কলকাতা, 16 নভেম্বর : ISL-এ ATK-মোহনবাগানের নেতৃত্বের ব্যাটন দলের পাঁচ ফুটবলারের হাতে তুলে দিলেন আন্তেনিও লোপেজ় হাবাস । গত বছরের চ্যাম্পিয়ন দলের কোচ তিনি । চিরকালই নিজের ফর্মুলায় আস্থাশীল । সেখানে তিনি হার্ড টাস্ক মাস্টার । এই মরসুমে প্রথম থেকে দলের রাশ শক্ত হাতে ধরেছেন । বন্ধ দরজার আড়ালে ATK-র অনুশীলন অব্যাহত । রবিবার ATK-মোহনবাগানের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন ।
এবার অবশ্য কোনও একজনের হাতে নয়, একাধিক ফুটবলারের হাতে আর্মব্যান্ড থাকবে । পরিস্থিতি অনুযায়ী তাদের হাতে ব্যাটন তুলে দেবেন হাবাস । পাঁচ অধিনায়কের তালিকায় চারজন গত বছরের চ্যাম্পিয়ন দলের সদস্য । বিদেশিদের মধ্যে অধিনায়কের তালিকায় রয়েছেন এডু গার্সিয়া, রয় কৃষ্ণ । পাশাপাশি প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্য এবং নবাগত সন্দেশ ঝিঙ্গানের হাতে নেতৃত্বের ব্যাটন থাকবে । মাল্টিপল ক্যাপ্টেনশিপ তত্ত্বের পিছনে হাবাসের টিমগেম থিয়োরি রয়েছে । একজনকে নেতা বেছে নেওয়ার পক্ষপাতী তিনি কোনওদিন ছিলেন না । একইভাবে তারকা প্রথায় বিশ্বাস করেন না তিনি । ব্যক্তি নয়, দলগত সংহতি তাঁর কাছে প্রাধান্য পায় । যে 27 জন ফুটবলারকে বেছে নিয়েছেন হাবাস, তাঁদের প্রত্যেককে সমান অনুশীলন করান । একইভাবে রিজ়ার্ভ দলের অনুশীলনে কড়া নজর থাকে স্প্যানিশ কোচের ।
অধিনায়ক বাছার ক্ষেত্রে পারফরম্যান্স এবং অভিজ্ঞতা গুরুত্ব পেয়েছে । প্রথম 20-তে জায়গা পাওয়ার ক্ষেত্রেও একই কথা ফুটবলারদের মনে করিয়ে দিয়েছেন । উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে ATK-মোহনবাগান । গত মরসুমে চ্যাম্পিয়ন হলেও কেরালার বিরুদ্ধে জিততে ব্যর্থ হয়েছিল ATK । বিষয়টি মাথায় রয়েছে হাবাসের । তাই দলকে সতর্ক করেছেন । শেষ পাঁচদিন বিশেষ অনুশীলন করাবেন । তাই দীপাবলির আনন্দ যখন দেশজুড়ে তখন হাবাসের সংসারে অনুশীলনের মাধ্যমে নিজেদের শানিত করার প্রস্তুতি চলছে ।