ETV Bharat / sports

জয়ে ফিরল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলে উঠে এল চার নম্বরে - ইস্টবেঙ্গলের জয়

শনিবার চেন্নাইয়ের মাটিতে চেন্নাই FC -র বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল । 67 মিনিটে প্রথম গোলটি করেন মার্কোস । 76 মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হাইমে স্যান্টোস কোলাডোর ।

Eastbengal win the match
জয়ের পথে ইস্টবেঙ্গল
author img

By

Published : Jan 25, 2020, 10:22 PM IST

চেন্নাই , 25 জানুয়ারি : তিন হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল । আজ চেন্নাই FC -কে 2 গোলে হারায় লাল হলুদ ব্রিগেড ।

প্রথমে ডার্বি ম্যাচে হার । তার উপর কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পদত্যাগ৷ এমন প্রতিকূল পরিস্থিতিতে শনিবার চেন্নাইয়ের মাটিতে চেন্নাই FC -র বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল । 67 মিনিটে প্রথম গোলটি করেন মার্কোস । 76 মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হাইমে স্যান্টোস কোলাডোর । আট ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল ।

আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর চেন্নাই FC -র সঙ্গে ম্যাচটি ছিল ইস্টবেঙ্গলের কাছে অগ্নিপরীক্ষা । দলের সহকারী কোচ বাস্তব রায় বলেছিলেন, " আমরা অগ্নিপরীক্ষার জন্যে তৈরি । কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত । " তাঁর এই দাবি যে অমূলক ছিল না তা স্কোরবোর্ডেই প্রমাণিত ।

চেন্নাই , 25 জানুয়ারি : তিন হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল । আজ চেন্নাই FC -কে 2 গোলে হারায় লাল হলুদ ব্রিগেড ।

প্রথমে ডার্বি ম্যাচে হার । তার উপর কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পদত্যাগ৷ এমন প্রতিকূল পরিস্থিতিতে শনিবার চেন্নাইয়ের মাটিতে চেন্নাই FC -র বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল । 67 মিনিটে প্রথম গোলটি করেন মার্কোস । 76 মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হাইমে স্যান্টোস কোলাডোর । আট ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল ।

আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর চেন্নাই FC -র সঙ্গে ম্যাচটি ছিল ইস্টবেঙ্গলের কাছে অগ্নিপরীক্ষা । দলের সহকারী কোচ বাস্তব রায় বলেছিলেন, " আমরা অগ্নিপরীক্ষার জন্যে তৈরি । কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত । " তাঁর এই দাবি যে অমূলক ছিল না তা স্কোরবোর্ডেই প্রমাণিত ।

Intro:তিন হারের ধাক্কা সরিয়ে জয়ের সরনিতে ইস্টবেঙ্গল।শনিবার চেন্নাইয়ের মাটিতে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই এফসিকে 2-0গোলে হারিয়ে স্বস্তির নিশ্বাস লাল হলুদ ব্রিগেডে। 67মিনিটে মার্কোসের গোলে এগিয়ে যাওয়ার পরে 76মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হাইমে স্যান্টোস কোলাডোর।আট ম্যাচে 11পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পরে চেন্নাই এফসি ম্যাচটি ছিল ইস্টবেঙ্গলের অগ্নি পরীক্ষা। সহকারী কোচ বাস্তব রায় বলেছিলেন তারা অগ্নি পরীক্ষার জন্যে তৈরি।এবং কঠিন চ্যালেঞ্জ নিতে তারা তৈরি।তার এই দাবি যে অমূলক ছিল না তা স্কোরবোর্ডে প্রমাণিত।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.