মাল (মালদ্বীপ), 14 অক্টোবর : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে’কে টপকে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যায় পেলেকে টপকে 4 নম্বরে চলে গেলেন তিনি ৷ গতকাল সাফ কাপের গ্রুপ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে 62 মিনিটে করা প্রথম গোলের পরেই পেলে’র গোল সংখ্যাকে পিছনে ফেলে চার নম্বরে পৌঁছে যান সুনীল ৷ ম্যাচ মোট দু’টি গোল করেছেন সুনীল ৷ সেই সঙ্গে মালদ্বীপকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ৷
বুধবার রাতের ম্যাচে 62 মিনিটে নিজের প্রথম গোলটি করেন সুনীল ৷ তার আগে ভারত ও মালদ্বীপ 1-1 স্কোর লাইনে খেলছিল ৷ সুনীল গোল করার সঙ্গে সঙ্গে পেলেকে পিছনে ফেলে এগিয়ে যান ৷ এতদিন আন্তর্জাতিক গোলের সংখ্যায় ফুটবল সম্রাটের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন ভারত অধিনায়ক ৷ অন্যদিকে, ম্যাচে 71 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুনীল ৷ সেই সঙ্গে ভারতীয় দলকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন ৷ ম্যাচে ফাইনাল স্কোর লাইনও 3-1 ৷ এই মুহূর্তে সুনীল ছেত্রীর গোলের সংখ্যা 79 ৷ তবে, ম্যাচের ইনজুরি টাইমে 93 মিনিটে লাল কার্ড দেখেন ভারতের ডিফেন্ডার শুভাশিস বসু ৷
আরও পড়ুন : SAFF Championship : মালদ্বীপকে উড়িয়ে সাফ কাপের ফাইনালে ভারত, নায়ক সুনীল
এই মুহূর্তে সুনীল ছেত্রীর আগে বিশ্ব ফুটবলে গোল করা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ইরানের কিংবদন্তী প্রাক্তন ফুটবলার আলি দেই এবং পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আর বিশ্ব ফুটবলে দাপিয়ে খেলছে এমন ফুটবলারদের মধ্যে সুনীল ছেত্রী গোলের সংখ্যায় 3 নম্বরে রয়েছেন ৷ এই মুহূর্তে লিওনেল মেসির গোল সংখ্যা 80 ৷ অর্থাৎ, আর একটা গোল করলেই গোলের বিচারে মেসিকে ছুঁয়ে ফেলবেন সুনীল ৷ যদিও, এই মুহূর্তে বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং একাধিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলছেন মেসি ৷ ফলে গোলের বিচারে আর্জেন্টাইন তারকাকে ছাপিয়ে যাওয়া খুবই কঠিন ৷ অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে গোলের বিচারে 1 নম্বরে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই মুহূর্তে গোলের সংখ্যা 115 ৷
আরও পড়ুন : Cristiano Ronaldo : আন্তর্জাতিক কেরিয়ারে দশম হ্যাটট্রিক, ফের শিখরে রোনাল্ডো