গ্লসগো , 14 জুন : গ্লসগোর হ্যাম্পডেন পার্কে ইতিহাস । স্কটল্যান্ডের বিরুদ্ধে 49.7 গজ দুর থেকে গোল করে ইতিহাসে চেক রিপাবলিকের প্যাট্রিক শিক । এমন গোল দেখে মাঠে উপস্থিত দর্শকরা তো বটেই হতবাক পর্দায় চোখ রাখা দর্শকরাও । ধারাভাষ্যকাররাও প্রায় বাকরুদ্ধ হয়ে যান গোলের আকস্মিকতায় ।
-
𝗪𝗛𝗔𝗧 𝗔 𝗚𝗢𝗔𝗟!
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇨🇿 Patrik Schick with an effort that will go down in EURO history 🔥#EURO2020 pic.twitter.com/BqINLIPSMH
">𝗪𝗛𝗔𝗧 𝗔 𝗚𝗢𝗔𝗟!
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021
🇨🇿 Patrik Schick with an effort that will go down in EURO history 🔥#EURO2020 pic.twitter.com/BqINLIPSMH𝗪𝗛𝗔𝗧 𝗔 𝗚𝗢𝗔𝗟!
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021
🇨🇿 Patrik Schick with an effort that will go down in EURO history 🔥#EURO2020 pic.twitter.com/BqINLIPSMH
এহেন গোলের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে না তা আবার হয় নাকি । একে একে আছড়ে পড়তে থাকে দর্শকদের বিস্ময় । অনেকে তো একে টুর্নামেন্টের সেরা গোলেরও আখ্যা দিয়ে ফেলেছেন । 2004 সালে জার্মানির টরস্টেন ফ্রিংস নেদারল্যান্ডসের বিরুদ্ধে 38.6 গজ দূর থেকে গোল করেছিলেন । ইউরোর ইতিহাসে সেটাই এতদিন ছিল সবচেয়ে দুরপাল্লার গোল ।
-
Striker nomor 10, mencetak brace dan 0% ownership. Patrik Schick here for u pic.twitter.com/O2X6Dl9tzK
— KoFPLI Jakarta (@KofpliJakarta) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Striker nomor 10, mencetak brace dan 0% ownership. Patrik Schick here for u pic.twitter.com/O2X6Dl9tzK
— KoFPLI Jakarta (@KofpliJakarta) June 14, 2021Striker nomor 10, mencetak brace dan 0% ownership. Patrik Schick here for u pic.twitter.com/O2X6Dl9tzK
— KoFPLI Jakarta (@KofpliJakarta) June 14, 2021
-
The goal of the tournament by Patrick Schick at #EURO2020 #SCOCZE#PatrikSchick pic.twitter.com/z8GrWF0oue
— 🏆GlobalSports🎖️ (@globalsportzone) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The goal of the tournament by Patrick Schick at #EURO2020 #SCOCZE#PatrikSchick pic.twitter.com/z8GrWF0oue
— 🏆GlobalSports🎖️ (@globalsportzone) June 14, 2021The goal of the tournament by Patrick Schick at #EURO2020 #SCOCZE#PatrikSchick pic.twitter.com/z8GrWF0oue
— 🏆GlobalSports🎖️ (@globalsportzone) June 14, 2021
দ্বিতীয়ার্ধের খেলার বয়স তখন সবে মাত্র মিনিট তিনেক । 1 গোলে পিছিয়ে থাকা স্কটল্যান্ড ক্রমশ চাপ বাড়াচ্ছে চেক বক্সে । গোল বাঁচাতে চেক ফুটবলাররা তখন নিজেদের অর্ধে নেমে এসেছে । হঠাৎই স্কটল্যান্ডের এক ফুটবলারের জোরালো শট চেকের এক ডিফেন্ডার পায়ে লেগে স্কটল্যান্ডের হাফে চলে যায় । ক্ষিপ্র গতিতে বলের পিছনে ছোটেন প্যাট্রিক শিক । বলে পা ছোঁয়ানোর আগেই শিক দেখে নেন স্কটল্যান্ডের গোলরক্ষক ডেভিড মার্শাল খানিকটা এগিয়ে এসেছেন । 49.7 গজ দূর থেকেই গোল লক্ষ্য করে শট নেন শিক । ডেভিড মার্শাল ক্ষিপ্র গতিতে লাফিয়েও বলের নাগাল পাননি , বল জড়িয়ে যায় জালে ।
-
MATCH REPORT: Czech Republic forward Patrik Schick scored twice, including one from the halfway line, as the visitors made a winning start in Group D in Scotland...#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">MATCH REPORT: Czech Republic forward Patrik Schick scored twice, including one from the halfway line, as the visitors made a winning start in Group D in Scotland...#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021MATCH REPORT: Czech Republic forward Patrik Schick scored twice, including one from the halfway line, as the visitors made a winning start in Group D in Scotland...#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021
-
What a bloody strike that was from Patrik Schick! 🤯 pic.twitter.com/vL1T4CuZbe
— SportsJOE (@SportsJOEdotie) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a bloody strike that was from Patrik Schick! 🤯 pic.twitter.com/vL1T4CuZbe
— SportsJOE (@SportsJOEdotie) June 14, 2021What a bloody strike that was from Patrik Schick! 🤯 pic.twitter.com/vL1T4CuZbe
— SportsJOE (@SportsJOEdotie) June 14, 2021
ইউরোরর ইতিহাসে সবচেয়ে দূরপাল্লার গোল করে শিক তখন দুহাত দু'দিকে তুলে দৌড়াচ্ছেন । সতীর্থরাও তখন তাঁকে জড়িয়ে ধরতে তাঁর পিছু নিয়েছেন । এদিকে হতভম্ব স্কটল্যান্ড শিবির আর ম্যাচে ফিরতে পারেনি । 25 বছর পর ইউরোর মূল পর্বে হার হজম করতে হয় স্কটিশদের । ফল 2-0 । দুটি গোলই প্যাট্রিক শিকের । ম্যাচের পর চেক রিপাব্লিকের বিখ্য়াত কিছু গোলের কোলাজ টুইট করে উয়েফা । যেখানে অবশ্যম্ভাবীভাবে রয়েছে 1976 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার আন্তোনিন পানেননকার নেওয়া সেই বিখ্য়াত স্পট কিক । যা পানেনকা কিক নামে অমর হয়ে গিয়েছে।
-
New entry ✅
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇨🇿 A selection of great Czech Republic goals in EURO history 🔝⚽️@ceskarepre_cz | #EURO2020 pic.twitter.com/lFQLN9nT4w
">New entry ✅
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021
🇨🇿 A selection of great Czech Republic goals in EURO history 🔝⚽️@ceskarepre_cz | #EURO2020 pic.twitter.com/lFQLN9nT4wNew entry ✅
— UEFA EURO 2020 (@EURO2020) June 14, 2021
🇨🇿 A selection of great Czech Republic goals in EURO history 🔝⚽️@ceskarepre_cz | #EURO2020 pic.twitter.com/lFQLN9nT4w
প্রতিযোগিতা মূলক ফুটবলের ইতিহাসে সবচেয়ে দূরপাল্লার গোল করার রেকর্ড রয়েছে টম কিংয়ের । ইংল্যান্ডে চতুর্থ ডিভিশনের নিউপোর্ট কাউন্টির এই গোলরক্ষক চলতি বছরের 19 জানুয়ারি চেলটেনহ্যামের বিরুদ্ধে 105 মিটারে দুরত্ব থেকে শট করে গোল করেন ।
-
Guinness World Record ™️
— Sky Sports News (@SkySportsNews) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Newport County goalkeeper Tom King's 105-yard goal against Cheltenham has been confirmed as a @GWR for the longest goal scored in a competitive football matchpic.twitter.com/0WjiENqVvk
">Guinness World Record ™️
— Sky Sports News (@SkySportsNews) January 21, 2021
Newport County goalkeeper Tom King's 105-yard goal against Cheltenham has been confirmed as a @GWR for the longest goal scored in a competitive football matchpic.twitter.com/0WjiENqVvkGuinness World Record ™️
— Sky Sports News (@SkySportsNews) January 21, 2021
Newport County goalkeeper Tom King's 105-yard goal against Cheltenham has been confirmed as a @GWR for the longest goal scored in a competitive football matchpic.twitter.com/0WjiENqVvk
আরও পড়ুন :UEFA Euro 2020 : ঐতিহ্য আর দক্ষতার মিশেলে মগজাস্ত্রের লড়াই দুই বিশ্বজয়ীর