কলকাতা, 8 ডিসেম্বর : ইস্টবেঙ্গল এবার আই লিগ জিতবে ৷ আশা বাইচুং ভুটিয়ার । মোহনবাগানও আই লিগ জিতলে খুশি হবেন তিনি ৷
দু'দিনের ঝটিকা সফরে কলকাতায় এসেছেন বাইচুং । রবিবার সকালে অভিনেতা দেবের অনুরোধে সেট্রাল পার্কের মাঠে আসেন । শুধু দেখা করা নয়, টলিউড নায়ককে ফুটবলের প্রাথমিক পাঠ দেন । দেব তাঁর আসন্ন ছবি 'গোলন্দাজ'-এ ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র রূপায়ণে প্রস্তুতি নিচ্ছেন । বাইচুং তাঁকে আধঘণ্টার ফুটবল পাঠ দিয়ে বিমান ধরতে চলে যান ।
দেবকে প্রশিক্ষণ দেওয়ার ফাঁকে বাইটুং বলেন, নিয়ম করে আই লিগের খেলা তাঁর দেখা হচ্ছে না । তবে জানেন ইস্টবেঙ্গল দুটো ম্যাচ খেললেও এখনও জয়ের মুখ দেখেনি । তবে এজন্য হতাশ হওয়ার কিছু আছে বলে মনে করেন না । বাইচুং বিশ্বাস করেন, ইস্টবেঙ্গল চলতি আই লিগ জয়ের জোরালো দাবিদার হতে পারে । এবং সেটা হলে তিনি একজন ইস্টবেঙ্গলের প্রাক্তনী হিসেবে খুশি হবেন । তবে শুধু ইস্টবেঙ্গল নয়, আই লিগ জয়ের দাবিদার মোহনবাগানও হতে পারে বলে বিশ্বাস করেন ।
সদ্য শুরু হয়েছে আই লিগ । কলকাতার দুই প্রধানের শুরুটা ভালো হয়নি । ইস্টবেঙ্গল দুটো খেললেও জয় অধরা । লুধিয়ানায় পঞ্জাবের বিরুদ্ধে খেলার পরে মঙ্গলবার গুয়াহাটিতে খেলবে আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার ছেলেরা । গোলমুখে সমস্যা ইস্টবেঙ্গলকে ভোগাচ্ছে । বাইচুং ইস্টবেঙ্গলের খেলা পুরো দেখেননি । তবে এখনই আশা ছাড়তে নারাজ । কারণ দীর্ঘ লিগে অনেক ওঠা পড়া হবে । নিজের ফুটবল জীবনের অভিজ্ঞতায় সেই ওঠা পড়ার সাক্ষী থেকেছেন বাইচুং । তাই ইস্টবেঙ্গলের দুটো ম্যাচে জয় না আসায় আশা হারাতে নারাজ । বরং মনে করেন দিন যত এগোবে ততই দল হিসেবে ছন্দ পাবে লাল হলুদ । এবং লিগ জয় এই দলের পক্ষে সম্ভব বলে বিশ্বাস করেন ।
মোহনবাগানের পক্ষেও ভালো কিছু সম্ভব বলে মনে করেন বাইচুং । আই লিগে কলকাতার ক্লাবগুলো ভালো ফল করুক সেই আশা বাইচুংয়ের । তবে ক্লাব ফুটবল থেকে নিজের অবসর নেওয়ার বিষয়টি এখনও কোন অবস্থায় তা নিয়ে মুখ খোলেননি তিনি । প্রসঙ্গত কলকাতা লিগে লাল হলুদ জার্সি পরে বাইচুং অবসর নেবেন বলে ঘোষণা করা হয়েছিল । কিন্তু ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া রাজি না হওয়ায় সেই ঘোষণা বাস্তব হয়নি ।