেরিহ ডেমিরালে আত্মঘাতী গোল করে ফেলেন ৷

italy-beat-turkey-3-0-on-opening-much-of-euro-cup-2020
italy-beat-turkey-3-0-on-opening-much-of-euro-cup-2020

রোম, 12 জুন : ইউরো কাপের (Euro Cup 2020) প্রথম ম্যাচে আধিপত্য রেখে জিতল ইতালি (Italy) ৷ তুলনায় দুর্বল প্রতিপক্ষ তুরস্ককে (Turkey) 3-0 গোলে হারাল তারা ৷

শুরু থেকেই ইতালির একের পর এক আক্রমণে নাজেহাল হতে হয় তুর্কি রক্ষণকে ৷ যদিও ডিফেন্স লাইনে ভিড় বাড়িয়ে প্রথমার্ধে ইতালিকে গোল করতে দেয়নি তুরস্ক ৷ 53 মিনিট প্রথম গোল পান জরজিনহোরা ৷ গোল বাঁচাতে গিয়ে তুরস্কর মেরিহ ডেমিরালে আত্মঘাতী গোল করে ফেলেন ৷ 66 মিনিটে ইতালির পক্ষে ফের গোল করেন সিরো ইমমোবিল ৷ ম্যাচ জয়ে শেষ গোলটি করেন লরেঞ্জ ইনসিগ্নেও ৷

প্রথমার্ধ থেকে ইউরোপীয় ফুটবলে কুলীন ইতালি বলের দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পেতেই দাপট আরও বাড়ে তাদের ৷ দ্বিতীয়ার্ধে রক্ষণ সামাল দেওয়াই ছিল তুরস্কের কাজ ৷ এদিন গোলে 24টি শট নেয় তারা, অন্যদিকে ইতালির গোল লক্ষ্য করে তুরস্ক মাত্র 3টি শট নিতে সক্ষম হয় ৷ তুরস্ক 3-0 গোলে হারলেও দলের গোলকিপার ভাল খেলেন ৷ তার কারণেই গোল সংখ্যা বাড়েনি ৷

আরও পড়ুন : ইউরো কাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের লিমিট তুলে নিল ইউইএফএ

প্রথম ম্যাচে জেতার পর ইতালির পরের ম্যাচে সুইৎজারল্যান্ডের সঙ্গে ৷ বলা বাহুল্য, সেই ম্যাচেও ফেবারিট হিসেবেই ইউরো কাপের আসরে নামবে নীল জার্সির যোদ্ধারা ৷

রোম, 12 জুন : ইউরো কাপের (Euro Cup 2020) প্রথম ম্যাচে আধিপত্য রেখে জিতল ইতালি (Italy) ৷ তুলনায় দুর্বল প্রতিপক্ষ তুরস্ককে (Turkey) 3-0 গোলে হারাল তারা ৷

শুরু থেকেই ইতালির একের পর এক আক্রমণে নাজেহাল হতে হয় তুর্কি রক্ষণকে ৷ যদিও ডিফেন্স লাইনে ভিড় বাড়িয়ে প্রথমার্ধে ইতালিকে গোল করতে দেয়নি তুরস্ক ৷ 53 মিনিট প্রথম গোল পান জরজিনহোরা ৷ গোল বাঁচাতে গিয়ে তুরস্কর মেরিহ ডেমিরালে আত্মঘাতী গোল করে ফেলেন ৷ 66 মিনিটে ইতালির পক্ষে ফের গোল করেন সিরো ইমমোবিল ৷ ম্যাচ জয়ে শেষ গোলটি করেন লরেঞ্জ ইনসিগ্নেও ৷

প্রথমার্ধ থেকে ইউরোপীয় ফুটবলে কুলীন ইতালি বলের দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পেতেই দাপট আরও বাড়ে তাদের ৷ দ্বিতীয়ার্ধে রক্ষণ সামাল দেওয়াই ছিল তুরস্কের কাজ ৷ এদিন গোলে 24টি শট নেয় তারা, অন্যদিকে ইতালির গোল লক্ষ্য করে তুরস্ক মাত্র 3টি শট নিতে সক্ষম হয় ৷ তুরস্ক 3-0 গোলে হারলেও দলের গোলকিপার ভাল খেলেন ৷ তার কারণেই গোল সংখ্যা বাড়েনি ৷

আরও পড়ুন : ইউরো কাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের লিমিট তুলে নিল ইউইএফএ

প্রথম ম্যাচে জেতার পর ইতালির পরের ম্যাচে সুইৎজারল্যান্ডের সঙ্গে ৷ বলা বাহুল্য, সেই ম্যাচেও ফেবারিট হিসেবেই ইউরো কাপের আসরে নামবে নীল জার্সির যোদ্ধারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.