ETV Bharat / sports

Rajasthan United in I-league : বন্ধ ট্রান্সফার উইন্ডো, 9 জনকে নিয়েই আই লিগে নামছে রাজস্থান ইউনাইটেড

author img

By

Published : Dec 26, 2021, 6:32 PM IST

আই-লিগের ইতিহাসে মরুশহরের প্রথম দল হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে রাজস্থান ইউনাইটেড এফসি (RUFC became the first team from Rajasthan to make it to the I-League) ৷ শহরের এক ইঞ্জিনিয়ারের উদ্যোগে তৈরি হওয়া ক্লাব ইতিহাস সৃষ্টি করেই বিড়ম্বনার মুখে ৷

Rajasthan United
9 জনকে নিয়েই আই লিগে নামছে রাজস্থান ইউনাইটেড

জয়পুর, 26 ডিসেম্বর : রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে আই-লিগে অভিষেক ম্যাচ খেলতে নামছে রাজস্থান ইউনাইটেড (Rajasthan United Football Club) ৷ টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামার আগেই ধাক্কা খেল জয়পুরের ক্লাব । পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবে পাঞ্জাব এফসি-র বিপক্ষে মাত্র ন'জন খেলোয়াড় নিয়েই মাঠে নামতে হবে তাদের ।

ক্লাবের পক্ষ থেকে আজ একটি বিবৃতিতে জানানো হয়েছে, “এই বছরের অক্টোবরে বাছাইপর্বে জয়ের ভিত্তিতে RUFC আই-লিগের জন্য যোগ্যতা অর্জন করেছে । করোনা আবহে বাছাইপর্ব দীর্ঘায়িত হয়েছে ৷ ফলে আই-লিগের জন্য যোগ্যতা অর্জনের পরেও নতুন খেলোয়াড়দের দলে নেওয়া যায়নি ৷ কারণ খেলোয়াড়দের সই করানোর প্রক্রিয়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ৷’’

  • CLUB STATEMENT: We at RUFC are deeply disappointed for the situation regarding player registration. We apologise to our players, sponsors and fans unreservedly.😞 pic.twitter.com/ewGsFRql4g

    — Rajasthan United FC (@RajasthanUnited) December 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পেশাদার খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো বন্ধ থাকায় (31শে আগস্ট কোয়ালিফায়ারের আগে)। নতুন কোনও পেশাদার খেলোয়াড়কে দলে নিতে পারেনি রাজস্থান ৷ ক্লাবের প্রেস রিলিজ অনুযায়ী, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) একটি বিবৃতি জারি করেছে যে, কোনও দল নতুন খেলোয়াড়কে সই করাতে না পারলে 31 ডিসেম্বর পর্যন্ত অপেশাদার খেলোয়াড়দের মাঠে নামাতে হবে । 31 আগস্ট বা তার আগে সই করা অপেশাদার খেলোয়াড়দের লিগে খেলার অনুমতি দেওয়া হবে ।

আরও পড়ুন : বড়দিনের উৎসবের মধ্যেই ঘুরে দাঁড়ানোর ছক কষছে কলকাতার দুই প্রধান

জয়পুর, 26 ডিসেম্বর : রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে আই-লিগে অভিষেক ম্যাচ খেলতে নামছে রাজস্থান ইউনাইটেড (Rajasthan United Football Club) ৷ টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামার আগেই ধাক্কা খেল জয়পুরের ক্লাব । পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবে পাঞ্জাব এফসি-র বিপক্ষে মাত্র ন'জন খেলোয়াড় নিয়েই মাঠে নামতে হবে তাদের ।

ক্লাবের পক্ষ থেকে আজ একটি বিবৃতিতে জানানো হয়েছে, “এই বছরের অক্টোবরে বাছাইপর্বে জয়ের ভিত্তিতে RUFC আই-লিগের জন্য যোগ্যতা অর্জন করেছে । করোনা আবহে বাছাইপর্ব দীর্ঘায়িত হয়েছে ৷ ফলে আই-লিগের জন্য যোগ্যতা অর্জনের পরেও নতুন খেলোয়াড়দের দলে নেওয়া যায়নি ৷ কারণ খেলোয়াড়দের সই করানোর প্রক্রিয়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ৷’’

  • CLUB STATEMENT: We at RUFC are deeply disappointed for the situation regarding player registration. We apologise to our players, sponsors and fans unreservedly.😞 pic.twitter.com/ewGsFRql4g

    — Rajasthan United FC (@RajasthanUnited) December 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পেশাদার খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো বন্ধ থাকায় (31শে আগস্ট কোয়ালিফায়ারের আগে)। নতুন কোনও পেশাদার খেলোয়াড়কে দলে নিতে পারেনি রাজস্থান ৷ ক্লাবের প্রেস রিলিজ অনুযায়ী, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) একটি বিবৃতি জারি করেছে যে, কোনও দল নতুন খেলোয়াড়কে সই করাতে না পারলে 31 ডিসেম্বর পর্যন্ত অপেশাদার খেলোয়াড়দের মাঠে নামাতে হবে । 31 আগস্ট বা তার আগে সই করা অপেশাদার খেলোয়াড়দের লিগে খেলার অনুমতি দেওয়া হবে ।

আরও পড়ুন : বড়দিনের উৎসবের মধ্যেই ঘুরে দাঁড়ানোর ছক কষছে কলকাতার দুই প্রধান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.