লন্ডন, 8 জুলাই : অবশেষে কি ফাঁড়া কাটল ইংল্যান্ডের ৷ 1966 সালের বিশ্বকাপ জয়ের পর ফিফা আয়োজিত কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি থ্রি লায়নসরা ৷ বুধবার রাতে সেই ফাঁড়া কাটালেন হ্যারি কেনের দল ৷ গড়লেন ইতিহাস ৷ প্রথমবারের জন্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল গ্যারেথ সাউদগেটের ইংল্যান্ড ৷ তবে এই ম্যাচে ঘটেছে আরও কয়েকটি রেকর্ড ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলি ৷
চলতি ইউরো কাপ একাধিক আত্মঘাতী গোল দেখেছে ৷ তবে সরাসরি ফ্রি-কিক থেকে গোল দেখা যায়নি এবারের ইউরোতে ৷ সেই আক্ষেপ মেটালেন ডেনমার্কের মিখেল ড্যামসগার্ড ৷ ফ্রি-কিক থেকে যে গোলটি করলেন, তা অনেকদিন সমর্থকদের মনে থাকবে, তা বলাই যায় ৷ এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার কোনও আত্মঘাতী গোলের সুবিধা পেল ইংল্যান্ড ৷ ডেনমার্ক অধিনায়কের আত্মঘাতী গোলে ড্যানিশদের বিরুদ্ধে সমতায় ফেরে থ্রি লায়নসরা ৷ একই সঙ্গে ইউরো 2020-তে মোট 11 টি আত্মঘাতী গোল হল৷ যা এখন রেকর্ড ৷
আরও পড়ুন : স্টোকসকে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় বিস্মিত তাঁর স্ত্রী
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম 7টি নক আউট ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত গড়াল ৷ তার মধ্যে দুটি সেমিফাইনালও আছে ৷ ইংলিশ অধিনায়ক হ্যারি কেনও নজির গড়লেন এই ম্যাচে ৷ কোনও বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা হলেন হ্যারি কেন ৷ বর্তমানে গ্যারি লিংকের সঙ্গে তাঁর গোলসংখ্যা 10টি ৷