ETV Bharat / sports

ম্যাচের পর রেফারি নিগ্রহ, কড়া শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল - referee hackle

ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচের রেফারি দীপ্তি রায়ের উপর লাল-হলুদ ফুটবলার ও কোচিং স্টাফ ও টিম ম্যানেজারের চড়াও হওয়ার ঘটনায় IFA কড়া পদক্ষেপ নিতে চলছে । শুক্রবার IFA শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে ।

ইস্টবেঙ্গল
author img

By

Published : Sep 10, 2019, 11:46 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : পিয়ারলেসের বিরুদ্ধে হারার পর উত্তপ্ত হয়ে ওঠে ইস্টবেঙ্গল ৷ পক্ষ-বিপক্ষ মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লাল-হলুদ গ্যালারি । এই হারে কলকাতা লিগ খেতাব জয়ের দৌড়ে ইস্টবেঙ্গল এনেকটাই পিছিয়ে পড়েছে । মাঠের বাইরের নানা মুনির নানা মতের প্রভাব বাহ্যিক ভাবে আলেয়ান্দ্রো মেনেন্ডেজ় গার্সিয়ার অন্দরমহলে পড়েনি । ইতিমধ্যে ম্যাচ পরবর্তী ঘটনা নিয়ে লাল -হলুদ কোচ সাংবাদিক সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন । টিম মিটিং অবশ্য এনিয়ে আলোচনা হয়নি ৷ এর বদলে ম্যাচের ভুল ত্রুটি বিশ্লেষনে সময় ব্যয় করেছেন লাল-হলুদ কোচ৷

সল্টলেক সাই ক্যাম্পাসে ফের অনুশীলন । সেখানে কুলিং ডাউন করা ছাড়াও ফুটভলি খেলতে দেখা গিয়েছে খেলোয়াড়দের । বৃহস্পতিবার ফের ম্যাচ । প্রতিপক্ষ কালিঘাট এমএস । জয়ে ফেরা জরুরি বুঝতে পারছেন সকলে । প্রস্তুতি মঞ্চ হিসেবে কলকাতা লিগকে দেখলেও সেখানে ভালো ফুটবল ও জয়ের অভ্যাসে খামতি হলে সমর্থকরা যে রেয়াত করবেন না তা আলেয়ান্দ্রো ও তাঁর টিম ভালো মতো বুঝতে পারছেন । কাল প্র্যাকটিস নেই । ফলে কালিঘাট এম এসের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগেও সম্ভবত বল নিয়ে অনুশীলন ছাড়াই খেলতে নামবে লাল হলুদ । হালকা জিম ও ভুলত্রুটি বিশ্লেষণে প্রস্তুতি সারা হবে । সূচির মধ্যে কম ব্যবধান থাকায় ফুটবলারদের তরতাজা রাখতেই এই পদক্ষেপ লাল-হলুদ হেডস্যারের ।

এদিকে ম্যাচ পরবর্তী রেফারি নিগ্রহ ঘটনায় উত্তাল ময়দান । ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচের রেফারি দীপ্তি রায়ের উপর লাল-হলুদ ফুটবলার ও কোচিং স্টাফ ও টিম ম্যানেজারের চড়াও হওয়ার ঘটনায় IFA কড়া পদক্ষেপ নিতে চলছে । শুক্রবার IFA শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে । সেখানে রেফারি রিপোর্ট, ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে । মাঠে গন্ডগোলের খবর পেতেই IFA সচিব জয়দীপ মুখার্জি ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান । রিপোর্টের অপেক্ষায় সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত অফিসে ছিলেন সচিব । কিন্তু রিপোর্ট আসেনি ।

আজ ছুটি থাকায় কাল IFA দপ্তরে রেফারি রিপোর্ট জমা পড়তে চলেছে । সেই রিপোর্ট শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানো হবে । বৃহস্পতিবার দুই বড় দলের ম্যাচ রয়েছে । তাই শুক্রবার শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক । সেখানেই চূড়ান্ত রায় । শাস্তি হলেও পরিমাণ কী, তা নিয়ে জল্পনা চলছে । সূত্রের খবর দোষীদের কড়া শাস্তির পক্ষে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা । আর্থিক জরিমানা ও নির্বাসনের পক্ষে রায় দিতে পারে তাঁরা । ইস্টবেঙ্গলের ম্যানেজার দেবরাজ চৌধুরি, গোলরক্ষক কোচ অভ্র মণ্ডলের দু'বছর নির্বাসন হওয়ার জোরালো সম্ভাবনা । অন্য দিকে মেহতাব সিং ও লালরিনডিকা রালতে, কোলাডোদের দুলাখ টাকা আর্থিক জরিমানা হতে পারে ৷

বেহাল মাঠে ভালো ফুটবল কঠিন তা বারবার বুঝিয়েছেন ইস্টবেঙ্গল কোচ । যদিও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, "মাঠে ফরোয়ার্ড পাস খেললে বল গড়াচ্ছে । যার অর্থ মাঠের অবস্থা ভালো । অতীতে এর থেকে বাজে অবস্থায় মাঠ ছিল তাতে সাফল্য আটকায়নি ।" কিন্তু মাঠ কেন বেহাল তা নিয়ে মাঠ সচিবের ভূমিকা কে কাঠগড়ায় তোলার কোনও চেষ্টা ক্লাবে নেই ।

এদিকে ফের যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে অনুশীলনের সুযোগ পেল না ইস্টবেঙ্গল । এক বাধ্য হয়ে সল্টলেক SAI ক্যাম্পাসে বাড়তি ভাড়া গুনে অনুশীলন করছে । ক্লাবের তরফে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা হবে বলা হলেও তার ছবিটা পরিস্কার নয় । ক্লাবের এক শীর্ষকর্তা বলেছেন তারা এই বিষয়টা জানেননা । এদিকে পিয়ারলেস ম্যাচ পরবর্তী ঘটনা বিশ্লেষনে কাল বিকেলে কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়েছে ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : পিয়ারলেসের বিরুদ্ধে হারার পর উত্তপ্ত হয়ে ওঠে ইস্টবেঙ্গল ৷ পক্ষ-বিপক্ষ মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লাল-হলুদ গ্যালারি । এই হারে কলকাতা লিগ খেতাব জয়ের দৌড়ে ইস্টবেঙ্গল এনেকটাই পিছিয়ে পড়েছে । মাঠের বাইরের নানা মুনির নানা মতের প্রভাব বাহ্যিক ভাবে আলেয়ান্দ্রো মেনেন্ডেজ় গার্সিয়ার অন্দরমহলে পড়েনি । ইতিমধ্যে ম্যাচ পরবর্তী ঘটনা নিয়ে লাল -হলুদ কোচ সাংবাদিক সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন । টিম মিটিং অবশ্য এনিয়ে আলোচনা হয়নি ৷ এর বদলে ম্যাচের ভুল ত্রুটি বিশ্লেষনে সময় ব্যয় করেছেন লাল-হলুদ কোচ৷

সল্টলেক সাই ক্যাম্পাসে ফের অনুশীলন । সেখানে কুলিং ডাউন করা ছাড়াও ফুটভলি খেলতে দেখা গিয়েছে খেলোয়াড়দের । বৃহস্পতিবার ফের ম্যাচ । প্রতিপক্ষ কালিঘাট এমএস । জয়ে ফেরা জরুরি বুঝতে পারছেন সকলে । প্রস্তুতি মঞ্চ হিসেবে কলকাতা লিগকে দেখলেও সেখানে ভালো ফুটবল ও জয়ের অভ্যাসে খামতি হলে সমর্থকরা যে রেয়াত করবেন না তা আলেয়ান্দ্রো ও তাঁর টিম ভালো মতো বুঝতে পারছেন । কাল প্র্যাকটিস নেই । ফলে কালিঘাট এম এসের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগেও সম্ভবত বল নিয়ে অনুশীলন ছাড়াই খেলতে নামবে লাল হলুদ । হালকা জিম ও ভুলত্রুটি বিশ্লেষণে প্রস্তুতি সারা হবে । সূচির মধ্যে কম ব্যবধান থাকায় ফুটবলারদের তরতাজা রাখতেই এই পদক্ষেপ লাল-হলুদ হেডস্যারের ।

এদিকে ম্যাচ পরবর্তী রেফারি নিগ্রহ ঘটনায় উত্তাল ময়দান । ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচের রেফারি দীপ্তি রায়ের উপর লাল-হলুদ ফুটবলার ও কোচিং স্টাফ ও টিম ম্যানেজারের চড়াও হওয়ার ঘটনায় IFA কড়া পদক্ষেপ নিতে চলছে । শুক্রবার IFA শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে । সেখানে রেফারি রিপোর্ট, ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে । মাঠে গন্ডগোলের খবর পেতেই IFA সচিব জয়দীপ মুখার্জি ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান । রিপোর্টের অপেক্ষায় সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত অফিসে ছিলেন সচিব । কিন্তু রিপোর্ট আসেনি ।

আজ ছুটি থাকায় কাল IFA দপ্তরে রেফারি রিপোর্ট জমা পড়তে চলেছে । সেই রিপোর্ট শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানো হবে । বৃহস্পতিবার দুই বড় দলের ম্যাচ রয়েছে । তাই শুক্রবার শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক । সেখানেই চূড়ান্ত রায় । শাস্তি হলেও পরিমাণ কী, তা নিয়ে জল্পনা চলছে । সূত্রের খবর দোষীদের কড়া শাস্তির পক্ষে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা । আর্থিক জরিমানা ও নির্বাসনের পক্ষে রায় দিতে পারে তাঁরা । ইস্টবেঙ্গলের ম্যানেজার দেবরাজ চৌধুরি, গোলরক্ষক কোচ অভ্র মণ্ডলের দু'বছর নির্বাসন হওয়ার জোরালো সম্ভাবনা । অন্য দিকে মেহতাব সিং ও লালরিনডিকা রালতে, কোলাডোদের দুলাখ টাকা আর্থিক জরিমানা হতে পারে ৷

বেহাল মাঠে ভালো ফুটবল কঠিন তা বারবার বুঝিয়েছেন ইস্টবেঙ্গল কোচ । যদিও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, "মাঠে ফরোয়ার্ড পাস খেললে বল গড়াচ্ছে । যার অর্থ মাঠের অবস্থা ভালো । অতীতে এর থেকে বাজে অবস্থায় মাঠ ছিল তাতে সাফল্য আটকায়নি ।" কিন্তু মাঠ কেন বেহাল তা নিয়ে মাঠ সচিবের ভূমিকা কে কাঠগড়ায় তোলার কোনও চেষ্টা ক্লাবে নেই ।

এদিকে ফের যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে অনুশীলনের সুযোগ পেল না ইস্টবেঙ্গল । এক বাধ্য হয়ে সল্টলেক SAI ক্যাম্পাসে বাড়তি ভাড়া গুনে অনুশীলন করছে । ক্লাবের তরফে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা হবে বলা হলেও তার ছবিটা পরিস্কার নয় । ক্লাবের এক শীর্ষকর্তা বলেছেন তারা এই বিষয়টা জানেননা । এদিকে পিয়ারলেস ম্যাচ পরবর্তী ঘটনা বিশ্লেষনে কাল বিকেলে কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়েছে ।

Intro:পিয়ারলেসের বিরুদ্ধে হার। উত্তপ্ত ময়দান। পক্ষ বিপক্ষ মন্তব্যে উত্তাল লাল হলুদ পৃথিবী। একটি হারে কলকাতা লিগ খেতাব জয়ের দৌড়ে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে। মাঠের বাইরের নানা মুনির নানা মতের প্রভাব বাহ্যিক ভাবে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার অন্দরমহলে পড়েনি। ইতিমধ্যে ম্যাচ পরবর্তী ঘটনা নিয়ে কোচ সাংবাদিক সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন। তবে টিম মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনার বদলে ম্যাচের ভুল ত্রুটি বিশ্লেষনে সময় ব্যয় করেছেন। সাই ক্যাম্পাসে ফের অনুশীলন। সেখানে কুলিং ডাউন করা ছাড়াও ফুটভলি খেলতে দেখা গিয়েছে খেলোয়াড়দের। বৃহস্পতিবার ফের ম্যাচ।প্রতিপক্ষ কালিঘাট এমএস। জয়ে ফেরা জরুরি বুঝতে পারছেন সকলে। প্রস্তুতি মঞ্চ হিসেবে কলকাতা লিগকে দেখলেও সেখানে ভালো ফুটবল ও জয়ের অভ্যাসের খামতি তে রেয়াত হবে না তা আলেয়ান্দ্রো ও তার থিঙ্ক ট্যাঙ্ক বুঝতে পারছেন। বুধবার প্র্যাকটিস নেই। ফলে কালিঘাট এম এসের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগেও সম্ভবত বল নিয়ে অনুশীলন ছাড়াই খেলতে নামবে লাল হলুদ। হালকা জিম ও ভুলত্রুটি বিশ্লেষণে প্রস্তুতি সারা হবে। সূচির মধ্যে কম ব্যবধান ও ফুটবলারদের তরতাজা রাখতেই এই পদক্ষেপ লাল হলুদ হেডস্যারের।তবে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাটলেও একটা সামঞ্জস্য যাতে থাকে সেদিকে বাকি পাচটি ম্যাচে চেষ্টা হবে।
এদিকে ম্যাচ পরবর্তী রেফারি নিগ্রহ ঘটনায় উত্তাল ময়দান।ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচের রেফারি দীপ্তি রায়ের ওপর লাল হলুদ ফুটবলার ও কোচিং স্টাফ ও টিম ম্যানেজারের চড়াও হওয়ার ঘটনায় আইএফএ কড়া পদক্ষেপ নিতে চলছে। শুক্রবার আইএফএ শৃংখলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে রেফারি রিপোর্ট, ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে। মাঠে গন্ডগোলের খবর পেতেই আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান।রিপোর্টের অপেক্ষায় সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত আইএফএ অফিসে ছিলেন। কিন্তু তা আসেনি।মঙ্গলবার ছুটি থাকায় বুধবার রেফারি রিপোর্ট জমা পড়তে চলেছে। সেই রিপোর্ট শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানো হবে। বৃহস্পতিবার দুই বড় দলের ম্যাচ রয়েছে। তাই শুক্রবার শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। সেখানেই চূড়ান্ত রায়। এই ব্যাপারে অতি সম্প্রতি সার্দান সমিতির ফুটবলার শ্যাম মন্ডলের শাস্তি র বিষয়টি উদাহরন হিসেবে দেখা হচ্ছে। বড় দল জড়িত বলে পার পেয়ে যাবে তা ভাবার কোনও কারন নেই।
শাস্তি হলেও পরিমাণ কি, তা নিয়ে জল্পনা চলছে।
বিশ্বস্ত সুত্রের খবর দোষী ব্যক্তিদের কড়া শাস্তির পক্ষে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। আর্থিক জরিমানা ও নির্বাসনের পক্ষে রায় দিতে পারে তারা।ইস্টবেঙ্গলের ম্যানেজার দেবরাজ রায়, গোলরক্ষক কোচ অভ্র মন্ডলের দুবছর নির্বাসন হওয়ার জোরালো সম্ভাবনা।অন্য দিকে যে সমস্ত ফুটবলার খালি চোখে দোষী বলে বলা হচ্ছে, সেই মেহতাব সিং ও লালরিনডিকা রালতে,কোলাডোদের দুলক্ষ টাকা আর্থিক জরিমানা হতে চলেছে।
বেহাল মাঠে ভালো ফুটবল কঠিন তা বারবার বুঝিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। যদিও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন মাঠে ফরোয়ার্ড পাস খেললে বল গড়াচ্ছে। যার অর্থ মাঠের অবস্থা ভালো।অতীতে এর থেকে বাজে অবস্থায় মাঠ ছিল তাতে সাফল্য আটকায়নি। কিন্তু মাঠ কেন বেহাল তা নিয়ে মাঠ সচিবের ভূমিকা কে কাঠগড়ায় তোলার কোনও চেষ্টা ক্লাবে নেই। এদিকে ফের যুবভারতী ক্রীড়াঙ্গনে র প্র্যাকটিস মাঠে অনুশীলনের সুযোগ পেল না কোয়েস ইস্টবেঙ্গল। ফলে বাধ্য হয়ে সাইতে বাড়তি ভাড়া গুনে অনুশীলন করছে। ক্লাবের তরফে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা হবে বলা হলেও তার ছবিটা পরিস্কার নয়।শীর্ষকর্তা বলেছেন এই বিষয়ে তিনি অবহিত নন। এদিকে পিয়ারলেস ম্যাচ পরবর্তী ঘটনা বিশ্লেষনে বুধবার বিকেলে কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়েছে।


Body:ইতিমধ্যে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.