ETV Bharat / sports

জুনেই ফিরতে পারে EPL - lockdown

বুন্দেশলিগার পর এবার সম্ভবত ফিরতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ EPL মাঠে ফেরার সম্ভবনার কথা জানালেন লিগের চিফ এগজিকিউউটিভ রিচার্ড মাস্টারস ৷

image
english premier league
author img

By

Published : May 23, 2020, 3:27 PM IST

লন্ডন, 23 মে : জুনেই ফের শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ এমনটাই মনে করছেন লিগের চিফ এগজিকিউটিভ রিচার্ড মাস্টার্স ৷ কোরোনা সংক্রমণরে জন্য গত 13 মার্চ থেকে স্থগিত রাখা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ এদিন তা ফের চালু হওয়ার সম্ভাবনা দেখা গেল ৷

এই সপ্তাহ থেকেই ফুটবলাররা ছোটো ছোটো গ্রুপে ট্রেনিং শুরু করছে ৷ তাই আগামী 12 জুন প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে ৷ বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণের পর ইউরোপের মেজর লিগগুলির মধ্যে একমাত্র বুন্দেশলিগা শুরু হয়েছে ৷

চিফ এগজিকিউটিভ এদিন বলেন, ‘‘ ফুটবলারদের মাঠে ফিরে ট্রেনিং শুরু করতে দেখা সত্যই ভালো বিষয় ৷ আমরা প্রথম পদক্ষেপ করেছি ৷ আমরা যদি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে না পারতাম তাহলে ট্রেনিং শুরু করা যেত না ৷ তবে এটা শুধু প্রথম পদক্ষেপ ৷ আমাদের নিরাপদ আবহাওয়া নিশ্চিত করতে হবে ৷ তবেই মাঠে ফুটবল ফেরানো সম্ভব হবে ৷’’

লিগের বর্তমান পরিস্থিতি অনুযায়ী টেবিলের সবার উপরে আছে লিভারপুল ৷ দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে 25 পয়েন্ট বেশি আছে দা রেডসদের ৷

লন্ডন, 23 মে : জুনেই ফের শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ এমনটাই মনে করছেন লিগের চিফ এগজিকিউটিভ রিচার্ড মাস্টার্স ৷ কোরোনা সংক্রমণরে জন্য গত 13 মার্চ থেকে স্থগিত রাখা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ এদিন তা ফের চালু হওয়ার সম্ভাবনা দেখা গেল ৷

এই সপ্তাহ থেকেই ফুটবলাররা ছোটো ছোটো গ্রুপে ট্রেনিং শুরু করছে ৷ তাই আগামী 12 জুন প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে ৷ বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণের পর ইউরোপের মেজর লিগগুলির মধ্যে একমাত্র বুন্দেশলিগা শুরু হয়েছে ৷

চিফ এগজিকিউটিভ এদিন বলেন, ‘‘ ফুটবলারদের মাঠে ফিরে ট্রেনিং শুরু করতে দেখা সত্যই ভালো বিষয় ৷ আমরা প্রথম পদক্ষেপ করেছি ৷ আমরা যদি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে না পারতাম তাহলে ট্রেনিং শুরু করা যেত না ৷ তবে এটা শুধু প্রথম পদক্ষেপ ৷ আমাদের নিরাপদ আবহাওয়া নিশ্চিত করতে হবে ৷ তবেই মাঠে ফুটবল ফেরানো সম্ভব হবে ৷’’

লিগের বর্তমান পরিস্থিতি অনুযায়ী টেবিলের সবার উপরে আছে লিভারপুল ৷ দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে 25 পয়েন্ট বেশি আছে দা রেডসদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.