কলকাতা, 13 অগস্ট: 16 অগস্ট খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার ৷ ওই দিনটির রাজনৈতিক রং আজই লেগে গেল । শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস খেলা হবে দিবস পালনের সূচি প্রকাশ করতে গিয়ে বলেন, "এই রাজ্যে খেলা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী সেই খেলায় ইতিমধ্যে 214 গোল করেছেন। ভবিষ্যতে সারা ভারতজুড়ে খেলা হবে। সেখানে পাঁচশো গোল করবেন মমতা বন্দোপাধ্যায়।"
ফুটবলপ্রেমী দিবস এবার পরিবর্তন হয়ে খেলা হবে দিবস হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নামকরণ করেছেন । রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে খেলার প্রসারের চেষ্টা করার কথা বলেছিলেন তিনি । শুধুই খেলার বার্তা যে এই ঘোষণার মধ্যে ছিল না তা প্রমাণিত হল এদিন । ক্রীড়ামন্ত্রী জানান, 343টি ব্লক, 6টি পৌরনিগমে, 117টি পৌরসভায়, 23টি জেলা সদর, 942টি ইউনিট খেলা হবে দিবস পালিত হবে । ওই দিন এআইএফএফ ও আইএফএ-র সহযোগিতায় রাজ্যের ক্রীড়া দফতর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দল বনাম বাংলা দলের একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে । শেষ পর্যন্ত খেলা হবে দিবসের কারণে দীর্ঘদিন পর বল গড়াতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে ।
তবে, করোনা বিধিনিষেধ মেনেই সবকিছু হবে, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী । 15 অগস্ট ভারতীয় ফুটবল দল কলকাতায় পা দিচ্ছে । 15 বছর পরে ভারতীয় সিনিয়র দলের শিবির হচ্ছে কলকাতায় । শহরে পা দেওয়ার 24 ঘণ্টার মধ্যে মাঠে নামতে চলেছে ইগর স্তিমাচের ছেলেরা । প্রতিপক্ষ সন্তোষ ট্রফিতে অংশগ্রহণ করা বাংলা দল। প্রতি অর্ধে কুড়ি মিনিট করে মোট চল্লিশ মিনিটের খেলা হবে খেলা হবে দিবসে ।
আরও পড়ুন: Khela Hobe Divas in Tripura : খেলা হবে দিবস পালনে ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের চার সাংসদ ও এক মন্ত্রী
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, রাজ্যজুড়ে খেলাধুলার সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে ।