ETV Bharat / sports

Euro 2020 final : হোম নয় রোমে গেল ট্রফি, টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি - ইতালি বনাম ইংল্যান্ড

পেনাল্টি শুটআউটে 3-2 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে ইতালি ৷

euro-2020
euro-2020
author img

By

Published : Jul 12, 2021, 6:13 AM IST

Updated : Jul 12, 2021, 6:59 AM IST

লন্ডন, 12 জুলাই : কোথাও যেন মিলে গেল কোপা আমেরিকা ও ইউরোর ফাইনাল ৷ ব্রাজিলের পর ঘরের মাঠে চেনা দর্শকের উপস্থিতিতে হারের যন্ত্রণা পেল ইংল্যান্ড ৷ রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউটে 3-2 গোলে গ্যারেথ সাউথগেটের দলকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নের ট্রফি গেল ইতালির ঘরে ৷ আর মেজর টুর্নামেন্টের ট্রফি জয়ের জন্য অপেক্ষা বাড়ল থ্রি লায়ন্সদের ৷ নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল 1-1 ছিল ৷

শুরুতেই চমকে দিয়েছিল ইংল্যান্ড ৷ যে ইতালির রক্ষণের বিশ্বজোড়া সুনাম তাদেরই বোকা বানিয়ে গোল করেন লিউক শ ৷ তাও ম্যাচের মাত্র দু মিনিটেই ৷ এর আগে কোনওদিন ইংল্যান্ডের জার্সিতে গোল করেননি ম্যাঞ্চেস্টার ইউনাইডেটের হয়ে খেলা শ ৷ কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর গোলটা প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম গোল হয়ে রইল ৷

খেলা শুরু হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ইতালির ডিফেন্স ৷ ওয়েম্বলির ঠাসা স্টেডিয়ামে তখন ঝড় উঠেছে ৷ বক্সের ডানদিক থেকে কিয়েরান ট্রিপিয়ারের ক্রস ইতালির রক্ষণ ভেদ করে ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিউক শ-এর কাছে আসে ৷ সেই বল ভলি করে আজ্জুরিদের জালে জড়ান এই লেফট ব্যাক ৷ আন্তর্জাতিক কেরিয়ারের যা তাঁর প্রথম গোল ৷

বিরতির আগে গোল হজম করেছিলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুজি ডোন্নারুমা ৷ পেনাল্টি শুটআউটে সেই ডোন্নারুমা দুটি সেভ করে পুরো ওয়েম্বলিকে স্তব্ধ করে দেন ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করা ইতালিকে প্রথমার্ধে বেশ অচেনা লেগেছে ৷ কিন্তু বিরতি শেষে মাঠে ফিরতেই ইতালির চেনা রূপ ফিরে আসে ৷ 66 মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি ৷ অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল নির্ধারণ হয়নি ৷ ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷

আরও পড়ুন : Wimbledon Junior 2021 : উইম্বলডন জুনিয়র খেতাব জয় প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়ের

প্রথমে ইতালি ও ইংল্যান্ডের হয়ে গোল করেন বেরারদি ও হ্যারি কেন ৷ তবে ইতালির দ্বিতীয় শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড ৷ বেলোত্তির শট বাঁচিয়ে দেন ৷ এরপর ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি ম্যাগুয়ের ৷ কিন্তু মার্কাস রাশফোর্ডের তৃতীয় শট পোস্টে লেগে ফিরে আসে ৷ জর্ডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকার শট বাঁচিয়ে ম্যাচের নায়ক হয়ে যান ডোন্নারুমা ৷

2018 বিশ্বকাপে এই ইতালি জায়গা করে নিতে পারেনি ৷ সেই তারাই এখন ইউরো চ্যাম্পিয়ন ৷ আগামী বছর কাতার বিশ্বকাপ ৷ তার আগে ফুটবল বিশ্বকে নিজেদের শক্তির জানান দিয়ে রাখল রবার্তো মানচিনির দল ৷

লন্ডন, 12 জুলাই : কোথাও যেন মিলে গেল কোপা আমেরিকা ও ইউরোর ফাইনাল ৷ ব্রাজিলের পর ঘরের মাঠে চেনা দর্শকের উপস্থিতিতে হারের যন্ত্রণা পেল ইংল্যান্ড ৷ রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউটে 3-2 গোলে গ্যারেথ সাউথগেটের দলকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নের ট্রফি গেল ইতালির ঘরে ৷ আর মেজর টুর্নামেন্টের ট্রফি জয়ের জন্য অপেক্ষা বাড়ল থ্রি লায়ন্সদের ৷ নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল 1-1 ছিল ৷

শুরুতেই চমকে দিয়েছিল ইংল্যান্ড ৷ যে ইতালির রক্ষণের বিশ্বজোড়া সুনাম তাদেরই বোকা বানিয়ে গোল করেন লিউক শ ৷ তাও ম্যাচের মাত্র দু মিনিটেই ৷ এর আগে কোনওদিন ইংল্যান্ডের জার্সিতে গোল করেননি ম্যাঞ্চেস্টার ইউনাইডেটের হয়ে খেলা শ ৷ কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর গোলটা প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম গোল হয়ে রইল ৷

খেলা শুরু হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ইতালির ডিফেন্স ৷ ওয়েম্বলির ঠাসা স্টেডিয়ামে তখন ঝড় উঠেছে ৷ বক্সের ডানদিক থেকে কিয়েরান ট্রিপিয়ারের ক্রস ইতালির রক্ষণ ভেদ করে ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিউক শ-এর কাছে আসে ৷ সেই বল ভলি করে আজ্জুরিদের জালে জড়ান এই লেফট ব্যাক ৷ আন্তর্জাতিক কেরিয়ারের যা তাঁর প্রথম গোল ৷

বিরতির আগে গোল হজম করেছিলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুজি ডোন্নারুমা ৷ পেনাল্টি শুটআউটে সেই ডোন্নারুমা দুটি সেভ করে পুরো ওয়েম্বলিকে স্তব্ধ করে দেন ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করা ইতালিকে প্রথমার্ধে বেশ অচেনা লেগেছে ৷ কিন্তু বিরতি শেষে মাঠে ফিরতেই ইতালির চেনা রূপ ফিরে আসে ৷ 66 মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি ৷ অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল নির্ধারণ হয়নি ৷ ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷

আরও পড়ুন : Wimbledon Junior 2021 : উইম্বলডন জুনিয়র খেতাব জয় প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়ের

প্রথমে ইতালি ও ইংল্যান্ডের হয়ে গোল করেন বেরারদি ও হ্যারি কেন ৷ তবে ইতালির দ্বিতীয় শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড ৷ বেলোত্তির শট বাঁচিয়ে দেন ৷ এরপর ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি ম্যাগুয়ের ৷ কিন্তু মার্কাস রাশফোর্ডের তৃতীয় শট পোস্টে লেগে ফিরে আসে ৷ জর্ডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকার শট বাঁচিয়ে ম্যাচের নায়ক হয়ে যান ডোন্নারুমা ৷

2018 বিশ্বকাপে এই ইতালি জায়গা করে নিতে পারেনি ৷ সেই তারাই এখন ইউরো চ্যাম্পিয়ন ৷ আগামী বছর কাতার বিশ্বকাপ ৷ তার আগে ফুটবল বিশ্বকে নিজেদের শক্তির জানান দিয়ে রাখল রবার্তো মানচিনির দল ৷

Last Updated : Jul 12, 2021, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.