কলকাতা, 11 ফেব্রুয়ারি : জামশেদপুর এফসির বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে করতে তৈরি এসসি ইস্টবেঙ্গল। অঙ্কের বিচারে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি। তবে, লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক প্লে অফের চিন্তার বদলে, ভালো খেলে জয়ের অভ্যাসের ধারাবাহিকতা চায়। শাস্তির কারণে এই ম্যাচেও কোচ রবি ফাওলার ডাগ আউটে নেই। ডেপুটি টনি গ্রান্টকে তিনি হায়দরাবাদ এফসি ম্যাচের নীল নকশা তৈরি করে দিয়েছেন।
ম্যাচের 24 ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে টনি গ্রান্ট বলেছেন, ‘‘প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি যথেষ্ট শক্তিশালী। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন । প্রথম পর্বে আমরা কিছু ভুল করেছিলাম। যা কাজে লাগিয়েছিল হায়দরাবাদ । আমাদের থেকে পয়েন্টে ওরা এগিয়ে। তাই শুক্রবার আমরা পুরো পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।’’ জামশেদপুর এফসির বিরুদ্ধে লাল হলুদ ব্রিগেডকে চেনা মেজাজে দেখা গিয়েছে। নিয়ন্ত্রণ রেখে গোল তুলে নিয়েছিলেন স্টেইনম্যান, পিলকিংটনরা । মাঝমাঠ এবং ডিফেন্সের খেলাতেও প্রত্যাশিত জমাটভাব ছিল।
‘‘আমরা সেরা একাদশ খুজে পেয়েছি এমন নয়। আমাদের হাতে যারা ছিল, তাদের নিয়েই খেলার চেষ্টা করেছি। প্রতিটি ম্যাচেই নিজেদের নিংড়ে দেওয়ার চেষ্টা করেছি। সার্থক গলুই, সৌরভ দাস সদ্য যোগ দিয়েছেন এবং তাঁদের ভালো পারফরম্যান্স আমাদের শক্তি বাড়িয়েছে,’’ বলেন ফাওলারের ডেপুটি। জামশেদপুর এফসির বিরুদ্ধে ভালো খেলার ধারাবাহিকতা নিজামের শহরের দলের বিরুদ্ধে করতে চায় লাল হলুদ ফুটবলাররা। যদিও চোট আঘাতের হালকা সমস্যা রয়েছে। ইস্টবেঙ্গল সাজঘর বলছে দলের খেলার উন্নতি ধীরে ধীরে হচ্ছে এবং সেই উন্নতির ধারা বজায় রেখেই বাকি ম্যাচ খেলতে চায় তারা।
আরও পড়ুন : হোলির সময়ে বাঙ্গুর গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন লাল হলুদ প্রেসিডেন্ট
দলের পাঁচ ফুটবলার তিনটে করে হলুদ কার্ড ইতিমধ্যে দেখে রয়েছেন। টনি গ্র্যান্ট বলছেন, ‘‘এই সমস্যা ফুটবলের অঙ্গ। হলুদ কার্ড দেখে রয়েছে বলে আপনি কাউকে বসিয়ে রাখতে পারেন না। আশা করি এই সমস্যা আরও বড় হবে না। তবে কেউ যদি না খেলতে পারে, তাহলে অন্যদের সামনে সুযোগ চলে আসে। এই মরশুমে একাধিকবার এমন হয়েছে। তাই তা নিয়ে ভাবছি না।’’
আরও পড়ুন : লক্ষ্য পূরণের অঙ্কের মাঝেই আগামী মরশুমের পরিকল্পনা ইস্টবেঙ্গল শিবিরে
19 ফেব্রুয়ারি আইএসএলে ফিরতি ডার্বি। হায়দরাবাদের বিরুদ্ধে কার্ড সমস্যায় থাকা কোনও ফুটবলার ফের কার্ড দেখলে সমস্যা বাড়বে। স্কট নেভিলকে বসিয়ে সার্থক গুলুই, রাজু গাইকোয়াড়কে জুড়ে দেওয়া হয়েছিল অ্যান্টনি ফক্সের সঙ্গে। এই নতুন কম্বিনেশনে জমাট দেখিয়েছে লাল হলুদ ডিফেন্স। হায়দরাবাদের বিরুদ্ধে বলের দখল নিজেদের পায়ে রেখে ম্যাচের রাশ হাতে রাখার নির্দেশ ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক ফুটবলারদের দিয়েছে। এখন দেখার নতুনভাবে অঙ্ক বাঁচানোর কাজে ইস্টবেঙ্গল কতটা সফল হয়।