ETV Bharat / sports

চেন্নাইয়িনকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ATK - চেন্নাইয়িন FC

ঘরের মাঠে হায়দরাবাদকে পাঁচ গোল ৷ এবার চেন্নাইয়ের মাটিতে জয় কলকাতাকে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিল ।

গোলের মুহূর্ত
author img

By

Published : Oct 31, 2019, 7:25 AM IST

চেন্নাই, 31 অক্টোবর : হায়দরাবাদের পরে চেন্নাই ৷ জয়ের রথে কলকাতা । ডেভিড উইলিয়ামসের একমাত্র গোলে দুরন্ত জয় তুলে নিল ATK । প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে বিরতির পরে শুরুতেই গোল করেন ATK-র ডেভিড উইলিয়ামস । জওহরলাল নেহরু স্টেডিয়ামে ATK স্ট্রাইকারের গোলটি ছিল ISL-এর হাজারতম গোল ।

প্রথম ম্যাচে হারের পরে ঘুরে দাঁড়িয়েছে আন্তেনিও লোপেজ় হাবাসের দল । ঘরের মাঠে হায়দরাবাদকে পাঁচ গোলে উড়িয়ে দেওয়ার পরে চেন্নাইয়ের মাটিতে জয় ৷ 2 জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ATK । গতকালও পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত ATK । তবে প্রথম থেকে ইতিবাচক ফুটবল হাবাসের ছেলেদের ম্যাচের রাশ তুলে নিতে সাহায্য করেছিল ।

ATK
ম্যাচে বেশিরভাগ সময় দাপট দেখালেন ATK খেলোয়াড়রা

ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণা লাল সাদা শিবিরের সেরা ফুটবলার । চেন্নাইয়িনের বিরুদ্ধে দলের আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিলেন দু'জন । তাঁদের দাপুটে ফুটবলের উত্তর চেন্নাইয়িনের কাছে ছিল না । প্রাক্তন চ্যাম্পিয়ন দলটির এবারের ISL যাত্রা মোটেই ভালো হয়নি । তিন ম্যাচের মধ্যে দুটো হার পয়েন্ট টেবিলে পিছনে ঠেলে দিচ্ছে । অন্যদিকে জোড়া জয়ের ফলে হাবাস দলের খেলায় খুশি । আত্মতুষ্ট না হয়ে সামনে তাকানোর কথা বলছেন । যা এবারের ATK-র অঘোষিত স্লোগান ।

চেন্নাই, 31 অক্টোবর : হায়দরাবাদের পরে চেন্নাই ৷ জয়ের রথে কলকাতা । ডেভিড উইলিয়ামসের একমাত্র গোলে দুরন্ত জয় তুলে নিল ATK । প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে বিরতির পরে শুরুতেই গোল করেন ATK-র ডেভিড উইলিয়ামস । জওহরলাল নেহরু স্টেডিয়ামে ATK স্ট্রাইকারের গোলটি ছিল ISL-এর হাজারতম গোল ।

প্রথম ম্যাচে হারের পরে ঘুরে দাঁড়িয়েছে আন্তেনিও লোপেজ় হাবাসের দল । ঘরের মাঠে হায়দরাবাদকে পাঁচ গোলে উড়িয়ে দেওয়ার পরে চেন্নাইয়ের মাটিতে জয় ৷ 2 জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ATK । গতকালও পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত ATK । তবে প্রথম থেকে ইতিবাচক ফুটবল হাবাসের ছেলেদের ম্যাচের রাশ তুলে নিতে সাহায্য করেছিল ।

ATK
ম্যাচে বেশিরভাগ সময় দাপট দেখালেন ATK খেলোয়াড়রা

ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণা লাল সাদা শিবিরের সেরা ফুটবলার । চেন্নাইয়িনের বিরুদ্ধে দলের আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিলেন দু'জন । তাঁদের দাপুটে ফুটবলের উত্তর চেন্নাইয়িনের কাছে ছিল না । প্রাক্তন চ্যাম্পিয়ন দলটির এবারের ISL যাত্রা মোটেই ভালো হয়নি । তিন ম্যাচের মধ্যে দুটো হার পয়েন্ট টেবিলে পিছনে ঠেলে দিচ্ছে । অন্যদিকে জোড়া জয়ের ফলে হাবাস দলের খেলায় খুশি । আত্মতুষ্ট না হয়ে সামনে তাকানোর কথা বলছেন । যা এবারের ATK-র অঘোষিত স্লোগান ।

Intro:হায়দরাবাদের পরে চেন্নাই, জয়ের রথে কলকাতা। ডেভিড উইলিয়ামসের একমাত্র গোলে দুরন্ত জয় তুলে নিল এটিকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে বিরতির পরে শুরুতেই গোল করেন এটিকের ডেভিড উইলিয়ামস। জহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকে স্ট্রাইকারের গোলটি ছিল আইএসএল এর হাজার তম গোল। প্রথম ম্যাচে হারের পরে ঘুরে দাড়িয়েছে আন্তেনিও লোপেজ হাবাসের দল। ঘরের মাঠে হায়দরাবাদ কে পাচ গোলে উড়িয়ে দেওয়ার পরে চেন্নাইয়ের মাটিতে জয় কলকাতাকে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিল। এদিনও পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত এটিকে।তবে প্রথম থেকে ইতিবাচক ফুটবল হাবাসের ছেলেদের ম্যাচের রাশ তুলে নিতে সাহায্য করেছিল। ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণা লাল সাদা শিবিরের সেরা ফুটবলার।চেন্নাইয়িন এর বিরুদ্ধে দলের আক্রমনকে সামনে থেকে নেতৃত্ব দিলেন দুজন।তাদের দাপুটে ফুটবলের উত্তর চেন্নাইয়িন এর কাছে ছিল না। প্রাক্তন চ্যাম্পিয়ন দলটির এবারের আইএসএল যাত্রা মোটেই ভালো হয়নি। তিন ম্যাচের মধ্যে দুটো হার পয়েন্ট টেবিলে পিছনে ঠেলে দিচ্ছে। অন্যদিকে জোড়া জয়ের ফলে হাবাস দলের খেলায় খুশি। আত্মতুষ্ট না হয়ে সামনে তাকানোর কথা বলছেন।যা এবারের এটিকের অঘোষিত স্লোগান।


Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.