কলকাতা, 5 ডিসেম্বর : ডার্বি, মুম্বই সিটি এফসির পরে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও হার ৷ পরাজয়ের হ্যাটট্রিক করল এসসি ইস্টবেঙ্গল । ম্যাচের ফল 2-0 । পঁয়ত্রিশ মিনিটে সুরচন্দ্রর আত্মঘাতী গোলের পরে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সুহের ভিপির পাস থেকে চারহার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত নর্থ ইস্ট ইউনাইটেড ।
দুটো গোলই রক্ষণের ভুলের খেসারত । তিন ম্যাচে সাত গোল হজম,ইস্টবেঙ্গলের তালমিল কিছুতেই ঠিক হচ্ছে না । অন্যদিকে এই জয়ের ফলে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নর্থ ইস্ট ইউনাইটেড । কলকাতা ময়দানে কিংবদন্তি ভারতীয় কোচ প্রয়াত প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের অমর উক্তি ‘‘চচ্চড়ির মশলায় বিরিয়ানি রান্না হয় না ।’’ যেকোনও কোচের আপ্তবাক্যও বোধহয় এইরকম । রবি ফাওলারের সঙ্গে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও দিন সাক্ষাৎ হয়নি । তবে নিজের দল নিয়ে কোনও দিন যদি তিনি পিকে বন্দ্যোপাধ্যায় সুলভ মন্তব্য করে বসেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পয়েন্টের খোঁজে নেমেছিল লাল হলুদ ব্রিগেড । চোট আঘাত এবং অন্যান্য প্রতিকুলতাকে সরিয়ে ছন্দের খোঁজে নেমে শুরুটা মন্দের ভালো বলা যায় । এই অবস্থায় 19 মিনিটে পেনাল্টি বক্সে মাঘোমাকে ল্যাং মেরে ফেলে দেওয়া সত্ত্বেও রেফারি সন্তোষকুমার পেনাল্টি দেননি । সত্যিই দুর্ভাগ্যজনক । পাশাপাশি 35 মিনিটে কৈসি আপাহর জোরালো সেন্টার সুরচন্দ্র সিংয়ের পায়ে লেগে গোলে চলে যায় । ফের ফুটবল দেবতার বঞ্চনার শিকার ।
5 ডিসেম্বর লাল হলুদ জার্সিতে খেলে যাওয়া ব্রাজ়িলিয়ান স্ট্রাইকার জুনিয়রের মৃত্যুদিন । একযুগের বেশি সময় আগে ব্রাজ়িলিয়ান স্ট্রাইকার প্রয়াত । কিন্তু পেনাল্টি বক্সে তাঁর গোল করার ক্ষমতা আজও লাল হলুদ সমর্থকদের সুখস্মৃতি । সকাল থেকে তাঁর প্রয়াণে স্মৃতিচারণ সোশাল মিডিয়ায় করছেন লাল হলুদ জনতা । সন্ধ্যায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রকৃত স্ট্রাইকারের অভাবে ইস্টবেঙ্গলকে ভুগতে দেখে জুনিয়রের স্মৃতি তাঁদের আরও বেশি করে মনে পড়েছে । বলবন্তের পরিবর্ত হিসেবে বিরতির পরে নেমেছিলেন সিকে বিনীথ । তাঁর যোগদানে লাল হলুদ অনেক বেশি সচল । এই ম্যাচে অনেকটা জায়গা জুড়ে খেললেন মাঘোমা । মাঝমাঠে পিলকিংটনের সঙ্গে তার বোঝাপড়া বাড়লেও বাকিদের সঙ্গে বোঝাপড়া প্রত্যাশিত মানে না পৌঁছনোয় এসসি ইস্টবেঙ্গল দিকভ্রষ্ট । স্ট্রাইকারের অভাব লাল হলুদের সমস্যা আরও জটিল করে তুলেছে । তাই প্রতিপক্ষের যাবতীয় আক্রমণ সামলাতে নর্থ ইস্ট ইউনাইটেড ডিফেন্ডারদের সমস্যায় পড়তে হয়নি ।