ETV Bharat / sports

নভেম্বরে গোয়ায় হবে ISL - বাম্বোলিমের GMC অ্যাথলেটিক স্টেডিয়াম

কোরোনা সংক্রমণের জেরে ISL-এর আয়োজন ঘিরে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে । দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে ।

ISL
ISL
author img

By

Published : Aug 16, 2020, 9:16 PM IST

কলকাতা, 16 অগাস্ট : আই লিগ কলকাতায় হবে বলে গতকাল ঘোষণা করা হয়েছিল । তার 24 ঘণ্টার মধ্যেই এবার জানানো হল, নভেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ অনুষ্ঠিত হবে গোয়ায় । আজ একথা ঘোষণা করেন চেয়ারপার্সন নীতা আম্বানি ৷

একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘‘আমি সপ্তম ISL গোয়ার মাটিতে আয়োজন করার খবর আনন্দের সঙ্গে জানাচ্ছি । আমরা যেখানে গত বছর শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব ।’’ একই সঙ্গে তিনি বলেন,‘‘গত ছ'বছরে ISL ভারতীয় ফুটবলে উল্লেখযোগ্য ও ইতিবাচক ভূমিকা নিয়েছে । এই অল্প সময়ে আমরা বেশ কয়েকটি মাইলস্টোন পেরিয়েছি । ওয়ার্ল্ড লিগ ফোরামে সদস্যপদ পেয়েছি ।’’ মুম্বই সিটিতে সিটি ফুটবল গ্রুপের বিনিয়োগ, ATK-র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়াকেও স্বাগত জানিয়েছেন ISL চেয়ারপার্সন ।

আরও পড়ুনঃ- হেলিকপ্টার শটের মতোই চমক, আন্তর্জাতিক কেরিয়ারের ফিনিশিঙেও কুল ক্যাপ্টেন

কোরোনা সংক্রমণের জেরে ISL-এর আয়োজন ঘিরে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে । দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার আয়োজন হবে বলে জানানো হয়েছে । ফাতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম, বাম্বোলিমের GMC অ্যাথলেটিক স্টেডিয়াম এবং ভাস্কোর তিলক ময়দানে ISL-এর ম্যাচ হবে ।

গোয়া সরকারের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতায় দশটি দলের জন্য পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা হচ্ছে । প্রতিটি দলের প্র্যাকটিসের জন্য আলাদা মাঠের ব্যবস্থা করা হচ্ছে । ইতিমধ্যেই দশটি মাঠ বাছা হয়েছে । এবং তার গুণগত উন্নয়ন করা হচ্ছে ।

কলকাতা, 16 অগাস্ট : আই লিগ কলকাতায় হবে বলে গতকাল ঘোষণা করা হয়েছিল । তার 24 ঘণ্টার মধ্যেই এবার জানানো হল, নভেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ অনুষ্ঠিত হবে গোয়ায় । আজ একথা ঘোষণা করেন চেয়ারপার্সন নীতা আম্বানি ৷

একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘‘আমি সপ্তম ISL গোয়ার মাটিতে আয়োজন করার খবর আনন্দের সঙ্গে জানাচ্ছি । আমরা যেখানে গত বছর শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব ।’’ একই সঙ্গে তিনি বলেন,‘‘গত ছ'বছরে ISL ভারতীয় ফুটবলে উল্লেখযোগ্য ও ইতিবাচক ভূমিকা নিয়েছে । এই অল্প সময়ে আমরা বেশ কয়েকটি মাইলস্টোন পেরিয়েছি । ওয়ার্ল্ড লিগ ফোরামে সদস্যপদ পেয়েছি ।’’ মুম্বই সিটিতে সিটি ফুটবল গ্রুপের বিনিয়োগ, ATK-র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়াকেও স্বাগত জানিয়েছেন ISL চেয়ারপার্সন ।

আরও পড়ুনঃ- হেলিকপ্টার শটের মতোই চমক, আন্তর্জাতিক কেরিয়ারের ফিনিশিঙেও কুল ক্যাপ্টেন

কোরোনা সংক্রমণের জেরে ISL-এর আয়োজন ঘিরে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে । দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার আয়োজন হবে বলে জানানো হয়েছে । ফাতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম, বাম্বোলিমের GMC অ্যাথলেটিক স্টেডিয়াম এবং ভাস্কোর তিলক ময়দানে ISL-এর ম্যাচ হবে ।

গোয়া সরকারের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতায় দশটি দলের জন্য পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা হচ্ছে । প্রতিটি দলের প্র্যাকটিসের জন্য আলাদা মাঠের ব্যবস্থা করা হচ্ছে । ইতিমধ্যেই দশটি মাঠ বাছা হয়েছে । এবং তার গুণগত উন্নয়ন করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.