কলকাতা, 23 মার্চ : বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি প্রাক্তন অলিম্পিয়ান তথা ফুটবলার তুলসীদাস বলরাম । মঙ্গলবার সকালে তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর বয়স 84 বছর । দীর্ঘদিন হল হাওড়ার বালিতে গঙ্গারপাড়ে একটি ফ্লাটে থাকেন । কলকাতা ময়দানের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখাও বন্ধ করে দিয়েছিলেন ৷ সাম্প্রতিক সময়ে তার অসুস্থতার খবর শুনে বাড়ি গিয়ে দেখা করে এসেছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ।
আরও পড়ুন : শক্তিশালী বিরোধীদের সঙ্গে খেললে লাভবান হবে ভারত : সুনীল
জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন তুলসীদাস বলরাম । সকালে পরিস্থিতির অবনতি হওয়ায়, তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। আপাতত কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান এই ফুটবলার। ভারতের হয়ে এশিয়ান গেমসে সোনা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন । ক্লাব ফুটবলে লাল হলুদ জার্সিতে চোখ ধাধানো পারফরম্যান্সও রয়েছে তুলসীদাসের । ভারতীয় ফুটবলে চিরকালীন পোস্টার বয় পিকে, চুনী, বলরাম। একবছর আগে মাত্র একমাসের ব্যবধানে পরলোকগমন করেছিলেন পিকে ও চুনী । কাকতলীয় হলেও ঠিক একবছর পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তুলসীদাস বলরাম । তাঁর অসুস্থতার খবরে কলকাতা ময়দানে আশঙ্কার বাতাবরন। ইতিমধ্যে তাঁর খবর নেওয়া শুরু হয়েছে। তুলসীদাস বলরামের সুস্থতা কামনা করেছেন সবাই।
তুলসীরামকে দেখতে হাসপাতালে যান ইস্টবেঙ্গলের দুই কর্তা, নীতু সরকার এবং শান্তিরঞ্জন দাশগুপ্ত ৷ ক্লাব তাঁর চিকিৎসার দায়িত্ব নেবে বলেও তাঁরা জানিয়েছেন ৷