কলকাতা, 7 জানুয়ারি : ওড়িশা এফসির পরে এফসি গোয়া । দুটো ম্যাচে দুই গোল নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখারের ৷ তাই সদ্য দলে যোগ দেওয়া নাইজেরিয়ান স্ট্রাইকারকে নিয়ে আশার আলো লাল হলুদ শিবিরে ।
কোচ রবি ফাওলার বলছেন, তিনি ব্রাইটের খেলা উপভোগ করেন । এফসি গোয়ার বিরুদ্ধে প্রতিপক্ষের মিডফিল্ডাররা যেখানে দাঁড়ান সেখানে জ্যাক মাঘোমার থেকে বল পেয়ে দৌড় শুরু করেন ব্রাইট । যার নৈপুণ্যের সামনে ছিটকে যান এফসি গোয়ার পাঁচ ফুটবলার । বলা হচ্ছে আইএসএলের সেরা গোল ।
"ওর দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই । নিঃসন্দেহে দক্ষ ফুটবলার । নিজের খেলাটা উপভোগ করে । আর যা করে তা সবকিছুই করে নিয়ন্ত্রণে রেখে । ওর খেলা আমি উপভোগ করি । দলের পক্ষেও ওর এই পারফরম্যান্স খুব ভালো," বলেছেন রবি ফাওলার ।
আইএসএলের রেফরিং নিয়ে অসন্তোষ অব্যাহত লাল হলুদ হেডস্যারের । ড্যানি ফক্সকে লাল কার্ড দেখানো কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে । গোল বাতিল হয়েছে ইস্টবেঙ্গলের । যা প্রশ্নের উর্ধ্বে নয় । তবে আধ ঘণ্টার বেশি সময় দশ জনে খেলেও শূন্য হাতে ফিরতে না হওয়ায় খুশি ফাওলার । তাঁর মতে,"এক পয়েন্ট পেয়ে খুশি । একটি শক্তিশালী দলের বিরুদ্ধে ছেলেরা ভালো খেলেছে । আরও পয়েন্ট প্রাপ্য ছিল আমাদের । ছেলেদের ভালো পারফরম্যান্স আশা জাগিয়েছে । বিশেষ করে দশজন হয়ে যাওয়ার পরে ওদের একজোট হয়ে লড়াই প্রশংসনীয় । আমাদের আরও পয়েন্ট পাওয়া উচিত ছিল।"
আরও পড়ুন :- ব্রাইটের দুরন্ত গোল দাম পেল না রক্ষণের ভুলে, ড্র করল ইস্টবেঙ্গল
প্রতিপক্ষ চেপে ধরলেও তা সামলানো গিয়েছে বলে মনে করেন । একই সঙ্গে ইস্টবেঙ্গল বেশ কয়েকবার গোল করার মতো সুযোগ পেয়েছিল বলে দাবি করেন লিভারপুলের প্রাক্তনী । এফসি গোয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হওয়ার দিনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলার প্রস্তুতির ভাবনা লাল হলুদ শিবিরে । ড্যানি ফক্সের পরিবর্ত খুঁজে বের করা চ্যালেঞ্জ । ডিফেন্ডার ক্যালাম উড দলের সঙ্গে রয়েছেন । তবে সই করানো হয়নি । এই অবস্থায় হয়তো হ্যালোওয়েকে ছেড়ে দিয়ে ক্যালাম উডকে নেওয়া হবে । পাশাপাশি পিলকিংটনের চোট লাল হলুদ শিবিরের বড় চিন্তা । আবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে বেঞ্চে থাকতে পারবেন না ফাওলার । দুটো হলুদ কার্ড থাকায় ম্যাচের সময় ইস্টবেঙ্গলের বেঞ্চে বসতে পারবেন না ।