কলকাতা, 8 অক্টোবর : নতুন মরশুমে আইএসএলের লিগ-শিল্ড জয়ীদের পুরস্কার মুল্য বাড়ছে ৷ ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের (এএফএসডিএল) পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে ৷ তিন কোটি টাকা বাড়ছে লিগ-শিল্ড জয়ীদের আর্থিক পুরস্কার ৷ 2019-20 মরসুম থেকে লিগ-শিল্ড খেতাব চালু করেছে এএফএসডিএল। লিগ শীর্ষে থাকা দল 50 লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেত ৷ সেই অঙ্ক এবার বেড়ে হচ্ছে সাড়ে 3 কোটি ৷ অর্থাৎ পুরস্কার মূল্য বাড়ল তিন কোটি টাকা ৷
গত দুই মরশুম ধরে লিগের শীর্ষস্থানাধিকারী দল পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছিল ৷ এবার সেই পুরস্কার মুল্য এবার বেড়ে হচ্ছে সাড়ে তিন কোটি ৷ পাঁচটি বিভাগে আর্থিক পুরস্কার দেওয়া হয় আইএসএলে। পুরস্কার মুল্যের বৈষম্য দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ লিগ টেবিলের শীর্ষস্থানাধিকারী দল আইএসএলে শিল্ড এবং আর্থিক পুরস্কার যেমন পায়, তেমনই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ৷ 2019-20 মরসুমে এফসি গোয়া, গত বছর মুম্বই সিটি এফসি লিগ-শিল্ড খেতাব জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে ৷
আরও পড়ুন : আইএসএলের প্রথম অর্ধের সূচি ঘোষণা, ডার্বি 27 নভেম্বর
গত মরশুমে আইএসএল খেতাব জিতেছে মুম্বই সিটি এফসি। এবার থেকে আইএসএল চ্যাম্পিয়নদের পুরস্কার মুল্য কমছে ৷ আগে আইএসএল ট্রফি জিতলে চ্যাম্পিয়ন দল পেত আট কোটি টাকা ৷ এবার পাবে ছয় কোটি টাকা ৷ রানার্স দল পেত চার কোটি টাকা ৷ এবার থেকে তারা এক কোটি টাকা কম অর্থাৎ তিন কোটি টাকা পাবে ৷ দুই সেমিফাইনালিস্ট দল আগের মতই দেড় কোটি টাকা করে পাবে। লিগ-শিল্ড জয়ী দল যদি আইএসএলে চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা মোট সাড়ে 9 কোটি টাকা পাবে। লিগ-শিল্ড জয়ী দল যদি রানার্স হয়, তাহলে তাদের পকেটে ঢুকবে সাড়ে ছয় কোটি টাকা। লিগ টেবিলের শীর্ষস্থানাধিকারী যদি তৃতীয় বা চতুর্থ হয় তাহলে তারা পাবে 5 কোটি টাকা। 19 নভেম্বর থেকে শুরু হতে চলা আইএসএলের মোট আর্থিক পুরস্কার সাড়ে 15 কোটি টাকা।