ETV Bharat / sports

Copa America 2021 : গোল মিসের পুরনো ছবি, মেসির দুরন্ত গোল সত্বেও চিলির বিরুদ্ধে ড্র আর্জেন্টিনার - লিওনেল মেসি

ম্যাচের পর মেসিকে বিধ্বস্ত দেখায় ৷ বলেন, ‘‘এই ম্যাচটি আমাদের কাছে কঠিন হয়ে গেল ৷ আমাদের আরও শান্ত মাথায় ফুটবল খেলা এবং ম্যাচের কন্ট্রোল নেওয়া দরকার ছিল ৷ যদিও পেনাল্টিও আমাদের বিপক্ষে গেল ৷’’

চিলির বিরুদ্ধে ড্র আর্জেন্টিনার
চিলির বিরুদ্ধে ড্র আর্জেন্টিনার
author img

By

Published : Jun 15, 2021, 7:05 AM IST

রিও ডি জেনেইরো, 15 জুন : ফুটবল দলগত খেলা ৷ দর্শকদের কথাটা ফের মনে করাল কোপা আমেরিকার আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ ৷ একই সঙ্গে স্মরণ করাল একা লিওনেল মেসি(Lionel Messi) যথেষ্ট নন ৷ আর্জেন্টাইন তারকার দর্শনীয় ফ্রি-কিকে গোলে এগিয়ে গিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল আর্জেন্টিনাকে ৷

কোপা আমেরিকা (Copa America) ও ইউরো কাপ(Euro Cup 2020) ৷ ফুটবল জ্বরে কাবু বিশ্ব ৷ ব্যতিক্রম নয় বাংলা ৷ রাত জেগেই টিভির পর্দায় চোখ বাংলার ফুটবলপ্রেমীদের ৷ তাই ভারতীয় সময় রাত আড়াইটার সময় শুরু হওয়া ম্যাচ দেখতেও অনায়াসে টিভি খুলে বসে পড়ে বাঙালি ৷ ম্যাচের 33 মিনিটে এক লহমায় তাঁদের রাত জাগা সার্থকও হয় ৷ প্রায় 25 মিটার দূর থেকে মেসির ফ্রি-কিক চিলির জাল কাঁপিয়ে দেয় ৷ ক্লদিও ব্রাভো শরীর ছুড়ে আটকানোর চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি ৷ তবে ওইটুকুই ৷ গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাব ফের ভোগালো আর্জেন্টিনাকে ৷

অন্যদিকে, দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 13 মিনিটের মধ্যেই সমতায় ফিরল চিলি ৷ আর্তুরো ভিদালের পেনাল্টি আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিনো মার্টিনেজ আটকালেও সেটি পোস্টে লেগে ফিরে আসে ৷ সেই ফিরতি বলেই হেড করে গোল করে যান এদুয়ার্দো ভারগাস ৷

এরপর কার্যত আর্জেন্টিনার সেই পুরনো ছবি ধরা পড়ে ৷ একের পর এক সুযোগ তৈরি করেন মেসি ৷ কিন্তু সতীর্থরা গোলের রাস্তা খুঁজে পেতে ব্যর্থ ৷ গত সপ্তাহেও এই একই খেলা দেখেছিল ফুটবলপ্রেমীরা ৷ সেবার, বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে আর্জেন্টিনা ৷

ম্যাচের পর মেসিকে বিধ্বস্ত দেখায় ৷ বলেন, ‘‘এই ম্যাচটি আমাদের কাছে কঠিন হয়ে গেল ৷ আমাদের আরও শান্ত মাথায় ফুটবল খেলা এবং ম্যাচের কন্ট্রোল নেওয়া দরকার ছিল ৷ যদিও পেনাল্টিও আমাদের বিপক্ষে গেল ৷’’

আর্জেন্টিনা অধিনায়ক মার্টিনেজ বলেন, ‘‘আমরা 6-7টি দারুন সুযোগ পেয়েছিলাম ৷ কিন্তু আমরা সেগুলি মিস করি ৷ আমরা যে সুযোগগুলি তৈরি করেছিলাম, তাতে কমপক্ষে 4-5 গোলে জেতা উচিত ছিল ৷’’

আরও পড়ুন : Copa America 2021 : নায়ক নেইমার, ভেনেজুয়েলাকে 3-0-এ ওড়াল ব্রাজিল

অন্যদিকে, দলের তারকা ফুটবলার অ্যালেক্স স্যাঞ্চেজকে ছাড়া এই ম্যাচ ড্র করতে পেরে খুশি চিলি ৷ ম্যাচ শেষে ভিদাল বলেন, ‘‘মেসি সবসময় তোমার ফর্মেশন পরিবর্তন করতে বাধ্য করে ৷ আমরা ম্যাচটি ড্র রাখতে পেরেছি এটাই যথেষ্ট ৷’’

রিও ডি জেনেইরো, 15 জুন : ফুটবল দলগত খেলা ৷ দর্শকদের কথাটা ফের মনে করাল কোপা আমেরিকার আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ ৷ একই সঙ্গে স্মরণ করাল একা লিওনেল মেসি(Lionel Messi) যথেষ্ট নন ৷ আর্জেন্টাইন তারকার দর্শনীয় ফ্রি-কিকে গোলে এগিয়ে গিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল আর্জেন্টিনাকে ৷

কোপা আমেরিকা (Copa America) ও ইউরো কাপ(Euro Cup 2020) ৷ ফুটবল জ্বরে কাবু বিশ্ব ৷ ব্যতিক্রম নয় বাংলা ৷ রাত জেগেই টিভির পর্দায় চোখ বাংলার ফুটবলপ্রেমীদের ৷ তাই ভারতীয় সময় রাত আড়াইটার সময় শুরু হওয়া ম্যাচ দেখতেও অনায়াসে টিভি খুলে বসে পড়ে বাঙালি ৷ ম্যাচের 33 মিনিটে এক লহমায় তাঁদের রাত জাগা সার্থকও হয় ৷ প্রায় 25 মিটার দূর থেকে মেসির ফ্রি-কিক চিলির জাল কাঁপিয়ে দেয় ৷ ক্লদিও ব্রাভো শরীর ছুড়ে আটকানোর চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি ৷ তবে ওইটুকুই ৷ গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাব ফের ভোগালো আর্জেন্টিনাকে ৷

অন্যদিকে, দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 13 মিনিটের মধ্যেই সমতায় ফিরল চিলি ৷ আর্তুরো ভিদালের পেনাল্টি আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিনো মার্টিনেজ আটকালেও সেটি পোস্টে লেগে ফিরে আসে ৷ সেই ফিরতি বলেই হেড করে গোল করে যান এদুয়ার্দো ভারগাস ৷

এরপর কার্যত আর্জেন্টিনার সেই পুরনো ছবি ধরা পড়ে ৷ একের পর এক সুযোগ তৈরি করেন মেসি ৷ কিন্তু সতীর্থরা গোলের রাস্তা খুঁজে পেতে ব্যর্থ ৷ গত সপ্তাহেও এই একই খেলা দেখেছিল ফুটবলপ্রেমীরা ৷ সেবার, বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে আর্জেন্টিনা ৷

ম্যাচের পর মেসিকে বিধ্বস্ত দেখায় ৷ বলেন, ‘‘এই ম্যাচটি আমাদের কাছে কঠিন হয়ে গেল ৷ আমাদের আরও শান্ত মাথায় ফুটবল খেলা এবং ম্যাচের কন্ট্রোল নেওয়া দরকার ছিল ৷ যদিও পেনাল্টিও আমাদের বিপক্ষে গেল ৷’’

আর্জেন্টিনা অধিনায়ক মার্টিনেজ বলেন, ‘‘আমরা 6-7টি দারুন সুযোগ পেয়েছিলাম ৷ কিন্তু আমরা সেগুলি মিস করি ৷ আমরা যে সুযোগগুলি তৈরি করেছিলাম, তাতে কমপক্ষে 4-5 গোলে জেতা উচিত ছিল ৷’’

আরও পড়ুন : Copa America 2021 : নায়ক নেইমার, ভেনেজুয়েলাকে 3-0-এ ওড়াল ব্রাজিল

অন্যদিকে, দলের তারকা ফুটবলার অ্যালেক্স স্যাঞ্চেজকে ছাড়া এই ম্যাচ ড্র করতে পেরে খুশি চিলি ৷ ম্যাচ শেষে ভিদাল বলেন, ‘‘মেসি সবসময় তোমার ফর্মেশন পরিবর্তন করতে বাধ্য করে ৷ আমরা ম্যাচটি ড্র রাখতে পেরেছি এটাই যথেষ্ট ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.