ETV Bharat / sports

খারাপ মাঠ অজুহাত, দলের সমালোচনায় ইস্টবেঙ্গল সচিব - field condition bad is nothing but excuse

কল্যাণ মজুমদার বলেন, "আমি কোনও তুলনা করতে চাই না । কারণ সময় বদলের সঙ্গে ফুটবলারের মান বদলে যায় । আমাদের মাঠের সংস্কার প্রয়োজন । তা করাও হবে । কিন্তু মনে রাখতে হবে ময়দানে সংস্কার করলেও সম্পূর্ণ বদল সম্ভব নয় । একমাত্র মাঠ অন্য জায়গায় নিয়ে গেলেই সমস্যা দূর করা সম্ভব । যা অবাস্তব ৷ " এ ভাবেই আলেয়ান্দ্রোর ফুটবলারদের খোঁচা দেন তিনি ৷

কল্যাণ মজুমদার
author img

By

Published : Sep 22, 2019, 2:37 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : নরমে-গরমে আলেয়ান্দ্রোর মেনেনদেজ় গার্সিয়ার ছেলেদের সমালোচনা করলেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার । শনিবার ক্লাব তাঁবুতে ছিল ক্লাবের বার্ষিক সাধারণ সভা । শতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সভা । গতানুগতিক নিষ্প্রাণ আলোচনায় শেষ হবে না সবকিছু, তা আগেই জানানো হয়েছিল । প্রাক্তন ফুটবলার তরুণ দে-র গান, শতবর্ষ অনুষ্ঠানের ভিডিয়ো দেখিয়ে উপস্থিত সদস্যদের আগামী দিনে আরও ভালো কিছু করার অঙ্গীকার ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের ।

ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত চলতি মরসুমে আই লিগ জয়ের প্রত্যাশার কথা বলেছেন । সচিব কল্যাণ মজুমদার শুরুটা নরমভাবে করেছিলেন । জীবনের উত্থান-পতনের কথা বলে ক্লাবের সাফল্য ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে তাকানোর কথা বলেছেন । একই সঙ্গে বিনিয়োগকারী সংস্থার পাশে দাঁড়ানোর কথাও বলেছেন । যা নিঃসন্দেহে চমকপ্রদ । কিন্তু বর্তমান ফুটবল দলের পারফরমেন্স নিয়ে কথা বলার সময় খোঁচা দিয়েছেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার । তিনি স্বীকার করেছেন মাঠের অবস্থা খারাপ । কিন্তু এই সমস্যা নতুন নয় বলে মনে করিয়ে দিয়েছেন । বলেন, "শুক্রবার রেনবোর বিরুদ্ধে খেলা দেখতে দেখতে আমার 1953 সালের একটি ম্যাচের কথা মনে পড়ছিল । তখন আমি হয়ত ক্লাস সিক্সে পড়তাম । কিন্তু সেই সময়ের ফুটবলারদের খেলা আজও চোখে ভাসে । আমি কোনও তুলনা করতে চাই না । কারণ সময় বদলের সঙ্গে ফুটবলারের মান বদলে যায় । আমাদের মাঠের সংস্কার প্রয়োজন । তা করাও হবে । কিন্তু মনে রাখতে হবে ময়দানে সংস্কার করলেও সম্পূর্ণ বদল সম্ভব নয় । একমাত্র মাঠ অন্য জায়গায় নিয়ে গেলেই সমস্যা দূর করা সম্ভব । যা অবাস্তব ৷ " এ ভাবেই দলের বর্তমান ফুটবলারদের খোঁচা দিলেন কল্যাণ মজুমদার ।

সভায় আই লিগের জন্য কল্যাণী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড না করার দাবি ওঠে । প্রয়োজনে বারাসত স্টেডিয়ামে খেলা করার অনুরোধ আসে । একই সঙ্গে বর্তমান দল আই লিগ জিততে কতটা সক্ষম তা নিয়েও প্রশ্ন ওঠে । প্রয়োজনে নতুন ফুটবলার নিয়ে দল শক্তিশালী করার ব্যাপারে কর্তাদের হস্তক্ষেপ করার কথা বলা হয় । আয় ব্যয়ের যে হিসাব পেশ করা হয়েছে তাতে পঞ্চান্ন লাখ টাকার কিছু বেশি তহবিলে রয়েছে বলে জানানো হয়েছে ।

কলকাতা, 22 সেপ্টেম্বর : নরমে-গরমে আলেয়ান্দ্রোর মেনেনদেজ় গার্সিয়ার ছেলেদের সমালোচনা করলেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার । শনিবার ক্লাব তাঁবুতে ছিল ক্লাবের বার্ষিক সাধারণ সভা । শতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সভা । গতানুগতিক নিষ্প্রাণ আলোচনায় শেষ হবে না সবকিছু, তা আগেই জানানো হয়েছিল । প্রাক্তন ফুটবলার তরুণ দে-র গান, শতবর্ষ অনুষ্ঠানের ভিডিয়ো দেখিয়ে উপস্থিত সদস্যদের আগামী দিনে আরও ভালো কিছু করার অঙ্গীকার ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের ।

ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত চলতি মরসুমে আই লিগ জয়ের প্রত্যাশার কথা বলেছেন । সচিব কল্যাণ মজুমদার শুরুটা নরমভাবে করেছিলেন । জীবনের উত্থান-পতনের কথা বলে ক্লাবের সাফল্য ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে তাকানোর কথা বলেছেন । একই সঙ্গে বিনিয়োগকারী সংস্থার পাশে দাঁড়ানোর কথাও বলেছেন । যা নিঃসন্দেহে চমকপ্রদ । কিন্তু বর্তমান ফুটবল দলের পারফরমেন্স নিয়ে কথা বলার সময় খোঁচা দিয়েছেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার । তিনি স্বীকার করেছেন মাঠের অবস্থা খারাপ । কিন্তু এই সমস্যা নতুন নয় বলে মনে করিয়ে দিয়েছেন । বলেন, "শুক্রবার রেনবোর বিরুদ্ধে খেলা দেখতে দেখতে আমার 1953 সালের একটি ম্যাচের কথা মনে পড়ছিল । তখন আমি হয়ত ক্লাস সিক্সে পড়তাম । কিন্তু সেই সময়ের ফুটবলারদের খেলা আজও চোখে ভাসে । আমি কোনও তুলনা করতে চাই না । কারণ সময় বদলের সঙ্গে ফুটবলারের মান বদলে যায় । আমাদের মাঠের সংস্কার প্রয়োজন । তা করাও হবে । কিন্তু মনে রাখতে হবে ময়দানে সংস্কার করলেও সম্পূর্ণ বদল সম্ভব নয় । একমাত্র মাঠ অন্য জায়গায় নিয়ে গেলেই সমস্যা দূর করা সম্ভব । যা অবাস্তব ৷ " এ ভাবেই দলের বর্তমান ফুটবলারদের খোঁচা দিলেন কল্যাণ মজুমদার ।

সভায় আই লিগের জন্য কল্যাণী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড না করার দাবি ওঠে । প্রয়োজনে বারাসত স্টেডিয়ামে খেলা করার অনুরোধ আসে । একই সঙ্গে বর্তমান দল আই লিগ জিততে কতটা সক্ষম তা নিয়েও প্রশ্ন ওঠে । প্রয়োজনে নতুন ফুটবলার নিয়ে দল শক্তিশালী করার ব্যাপারে কর্তাদের হস্তক্ষেপ করার কথা বলা হয় । আয় ব্যয়ের যে হিসাব পেশ করা হয়েছে তাতে পঞ্চান্ন লাখ টাকার কিছু বেশি তহবিলে রয়েছে বলে জানানো হয়েছে ।

Intro:নরমে গরমে আলেয়ান্দ্রোর মেনেনদেস গার্সিয়ার ছেলেদের সমালোচনা করলেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার। শনিবার ক্লাব তাবুতে ছিল ক্লাবের বার্ষিক সাধারণ সভা। শতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সভা। গতানুগতিক নিষ্প্রাণ আলোচনায় শেষ হবে না সবকিছু তা আগেই জানানো হয়েছিল। প্রাক্তন ফুটবলার তরুণ দে র গান, শতবর্ষ অনুষ্ঠানের ভিডিও দেখিয়ে উপস্থিত সদস্যদের আগামী দিনে আরও ভালো কিছু করার অঙ্গীকার ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের। প্রেসিডেন্ট ডাক্তার প্রনব দাশগুপ্ত চলতি মরসুমে আই লিগ জয়ের প্রত্যাশার কথা বলেছেন। সচিব কল্যাণ মজুমদার শুরু টা নরমভাবে শুরু করেছিলেন। জীবনের উত্থান পতনের কথা বলে ক্লাবের সাফল্য ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে তাকানোর কথা বলেছেন। একই সঙ্গে বিনিয়োগ কারী সংস্থার পাশে দাড়ানোর কথাও বলেছেন। যা নিসন্দেহে চমকপ্রদ। কিন্তু বর্তমান ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় খোচা দিয়েছেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার। তিনি স্বীকার করেছেন মাঠের অবস্থা খারাপ। কিন্তু এই সমস্যা নতুন নয় বলে মনে করিয়ে দিয়েছেন। "শুক্রবার রেনবো র বিরুদ্ধে খেলা দেখতে দেখতে আমার 1953সালের একটি ম্যাচের কথা মনে পড়ছিল। তখন আমি হয়ত ক্লাস সিক্সে পড়তাম। কিন্তু সেই সময়ের ফুটবলারদের খেলা আজও চোখে ভাসে। আমি কোনও তুলনা করতে চাই না।কারন সময় বদলের সঙ্গে ফুটবলারের মান বদলে যায়। আমাদের মাঠের সংস্কার প্রয়োজন। তা করাও হবে। কিন্তু মনে রাখতে হবে ময়দানে সংস্কার করলেও সম্পূর্ণ বদল সম্ভব নয়।একমাত্র মাঠ অন্য জায়গায় নিয়ে গেলেই সমস্যা দূর করা সম্ভব। যা অবাস্তব," এভাবেই আলেয়ান্দ্রোর ফুটবলারদের খোচা দিলেন কল্যাণ মজুমদার।
সভায় আই লিগের জন্য কল্যানী স্টেডিয়াম কে হোম গ্রাউন্ড না করার দাবি ওঠে। প্রয়োজনে বারসাত স্টেডিয়ামে খেলা করার অনুরোধ আসে। একই সঙ্গে বর্তমান দল আই লিগ জিততে কতটা সক্ষম তা নিয়েও প্রশ্ন ওঠে। প্রয়োজনে নতুন ফুটবলার নিয়ে দল শক্তিশালী করার ব্যাপারে কর্তাদের হস্তক্ষেপ করার কথা বলা হয়।
আয় ব্যয়ের যে হিসাব পেশ করা হয়েছে তাতে পঞ্চান্ন লক্ষ টাকার কিছু বেশি তহবিলে রয়েছে বলে জানানো হয়েছে।


Body:কল্যাণ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.