ETV Bharat / sports

নতুন রূপে মুম্বই সিটি FC, আজ প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড

author img

By

Published : Nov 21, 2020, 3:57 PM IST

গত ছয়টি মরশুমে হাইল্যান্ডার্সরা মাত্র একবারই প্লে অফে পৌঁছেছে ৷ গত মরশুমে টানা 14টি ম্যাচে জয় পায়নি তারা ৷

ISL 2020-21: NorthEast United FC take on Mumbai City FC
ISL 2020-21: NorthEast United FC take on Mumbai City FC

গোয়া, 21 নভেম্বর : দলে একাধিক তারকা খেলোয়াড়ের উপস্থিতি সত্ত্বেও চ্যাম্পিয়নের খেতাব অধরাই থেকে গেছে ৷ চলতি বছরে দুটি দলেই প্রয়োজনীয় বদল এসেছে ৷ সেই পরিবর্তন নিয়েই ইন্ডিয়ান সুপার লিগে ভাগ্য বদলাতে তৈরি মুম্বই সিটি FC এবং নর্থইস্ট ইউনাইটেড ৷ আজ ISL-এর দ্বিতীয় দিন ৷ সপ্তম ISL-এ নিজেদের প্রথম ম্যাচে গোয়ার ভাস্কোর তিলক ময়দানে মুখোমুখি হচ্ছে দুই বলিউড তারকা জন আব্রাহাম ও রণবীর কাপুরের দল ৷

ISL-এ এখনও পর্যন্ত দুটি দলই তিনবার নক আউট পর্বে পা রেখেছে ৷ কিন্তু এবারের মরশুমটা আলাদা ৷ নর্থইস্ট ইউনাইটেডের স্প্যানিশ কোচ জেরার্ড নাস ও মুম্বইয়ের কোচ সার্জিং লোবেরা দুজনই আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী ৷ ফলে অনুরাগীদের জন্য আজকের ম্যাচ চোখের আরাম ৷ গত মরশুমে নবম স্থানে শেষ করেছিল জন আব্রাহামের টিম নর্থইস্ট ইউনাইটেড ৷ এবার ভালোমানের বিদেশি ফুটবলারের পাশাপাশি কয়েকজন প্রতিভাবান ভারতীয় তরুণ ফুটবলারকেও দলে টেনেছে তারা ৷ কোচ জেরার্ড নাস বলেছেন, "আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং শক্তিশালী ফুটবল খেলতে চাই ৷ আমরা এমন একটা দল গড়তে চাই যারা লড়াই দেবে ও হার মানবে না ৷" গত ছয়টি মরশুমে হাইল্যান্ডার্সরা মাত্র একবারই প্লে অফে পৌঁছেছে ৷ গত মরশুমে টানা 14টি ম্যাচে জয় পায়নি তারা ৷ ছয়টি ম্যাচে ড্র ও আটটি ম্যাচে হার ৷ ফলে মরশুমের প্রথম ম্যাচটা তাদের কাছে সহজ হবে না ৷ জেরার্ড নাস বলেছেন, "মুম্বইয়ের শক্তি সম্পর্কে আমরা ওয়াকিবহাল ৷ তবে আমাদের নিজেদের প্রতি মনোযোগ দেওয়াটা বেশি প্রয়োজন ৷"

The day you all have been waiting for is finally here! 💥

Our #HeroISL Season 7 campaign begins tonight vs @MumbaiCityFC 🔴⚪⚫ #NEUMCFC #StrongerAsOne pic.twitter.com/PZLvESg3oi

— NorthEast United FC (@NEUtdFC) November 21, 2020 ">

ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মুম্বই সিটি FC ৷ প্রথম ISL খেতাব জিততে ঝাঁপাতে তৈরি তারা ৷ গত তিন বছর ধরে FC গোয়া দলে ভালো পারফর্ম করা কোচ সার্জিও লোবেরাকে দলে নিয়েছে মুম্বই ৷ তিনি বলেছেন, "এই ম্যাচটি কঠিন হবে ৷ চরম প্রতিদ্বন্দ্বিতামূলক মরশুম এবং একাধিক ভালো দল ৷ আমি দলের ছেলেদের নিয়ে খাটছি ৷ মরশুমের শেষে আমাদের পারফরম্যান্স ফ্যানদের খুশি করবে ৷"

গোয়া, 21 নভেম্বর : দলে একাধিক তারকা খেলোয়াড়ের উপস্থিতি সত্ত্বেও চ্যাম্পিয়নের খেতাব অধরাই থেকে গেছে ৷ চলতি বছরে দুটি দলেই প্রয়োজনীয় বদল এসেছে ৷ সেই পরিবর্তন নিয়েই ইন্ডিয়ান সুপার লিগে ভাগ্য বদলাতে তৈরি মুম্বই সিটি FC এবং নর্থইস্ট ইউনাইটেড ৷ আজ ISL-এর দ্বিতীয় দিন ৷ সপ্তম ISL-এ নিজেদের প্রথম ম্যাচে গোয়ার ভাস্কোর তিলক ময়দানে মুখোমুখি হচ্ছে দুই বলিউড তারকা জন আব্রাহাম ও রণবীর কাপুরের দল ৷

ISL-এ এখনও পর্যন্ত দুটি দলই তিনবার নক আউট পর্বে পা রেখেছে ৷ কিন্তু এবারের মরশুমটা আলাদা ৷ নর্থইস্ট ইউনাইটেডের স্প্যানিশ কোচ জেরার্ড নাস ও মুম্বইয়ের কোচ সার্জিং লোবেরা দুজনই আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী ৷ ফলে অনুরাগীদের জন্য আজকের ম্যাচ চোখের আরাম ৷ গত মরশুমে নবম স্থানে শেষ করেছিল জন আব্রাহামের টিম নর্থইস্ট ইউনাইটেড ৷ এবার ভালোমানের বিদেশি ফুটবলারের পাশাপাশি কয়েকজন প্রতিভাবান ভারতীয় তরুণ ফুটবলারকেও দলে টেনেছে তারা ৷ কোচ জেরার্ড নাস বলেছেন, "আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং শক্তিশালী ফুটবল খেলতে চাই ৷ আমরা এমন একটা দল গড়তে চাই যারা লড়াই দেবে ও হার মানবে না ৷" গত ছয়টি মরশুমে হাইল্যান্ডার্সরা মাত্র একবারই প্লে অফে পৌঁছেছে ৷ গত মরশুমে টানা 14টি ম্যাচে জয় পায়নি তারা ৷ ছয়টি ম্যাচে ড্র ও আটটি ম্যাচে হার ৷ ফলে মরশুমের প্রথম ম্যাচটা তাদের কাছে সহজ হবে না ৷ জেরার্ড নাস বলেছেন, "মুম্বইয়ের শক্তি সম্পর্কে আমরা ওয়াকিবহাল ৷ তবে আমাদের নিজেদের প্রতি মনোযোগ দেওয়াটা বেশি প্রয়োজন ৷"

ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মুম্বই সিটি FC ৷ প্রথম ISL খেতাব জিততে ঝাঁপাতে তৈরি তারা ৷ গত তিন বছর ধরে FC গোয়া দলে ভালো পারফর্ম করা কোচ সার্জিও লোবেরাকে দলে নিয়েছে মুম্বই ৷ তিনি বলেছেন, "এই ম্যাচটি কঠিন হবে ৷ চরম প্রতিদ্বন্দ্বিতামূলক মরশুম এবং একাধিক ভালো দল ৷ আমি দলের ছেলেদের নিয়ে খাটছি ৷ মরশুমের শেষে আমাদের পারফরম্যান্স ফ্যানদের খুশি করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.