ETV Bharat / sports

"আমি বিস্মিত, হতাশ"; ফুটবলারদের প্রতারণার অভিযোগ ওড়ালেন গৌতম দেবনাথ - ফুটবলার

প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিল অসমের দুই ফুটবলার । সেই আচরণে বিস্মিত ও হতাশ বলে জানালেন গৌতমবাবু ।

ছবি
author img

By

Published : Jul 15, 2019, 7:12 PM IST

Updated : Jul 15, 2019, 7:20 PM IST

কলকাতা, 15 জুলাই : তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছিল অসমের দুই উঠতি ফুটবলার । সেই অভিযোগে বিস্মিত ও হতাশ বলে জানালেন প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ ।

বেঙ্গালুরুতে সকার গ্যালাক্সি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি চালান গৌতমবাবু । ট্রায়ালের মাধ্যমে সেখানে সুযোগ পায় কুণাল ও প্রবাল তামুলি নামে দুই ফুটবলার । কিন্তু তাদের অভিযোগ, একাধিক প্রতিশ্রুতি দিয়েও তা পালন করা হয়নি । অ্যাকাডেমিতে থাকাকালীন পর্যাপ্ত সংখ্যক ম্যাচ খেলানো হয়নি । তাদের বক্তব্য, সুযোগ দেওয়ার কথা বললে গৌতমবাবু কলকাতায় পাঠিয়ে দেন । ইস্টার্ন রেলসহ 6 টি ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানানো হয় । অভিযোগ, সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি । এরপর রিলিজ় অর্ডার চাইলে গৌতমবাবু তাদের থেকে 2.5 লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ । বিষয়টি নিয়ে দুজনে IFA-র কাছে দ্বারস্থ হয় ।

এই সংক্রান্ত আরও খবর : অসমের উঠতি ফুটবলারদের প্রতারণা, অভিযুক্ত বাংলার প্রাক্তন ফুটবলার

যদিও দুই ফুটবলারদের অভিযোগে রীতিমতো হতাশ গৌতমবাবু । তাঁর বক্তব্য, সঠিক পরিকাঠামোয় মাধ্যমে আগামীদিনের খেলোয়াড়দের গড়ে তোলাই পাখির চোখ । সেজন্য নতুন নতুন প্রতিভার অন্বেষণও করা হয় । কুণাল ও প্রবালের ক্ষেত্রেও সেই অঙ্গীকারের অন্যথা হয়নি । গৌতমবাবু বলেন, "নিজের ফুটবল স্কুলকে আরও বড় আকারে মেলে ধরার পরিকল্পনা করছি । দুই ফুটবলারের কলকাতার ক্লাবে ট্রায়ালের ব্যবস্থা করে দিয়েছিলাম ।" কিন্তু, দুজনের কলকাতায় পা দিয়ে অভিযোগ করায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি ।

পাশাপাশি, গৌতমবাবুর সঙ্গে IFA-র তরফে যোগাযোগ করা হয় । যা সঠিক পদ্ধতিতে করা হয়নি বলে মত গৌতমবাবুর । একইভাবে উয়াড়ি ক্লাবের তরফে যে ইমেইল করা হয়েছে তাও সঠিক পদ্ধতি মেনে হয়নি । তাই ফোন বা মেলের কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি । তবে, দুই উঠতি ফুটবলারের এই আচরণে বিস্ময়ের ঘোর কাটছে না তাঁর । সামান্য নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য ফুটবলারদ্বয়ের এই আচরণের কোনও তল পাচ্ছেন না । তবে ব্লেমগেমের চক্করে না হেঁটে সংশ্লিষ্ট ফুটবলারের নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন । উয়াড়ি কর্তা বাপ্পা স্যানালের সঙ্গেও বিশদে কথা বলেছেন । তবে গৌতমবাবুর বক্তব্য, "আপাতত এই ঘটনা ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে সাহায্য করবে ।"

কলকাতা, 15 জুলাই : তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছিল অসমের দুই উঠতি ফুটবলার । সেই অভিযোগে বিস্মিত ও হতাশ বলে জানালেন প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ ।

বেঙ্গালুরুতে সকার গ্যালাক্সি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি চালান গৌতমবাবু । ট্রায়ালের মাধ্যমে সেখানে সুযোগ পায় কুণাল ও প্রবাল তামুলি নামে দুই ফুটবলার । কিন্তু তাদের অভিযোগ, একাধিক প্রতিশ্রুতি দিয়েও তা পালন করা হয়নি । অ্যাকাডেমিতে থাকাকালীন পর্যাপ্ত সংখ্যক ম্যাচ খেলানো হয়নি । তাদের বক্তব্য, সুযোগ দেওয়ার কথা বললে গৌতমবাবু কলকাতায় পাঠিয়ে দেন । ইস্টার্ন রেলসহ 6 টি ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানানো হয় । অভিযোগ, সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি । এরপর রিলিজ় অর্ডার চাইলে গৌতমবাবু তাদের থেকে 2.5 লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ । বিষয়টি নিয়ে দুজনে IFA-র কাছে দ্বারস্থ হয় ।

এই সংক্রান্ত আরও খবর : অসমের উঠতি ফুটবলারদের প্রতারণা, অভিযুক্ত বাংলার প্রাক্তন ফুটবলার

যদিও দুই ফুটবলারদের অভিযোগে রীতিমতো হতাশ গৌতমবাবু । তাঁর বক্তব্য, সঠিক পরিকাঠামোয় মাধ্যমে আগামীদিনের খেলোয়াড়দের গড়ে তোলাই পাখির চোখ । সেজন্য নতুন নতুন প্রতিভার অন্বেষণও করা হয় । কুণাল ও প্রবালের ক্ষেত্রেও সেই অঙ্গীকারের অন্যথা হয়নি । গৌতমবাবু বলেন, "নিজের ফুটবল স্কুলকে আরও বড় আকারে মেলে ধরার পরিকল্পনা করছি । দুই ফুটবলারের কলকাতার ক্লাবে ট্রায়ালের ব্যবস্থা করে দিয়েছিলাম ।" কিন্তু, দুজনের কলকাতায় পা দিয়ে অভিযোগ করায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি ।

পাশাপাশি, গৌতমবাবুর সঙ্গে IFA-র তরফে যোগাযোগ করা হয় । যা সঠিক পদ্ধতিতে করা হয়নি বলে মত গৌতমবাবুর । একইভাবে উয়াড়ি ক্লাবের তরফে যে ইমেইল করা হয়েছে তাও সঠিক পদ্ধতি মেনে হয়নি । তাই ফোন বা মেলের কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি । তবে, দুই উঠতি ফুটবলারের এই আচরণে বিস্ময়ের ঘোর কাটছে না তাঁর । সামান্য নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য ফুটবলারদ্বয়ের এই আচরণের কোনও তল পাচ্ছেন না । তবে ব্লেমগেমের চক্করে না হেঁটে সংশ্লিষ্ট ফুটবলারের নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন । উয়াড়ি কর্তা বাপ্পা স্যানালের সঙ্গেও বিশদে কথা বলেছেন । তবে গৌতমবাবুর বক্তব্য, "আপাতত এই ঘটনা ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে সাহায্য করবে ।"

Intro:অসম থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বেঙ্গালেরুতে যাওয়া দুই ফুটবলারের ভোলবদলে বিস্মিত হতাশ এবং দুঃখিত প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ। কলকাতা ময়দানে সুনামের সঙ্গে ফুটবল খেলা গৌতম বেঙ্গালেরুতে ফুটবল স্কুল খুলেছে। নতুন প্রতিভার অন্বেষণ ও তাদের সঠিক পরিকাঠামোয় গড়ে তোলা পাখির চোখ। কুনাল ও প্রবালের ক্ষেত্রেও সেই অঙ্গীকারের অন্যথা হয়নি বলে জানিয়েছেন গৌতম দেবনাথ। নিজের ফুটবল স্কুলকে আরও বড় আকারে মেলে ধরতে পরিকল্পনা সাজাচ্ছেন। এই অবস্থায় দুই ফুটবলারের অযাচিত অভিযোগে অবাক হয়েছেন। অথচ দুই ফুটবলারের কলকাতার ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন। কিন্তু কলকাতায় পা দিয়ে অভিযোগের তির ছুড়েছেন শুনে ক্ষুব্ধ তিনি। আইএফএ থেকে যোগাযোগ করা হয়েছিল। যা গৌতম দেবনাথের মতে সঠিক পদ্ধতি নির্ভর নয়। একইভাবে উয়াড়ি ক্লাবের তরফে যে ইমেল করা হয়েছে তারও সঠিক পদ্ধতি মানা হয়নি। তাই ফোন বা মেলের প্রত্যুত্তরের উত্তর দেওয়ার দরকার মনে করেননি। সামান্য নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য ফুটবলারদ্বয়ের এই আচরণের কোনও তল পাচ্ছেন না। তবে ব্লেম গেমের চক্করে না হেঁটে সংশ্লিষ্ট ফুটবলারের নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। উয়াড়ির বাপ্পা স্যানালের সঙ্গেও বিশদে কথা হয়েছে। আপাতত এই ঘটনাটি ফুটবলার বাছার ক্ষেত্রে সতর্ক হতে সাহায্য করবে বলে জানিয়েছেন গৌতম দেবনাথ।Body:FootballConclusion:
Last Updated : Jul 15, 2019, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.