ETV Bharat / sports

ইস্টবেঙ্গলকে রেখেই আইএসএলে মাঠ সাজিয়েছে এফএসডিএল - এফএসডিএল

কলকাতা বা দেশের অন্য কোনও শহরে নয়, আইএসএলের আসর এবারও সম্ভবত বসতে চলেছে গোয়াতেই । বুধবার আইএসএলের গভর্নিং বডির মিটিংয়ে এই মরশুমের আইএসএলের বিষয়ে বিশদে আলোচনা হয় ।

east bengal
ইস্টবেঙ্গলকে রেখেই আইএসএলে মাঠ সাজিয়েছে এফএসডিএল
author img

By

Published : Jun 17, 2021, 2:48 PM IST

কলকাতা, ১৭ জুন: কলকাতা বা দেশের অন্য কোনও শহরে নয়, আইএসএলের আসর এবারও সম্ভবত বসতে চলেছে গোয়াতেই । বুধবার আইএসএলের গভর্নিং বডির মিটিংয়ে এই মরশুমের আইএসএলের রূপরেখা নিয়ে বিশদে আলোচনা হয় । সেখানে জৈববলয়ে থাকার কড়া বিধিনিষেধ যেমন বলবৎ থাকার কথা বলা হয়েছে, তেমনই গোয়াতে ফের আইএসএল আয়োজিত হওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে ।

গতবছর এই প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা, দলগুলোর ম্যানেজমেন্টের ইচ্ছে এবং ফুটবলারদের পছন্দ গোয়ার পক্ষে গিয়েছে । অথচ কলকাতায় আইএসএল হওয়ার সম্ভাবনা জোরালো ভাবে ছিল । কারণ বায়োবাবলের ব্যবস্থা থেকে ভালো মানের হোটেলে ফুটবলারদের রেখে দুটো ডিভিশনের আই লিগ কলকাতাতে হয়েছে ৷ এখানে তুলনায় খরচ কম । কিন্তু তা সত্ত্বেও গোয়াতে আইএসএল আয়োজনের সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছে এফএসডিএল । মোটের ওপর অংশগ্রহণকারী এগারোটি দলের হোমগ্রাউন্ড নির্দিষ্ট করা হয়েছে ।

তাতে দেখা গিয়েছে, ফতোদরা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, এটিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড খেলবে । বাম্বোলিমে খেলবে এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি । ভাস্কোতে খেলবে চেন্নাইয়িন এফসি, এসসি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, এবং ওড়িশা এফসি ।

আরও পড়ুন: Diego Maradona Death : মারাদোনার মৃত্য়ুর জন্য দায়ি চিকিৎসকরা !

আয়োজকরা এসসি ইস্টবেঙ্গলকে ধরেই মাঠের বিন্যাস করেছে । অর্থাৎ লগ্নিকারী এবং ক্লাবের জট দ্রুত মিটলে আইএসএলে লাল-হলুদকে দেখা যেতেই পারে । এফএসডিএল ইতিমধ্যে বার্তাও দিয়েছে ৷ এই অবস্থায় দল সমঝোতার রাস্তায় হাঁটে কি না সেটাই দেখার । অন্তত লাল-হলুদ সমর্থকরা সেই আশায় দিন গুনছেন ।

কলকাতা, ১৭ জুন: কলকাতা বা দেশের অন্য কোনও শহরে নয়, আইএসএলের আসর এবারও সম্ভবত বসতে চলেছে গোয়াতেই । বুধবার আইএসএলের গভর্নিং বডির মিটিংয়ে এই মরশুমের আইএসএলের রূপরেখা নিয়ে বিশদে আলোচনা হয় । সেখানে জৈববলয়ে থাকার কড়া বিধিনিষেধ যেমন বলবৎ থাকার কথা বলা হয়েছে, তেমনই গোয়াতে ফের আইএসএল আয়োজিত হওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে ।

গতবছর এই প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা, দলগুলোর ম্যানেজমেন্টের ইচ্ছে এবং ফুটবলারদের পছন্দ গোয়ার পক্ষে গিয়েছে । অথচ কলকাতায় আইএসএল হওয়ার সম্ভাবনা জোরালো ভাবে ছিল । কারণ বায়োবাবলের ব্যবস্থা থেকে ভালো মানের হোটেলে ফুটবলারদের রেখে দুটো ডিভিশনের আই লিগ কলকাতাতে হয়েছে ৷ এখানে তুলনায় খরচ কম । কিন্তু তা সত্ত্বেও গোয়াতে আইএসএল আয়োজনের সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছে এফএসডিএল । মোটের ওপর অংশগ্রহণকারী এগারোটি দলের হোমগ্রাউন্ড নির্দিষ্ট করা হয়েছে ।

তাতে দেখা গিয়েছে, ফতোদরা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, এটিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড খেলবে । বাম্বোলিমে খেলবে এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি । ভাস্কোতে খেলবে চেন্নাইয়িন এফসি, এসসি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, এবং ওড়িশা এফসি ।

আরও পড়ুন: Diego Maradona Death : মারাদোনার মৃত্য়ুর জন্য দায়ি চিকিৎসকরা !

আয়োজকরা এসসি ইস্টবেঙ্গলকে ধরেই মাঠের বিন্যাস করেছে । অর্থাৎ লগ্নিকারী এবং ক্লাবের জট দ্রুত মিটলে আইএসএলে লাল-হলুদকে দেখা যেতেই পারে । এফএসডিএল ইতিমধ্যে বার্তাও দিয়েছে ৷ এই অবস্থায় দল সমঝোতার রাস্তায় হাঁটে কি না সেটাই দেখার । অন্তত লাল-হলুদ সমর্থকরা সেই আশায় দিন গুনছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.