কলকাতা, 25 মার্চ : চুক্তি জট কাটাতে এবার সরাসরি অবস্থান স্পষ্ট করার পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গলের বিনিয়োগ সংস্থা । গতকাল তারা ক্লাবে চিঠি পাঠিয়েছে । সেখানে জানতে চাওয়া হয়েছে, চূড়ান্ত চুক্তি সম্পাদনের বিষয়ে ক্লাবের অবস্থান ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ।
বিনিয়োগ সংস্থার চেয়ারম্যান হরিমোহন বাঙ্গুর বর্তমানে কলকাতায় । তিনি কোনও রাখঢাক না করে বলেছেন, ক্লাব যদি তার সংস্থার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে তাহলে তা জানিয়ে দিতে পারে । বিকল্প পথ ক্লাবের কাছে থাকলেও তা জানাতে পারে । বিনিয়োগ সংস্থা যে দর কষাকষি করতে রাজি নয় । একটি সঠিক অবস্থান জানতে চায় তারা । কারণ, মউ চুক্তি এবং চূড়ান্ত চুক্তিপত্রে কোনও ফারাক নেই । তাই মউ চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব হলে চূড়ান্ত স্বাক্ষরে কেন প্রশ্নের জাল তা বুঝতে পারছেন না । এইসব নিয়েই ক্লাবকে চিঠি দিয়েছে লাল হলুদের বিনিয়োগ সংস্থা ।
আরও পড়ুন : আমরা দর কষাকষি করতে আসিনি : হরিমোহন বাঙ্গুর
হরিমোহন বাঙ্গুর নিজে ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে রাজি । সোমবার পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত । তাই ক্লাব এবং বিনিয়োগ সংস্থার গুরুত্বপূর্ণ বৈঠক আগামী সপ্তাহে হতে পারে । সে চিঠি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ক্লাবে । তারপর কর্তাদের অবস্থান কি হবে তার ওপর অনেক কিছু নির্ভর করবে । যদিও ক্লাব কর্তারা চুক্তি ভঙ্গ বা কোনও বিচ্ছেদের পথে হাঁটতে চাইছেন না । তাঁরা চুক্তির চূড়ান্ত খসড়ায় কিছু শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন । যাতে নাকি সদস্যদের অধিকার লঙ্ঘিত হওয়ার শঙ্কা রয়েছে । এমনকি দুই পক্ষের পাশাপাশি চলার মধ্যে তৃতীয় কাটার দিকেও প্রশ্ন তুলেছে । তাই জট কাটার অঙ্ক কঠিন হলেও তা সমাধান অসম্ভব নয় বলে মনে করছেন ক্লাবের অন্দরে থাকা ব্যক্তিরা ।