মিউনিখ, 15 অগস্ট : প্রয়াত জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার গার্ড মুলার ৷ 75 বছর বয়সে জার্মানির স্থানীয় সময় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে ৷ জার্মানির জাতীয় দল ছাড়াও বুন্দেশলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন তিনি ৷ যেখানে বায়ার্ন এর হয়ে 607 ম্যাচ 566টি গোল করার রেকর্ড রয়েছে গার্ড মুলারের নামে ৷ যার মধ্যে বুন্দেশলিগায় তাঁর করা 365 গোলের রেকর্ড আজও অক্ষত ৷ আজ বায়ার্ন মিউনিখের তরফে টুইট করে গার্ড মুলারের মৃত্যুর খবর জানানো হয় ৷
রবিবার বায়ার্ন মিউনিখের তরফে টুইটে গার্ড মুলারের মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, ‘‘এফসি বায়ার্ন মিউনিখ আজ থমকে গিয়েছে ৷ গার্ড মুলারের মৃত্যুতে ক্লাব এবং তাঁর সমর্থকরা আজ শোকে আচ্ছন্ন ৷ রবিবার সকালে 75 বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে ৷’’ বয়সজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বায়ার্ন মিউনিখের হয়ে সাতবার তিনি বুন্দেশলিগার সর্বাধিক গোলদাতার খেতাব অর্জন করেছেন ৷ যা আজও অক্ষত রয়েছে ৷ জার্মান জাতীয় দলের হয়ে মুলার 62 ম্যাচে 68 গোল করেছিলেন ৷
1964 সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন দার বম্বার ৷ ক্লাবের হয়ে ইন্টারকনটিনেন্টাল কাপ, তিনটি ইউরোপিয়ান কাপ এবং একটি ইউরোপিয়ান উইনার্স কাপ জেতেন তিনি ৷ তাঁর কেরিয়ারে একবার বুন্দেশলিগা এবং 4 বার ডিএফবি কাপ জিতেছে বায়ার্ন ৷ জাতীয় দলের হয়েও সমানভাবে সফল ছিলেন গার্ড মুলার ৷ জার্মানিকে 1972 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 1974 সালে বিশ্বকাপ জেতান তিনি ৷ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মিউনিখে জয়সূচক গোলটি করেছিলেন গার্ড মুলার ৷
আরও পড়ুন : East bengal : চুক্তি জটের টানাপোড়েন অব্যাহত, সংশোধিত খসড়ার অপেক্ষায় ইস্টবেঙ্গল
অবসরের পর ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন মুলার ৷ দীর্ঘদিন তিনি বায়ার্নের যুব দলকে কোচিং করিয়েছেন ৷ তাঁর স্ত্রী এবং এক মেয়ে রয়েছেন ৷ গার্ড মুলারের মৃত্যুতে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট হার্বার্ট হেইনার শোকপ্রকাশ করে জানান, ‘‘আজকের দিনটা বায়ার্ন ক্লাব এবং তার সকল সমর্থকদের কাছে দুঃখের এবং কালোদিন ৷’’