লন্ডন, 7 জুলাই : নির্ধারিত সময়ে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন ৷ ওয়েম্বলিতে ইতালি বনাম স্পেন ম্যাচটি টাইব্রেকারে গড়িয়েছিল তাঁরই বদান্যতায় ৷ ম্যাচের 60 মিনিটে গোল করেন ইতালির ফ্রেডরিকো কিয়েসা ৷ 80 মিনিটে গোল শোধ করেন স্পেনের আলভেরো মোরাতা ৷ কিন্তু পেনাল্টি মিস করে সেই মোরাতাই 'ভিলেন' হয়ে গেলেন ৷ কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে সুইৎজারল্যান্ডকে হারিয়ে আসা মোরাতাদের কপাল পুড়ল টাইব্রেকারে ৷ স্পেনকে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে হারিয়ে ইউরো 2020-র ফাইনালে পৌঁছে গেল ইতালি ৷
পেনাল্টি শুটআউটের ছবিটা এরকম ছিল ৷ ইতালি - মিস, গোল, গোল, গোল, গোল ৷ স্পেন - মিস, গোল, গোল, মিস ৷ শেষ শটটা নেওয়ার আর প্রয়োজন পড়েনি ৷ রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউটে নার্ভ ধরে রাখতে সক্ষম হল ইতালি ৷ প্রথম শট মিস করেন ইতালির লোকাতেল্লি এবং স্পেনের দানি ওলমোর ৷ এরপর ইতালির বেলোত্তি এবং স্পেনের মোরেনো দুজনই গোল করেন ৷ এরপর ইতালির হয়ে গোল করেন বোনুচ্চি, বার্নারদেসচি এবং জোরগিনহো ৷
স্পেনের হয়ে থিয়াগো গোল করলেও লক্ষ্যভেদ করতে পারেননি মোরাতা ৷ কিন্তু নার্ভ ধরে রেখে স্পেনের গোলরক্ষক উনাই সাইমনকে পরাস্ত করে জালে বল জড়াতে সক্ষম হন জোরগিনহো ৷ জোরগিনহোর গোলেই ইতালির জয় নিশ্চিত হয়ে যায় ৷
আরও পড়ুন : Sachin Tendulkar : অলিম্পিক্সে ভারতের হয়ে গলা ফাটানোর ডাক সচিনের
-
🇮🇹 Italy through to EURO 2020 final after thrilling shoot-out! 👏
— UEFA EURO 2020 (@EURO2020) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
WHAT A GAME! 🤯#EURO2020
">🇮🇹 Italy through to EURO 2020 final after thrilling shoot-out! 👏
— UEFA EURO 2020 (@EURO2020) July 6, 2021
WHAT A GAME! 🤯#EURO2020🇮🇹 Italy through to EURO 2020 final after thrilling shoot-out! 👏
— UEFA EURO 2020 (@EURO2020) July 6, 2021
WHAT A GAME! 🤯#EURO2020
শুরুটা ভাল করলেও ধীরে ধীরে ইতালির উপর আধিপত্য দেখাতে থাকে স্পেন ৷ গোটা ম্যাচ জুড়ে তাদের আধিপত্য বজায় ছিল ৷ বল দখলের লড়াইয়ে মানচিনির ইতালির থেকে অনেকটাই এগিয়ে ছিল স্পেন ৷ তাই দ্বিতীয়ার্ধে ইতালির এগিয়ে যাওয়াটা অনেককেই বিস্মিত করেছে ৷ 60 মিনিটে দলকে এগিয় দেন ফার্নান্দো কিয়েসা ৷ 10 মিনিটের মধ্যেই অবশ্য গোল শোধ করে স্পেন ৷ পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ওলমোরের পাস থেকে গোল করেন আলভেরো মোরাতা ৷