ETV Bharat / sports

মোহনবাগানের কোনও কর্তাকে ফোন করিনি : মর্গ্যান

মোহনবাগান কর্তাদের দাবি ওড়ালেন ট্রেভর জেমস মর্গ্যান।

মর্গ্যান
author img

By

Published : May 4, 2019, 1:57 AM IST

Updated : May 4, 2019, 9:26 AM IST

কলকাতা, 4 মে : তাঁকে কোচ করা নিয়ে এবার মোহনবাগান কর্তাদের দাবি ওড়ালেন ট্রেভর জেমস মর্গ্যান । জানান, কোনও বাগানকর্তাকেই ফোন করেননি তিনি ।

কলকাতা থেকে দূরে থাকলেও দুই প্রধানের পারফরম্যান্সের খবর রাখেন । সেই অনুসারে ট্রেভর বলেছেন মোহনবাগান নতুন মরসুমে বিদেশি কোচ নিয়োগ করবে । সেই দায়িত্ব নেওয়ার ব্যাপারে অন্য সকলের মতো তিনিও আগ্রহী ।

ট্রেভর জেমস মর্গ্যানের কথা বলা হলেও মোহনবাগানের বিদেশি কোচের দৌড়ে আরও কয়েকজনের নাম রয়েছে । যাদের মধ্যে অ্যাশলে ওয়েস্টউডও রয়েছেন বলে খবর । মোহনবাগান কর্তারা প্রথমে রিয়াল কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসনকে নিতে আগ্রহী ছিলেন । কিন্তু রবার্টসন নিজে সবুজ মেরুনের কোচ হতে আগ্রহী নন । এই অবস্থায় কর্তারা ইঙ্গিত দিয়েছেন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন কোচের নাম তারা ঘোষণা করবেন । নতুন কোচই তাঁর পছন্দ অনুযায়ী ফুটবলার বেছে নেবেন ।

এদিকে নতুন মরসুমে ট্রেভর জেমস মরগ্যানের নাম ময়দানে ভাসলেও অন্য বেশ কয়েকটি নামও শোনা যাচ্ছে । প্রাথমিকভাবে পাঁচজন বিদেশি কোচের নাম তালিকায় রয়েছে । তাদের তিনজন ভারতে আগে কোচিং করিয়েছেন । বাকি দুজন নতুন । ইস্টবেঙ্গলের মত নতুন বছরে মোহনবাগানও স্প্যানিশ কোচ নিয়োগ করতে চায় । অন্তত সেরকম সম্ভাবনা বেশি । ফার্নান্দো স্যান্টিয়াগো, পাওলো মেনজেস, অস্কার কানো, লুইস প্লানাগুমা ও করিম বেঞ্চারিফার নাম তালিকায় রয়েছে । এই তালিকার তিনজন স্প্যানিশ কোচ ।

কলকাতা, 4 মে : তাঁকে কোচ করা নিয়ে এবার মোহনবাগান কর্তাদের দাবি ওড়ালেন ট্রেভর জেমস মর্গ্যান । জানান, কোনও বাগানকর্তাকেই ফোন করেননি তিনি ।

কলকাতা থেকে দূরে থাকলেও দুই প্রধানের পারফরম্যান্সের খবর রাখেন । সেই অনুসারে ট্রেভর বলেছেন মোহনবাগান নতুন মরসুমে বিদেশি কোচ নিয়োগ করবে । সেই দায়িত্ব নেওয়ার ব্যাপারে অন্য সকলের মতো তিনিও আগ্রহী ।

ট্রেভর জেমস মর্গ্যানের কথা বলা হলেও মোহনবাগানের বিদেশি কোচের দৌড়ে আরও কয়েকজনের নাম রয়েছে । যাদের মধ্যে অ্যাশলে ওয়েস্টউডও রয়েছেন বলে খবর । মোহনবাগান কর্তারা প্রথমে রিয়াল কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসনকে নিতে আগ্রহী ছিলেন । কিন্তু রবার্টসন নিজে সবুজ মেরুনের কোচ হতে আগ্রহী নন । এই অবস্থায় কর্তারা ইঙ্গিত দিয়েছেন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন কোচের নাম তারা ঘোষণা করবেন । নতুন কোচই তাঁর পছন্দ অনুযায়ী ফুটবলার বেছে নেবেন ।

এদিকে নতুন মরসুমে ট্রেভর জেমস মরগ্যানের নাম ময়দানে ভাসলেও অন্য বেশ কয়েকটি নামও শোনা যাচ্ছে । প্রাথমিকভাবে পাঁচজন বিদেশি কোচের নাম তালিকায় রয়েছে । তাদের তিনজন ভারতে আগে কোচিং করিয়েছেন । বাকি দুজন নতুন । ইস্টবেঙ্গলের মত নতুন বছরে মোহনবাগানও স্প্যানিশ কোচ নিয়োগ করতে চায় । অন্তত সেরকম সম্ভাবনা বেশি । ফার্নান্দো স্যান্টিয়াগো, পাওলো মেনজেস, অস্কার কানো, লুইস প্লানাগুমা ও করিম বেঞ্চারিফার নাম তালিকায় রয়েছে । এই তালিকার তিনজন স্প্যানিশ কোচ ।

sample description
Last Updated : May 4, 2019, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.