কলকাতা, 24 জুন : নতুন মরসুমের দলবদলে ফের চমক এটিকে মোহনবাগানের । চলতি ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা ফুটবলার কাউকো-কে দলে নিল সবুজ মেরুন শিবির । আইএসএলে এর আগে বহু নামীদামি ফুটবলার বিভিন্ন দলে খেলেছেন । বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের প্রাক্তন তারকা রোবের্তো কার্লোসকে খেলতে দেখা গিয়েছে । কিন্তু ইউরোর মত বড় আসরে দেশের প্রতিনিধিত্ব করার পরেই আইএসএলে খেলার জন্য কোনও ফুটবলারকে আসতে দেখা যায়নি ।
ফিনল্যান্ডের মিডফিল্ডার কাউকো-কে দলে নিয়ে সেটাই করে দেখালেন আন্তেনিও লোপেজ হাবাস । চলতি ইউরো কাপে ফিনল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে । প্রতি ম্যাচে প্রথম একাদশের সদস্য ছিলেন কাউকো । বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের বিরুদ্ধেও তাঁকে খেলতে দেখা গিয়েছে । মূলত আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করেন তিরিশ বছর বয়সী এই ফুটবলার । দেশের জার্সিতে সিনিয়র দলের হয়ে খেলার আগে বয়স ভিত্তিক পর্যায়ের চারটি দলে খেলেছেন । গত তিন বছর ডেনমার্কের ক্লাব এসবার্গের হয়ে খেলেছেন । ক্লাব দলের জার্সিতে প্রচুর গোল রয়েছে তাঁর । মূলত মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে মাঠে লেফ উইংগারের ভূমিকাও পালন করতে দেখা গিয়েছে কাউকো-কে ।
আরও পড়ুন : Copa America : ব্রাজিলের গোল ঘিরে বিতর্ক, পিছিয়ে পড়েও কলম্বিয়াকে হারাল নেইমাররা
ফিনল্যান্ডের মিডফিল্ডার কাউকো’র যোগদানে এটিকে মোহনবাগানের মাঝমাঠের শক্তি আরও বাড়ল । কয়েকদিনের মধ্যে এটিকে মোহনবাগান এএফসি কাপে খেলবে । তার আগে ফিনল্যান্ডের জাতীয় দলের জার্সিতে চলতি ইউরো কাপে প্রতিনিধিত্ব করা ফুটবলারের অর্ন্তভুক্তিতে খুশির হাওয়া সবুজ মেরুন শিবিরে । ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে খেলার সুযোগ পেয়ে খুশি কাউকো নিজেও । আশা করছেন দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তিনি । ইতিমধ্যে একাধিক উন্নতমানের ভারতীয় ফুটবলার দলে নিয়ে শক্তিশালী দল গড়েছেন হাবাস । এবার রয় কৃষ্ণদের পাশে কাউকো’র মতো তারকা ফুটবলারের অবস্থান নিঃসন্দেহে বড় চমক ।
আরও পড়ুন : Euro 2020: পারলেন না লেওয়ানডস্কি, গ্রুপ টপ করে শেষ ষোলোয় সুইডেন