কলকাতা, 27 সেপ্টেম্বর : মঞ্চ তৈরিই ছিল । আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল । আজ সকালে ISL-এর 11 তম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করলেন FSDL-এর চেয়ারপার্সন নীতা আম্বানি । দেশের এই শীর্ষ লিগের সপ্তম সংস্করণে ইস্টবেঙ্গলকে স্বাগত জানিয়েছেন তিনি ।
তিনি বলেন, “আমরা ইস্টবেঙ্গল FC এবং তাদের লাখ লাখ সমর্থককে ISL-এ স্বাগত জানাচ্ছি । এটা খুবই গর্বের ও খুশির মুহূর্ত । এই লিগে দুটি ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের(এখন ATK- মোহনবাগান) অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবল বিশেষ করে বিভিন্ন রাজ্যের ফুটবল প্রতিভার সীমাহীন সম্ভাবনা উন্মুক্ত হবে ।"
FSDL -এর চেয়ারম্যান আরও বলেন, "ভারতীয় ফুটবলের উন্নতিতে পশ্চিমবঙ্গের অবদান রয়েছে । বিভিন্ন রাজ্য এবং দেশজুড়ে ISL-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা, দেশে প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী ফুটবলের পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের লক্ষ্যের দিকে আরও একটি পদক্ষেপ ।"
ISL -এর একাদশতম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম FSDL যে কোনও সময় ঘোষণা করতে পারে বলে খবর ছিল । আইনি প্রক্রিয়ার খুঁটিনাটি দেখা হচ্ছিল । তার আগে নীতা আম্বানি ইস্টবেঙ্গলকে ISL-এর মঞ্চে স্বাগত জানিয়ে ধোঁয়াশা দূর করে দিলেন ।
আজ বিকেল সাড়ে তিনটেয় ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভা । তার আগে এই ঘোষণা লাল হলুদ সদস্য-সমর্থকদের শুধু বাড়তি উদ্দীপনা জোগাবে তা নয়, নতুনভাবে স্বপ্ন দেখাবে । দল গঠনের প্রক্রিয়ায় বাড়তি মাত্রা যোগ হবে ।
ইতিমধ্যে গোয়ায় পৌঁছে গেছে এটিকে মোহনবাগান । অন্য দলগুলিও পা রাখতে শুরু করেছে। এরই মাঝে ইস্টবেঙ্গলের অন্তর্ভূক্তির কথা ঘোষণা করলেন নীতা আম্বানি ।