ETV Bharat / sports

তিন পয়েন্ট টার্গেট নিয়ে নামবে ইস্টবেঙ্গল :আলেয়ান্দ্রো - গোকুলাম FC- র বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য লাল-হলুদের

কোচ আলেয়ান্দ্রোর গলায় আত্মবিশ্বাসের সুর । গোকুলাম FC-র বিরুদ্ধে কল্যাণীতে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে দল । জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ ।

image
ইস্টবেঙ্গল
author img

By

Published : Jan 14, 2020, 3:25 PM IST

Updated : Jan 15, 2020, 8:35 AM IST

কলকাতা, 14 জানুয়ারি : গোকুলাম FC- র বিরুদ্ধে তিন পয়েন্ট চাই । আপাতত এটাই মন্ত্র ইস্টবেঙ্গলের । গোকুলামকে সমীহ করলেও কোনও ভাবেই পয়েন্ট হারাতে নারাজ লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া।

একঝাঁক কমবয়সী প্রতিভাবানদের নিয়ে দল গড়েছেন তিনি । দলের বর্তমান পাঁচ বিদেশির বয়সও কম । দ্রুত লয়ে পাসিং ফুটবলের সঙ্গে রক্ষণ ও আক্রমণে জোটবদ্ধ যোগদানে সাফল্যের রেসিপি খোঁজেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার ।

মঙ্গলবার বেঙ্গলুরু FC থেকে নতুন এক স্ট্রাইকারকে লোনে নিয়েছে ইস্টবেঙ্গল । এডমুনো লালরিনডিকা নামের তরুণ স্ট্রাইকার বেঙ্গালুরু FC-র গত মরশুমের আইএসএল জয়ী দলের সদস্য ছিলেন । মাঠে নেমে ওঠা নামা করে খেলতে পারেন তিনি । লালরিনডিকা কে চলতি বছরের 31 মে অবধি লোনে নিয়েছে ইস্টবেঙ্গল ।

নতুন ফুটবলার অর্ন্তভুক্ত হওয়ায় শক্তি বাড়ল কি না তা সময় বলবে । তবে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখন মেতে রয়েছেন গোকুলাম FC ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যেই । গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারের পরে বুধবার কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল । ডার্বির আগে শেষ ম্যাচ লাল হলুদ ব্রিগেডের । ফলে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন আলেয়ান্দ্রো স্বয়ং । দল হিসেবে কেরালার গোকুলাম FC যথেষ্ট শক্তিশালী বলে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় ।

হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া রক্ষণে পিষে গোকুলামকে ব্যাকফুটে ঠেলতে চান আলেয়ান্দ্রো । আর এই কাজে তার হাতিয়ার দ্রুত গতির প্রতিআক্রমণ নির্ভর ফুটবল । দলের গোলের সুযোগ তৈরি করাকে কৃতিত্ব দিচ্ছেন । তবে এবার সুযোগ তৈরি করেই কাজ শেষ হবে না । বলকে জালে পাঠালে তবেই উদ্দেশ্য সফল হবে, ফুটবলারদের বলেছেন লাল হলুদ কোচ । এজন্য দলের খেলার ধরনে 100 শতাংশ নির্ভুল থাকার কথাও টিম মিটিংয়ে বলেছেন তিনি । প্রতিপক্ষ গোকুলামের দুই ফুটবলার আমিরি ও ইরশাদ শেষ ম্যাচে লাল কার্ড দেখায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না । প্রতিপক্ষের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নয় গোকুলামের পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল । দুই স্ট্রাইকার হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া নজরে রাখতে চায় লাল-হলুদ কোচ । তবে হলুদ কার্ডের আতঙ্ক এড়াতে চায় । তাই গতির অস্ত্রের গোলমুখে নির্ভুল থাকার চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনই গোল হজম না করার সতর্কতা লাল হলুদ সাজঘরে ।

কলকাতা, 14 জানুয়ারি : গোকুলাম FC- র বিরুদ্ধে তিন পয়েন্ট চাই । আপাতত এটাই মন্ত্র ইস্টবেঙ্গলের । গোকুলামকে সমীহ করলেও কোনও ভাবেই পয়েন্ট হারাতে নারাজ লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া।

একঝাঁক কমবয়সী প্রতিভাবানদের নিয়ে দল গড়েছেন তিনি । দলের বর্তমান পাঁচ বিদেশির বয়সও কম । দ্রুত লয়ে পাসিং ফুটবলের সঙ্গে রক্ষণ ও আক্রমণে জোটবদ্ধ যোগদানে সাফল্যের রেসিপি খোঁজেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার ।

মঙ্গলবার বেঙ্গলুরু FC থেকে নতুন এক স্ট্রাইকারকে লোনে নিয়েছে ইস্টবেঙ্গল । এডমুনো লালরিনডিকা নামের তরুণ স্ট্রাইকার বেঙ্গালুরু FC-র গত মরশুমের আইএসএল জয়ী দলের সদস্য ছিলেন । মাঠে নেমে ওঠা নামা করে খেলতে পারেন তিনি । লালরিনডিকা কে চলতি বছরের 31 মে অবধি লোনে নিয়েছে ইস্টবেঙ্গল ।

নতুন ফুটবলার অর্ন্তভুক্ত হওয়ায় শক্তি বাড়ল কি না তা সময় বলবে । তবে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখন মেতে রয়েছেন গোকুলাম FC ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যেই । গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারের পরে বুধবার কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল । ডার্বির আগে শেষ ম্যাচ লাল হলুদ ব্রিগেডের । ফলে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন আলেয়ান্দ্রো স্বয়ং । দল হিসেবে কেরালার গোকুলাম FC যথেষ্ট শক্তিশালী বলে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় ।

হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া রক্ষণে পিষে গোকুলামকে ব্যাকফুটে ঠেলতে চান আলেয়ান্দ্রো । আর এই কাজে তার হাতিয়ার দ্রুত গতির প্রতিআক্রমণ নির্ভর ফুটবল । দলের গোলের সুযোগ তৈরি করাকে কৃতিত্ব দিচ্ছেন । তবে এবার সুযোগ তৈরি করেই কাজ শেষ হবে না । বলকে জালে পাঠালে তবেই উদ্দেশ্য সফল হবে, ফুটবলারদের বলেছেন লাল হলুদ কোচ । এজন্য দলের খেলার ধরনে 100 শতাংশ নির্ভুল থাকার কথাও টিম মিটিংয়ে বলেছেন তিনি । প্রতিপক্ষ গোকুলামের দুই ফুটবলার আমিরি ও ইরশাদ শেষ ম্যাচে লাল কার্ড দেখায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না । প্রতিপক্ষের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নয় গোকুলামের পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল । দুই স্ট্রাইকার হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া নজরে রাখতে চায় লাল-হলুদ কোচ । তবে হলুদ কার্ডের আতঙ্ক এড়াতে চায় । তাই গতির অস্ত্রের গোলমুখে নির্ভুল থাকার চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনই গোল হজম না করার সতর্কতা লাল হলুদ সাজঘরে ।

Intro:প্রয়াত অমল দত্ত কি আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার হাত ধরে ময়দানে ফিরে এলেন? ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা মানুষগুলো সেরকমই বলছেন।অখ্যাত প্রতিভাবান ফুটবলারদের নিয়ে সাফল্য পাওয়ার সেরা মেডইজি জানা ছিল অমল স্যারের।আলেয়ান্দ্রো ঠিক সেরকমই দল গড়তে একঝাঁক কমবয়সী প্রতিভাবান দের নিয়ে দল গড়েছেন। দলের বর্তমান পাচ বিদেশির বয়সও কম। দ্রুত লয়ে পাসিং ফুটবলের সঙ্গে রক্ষণ ও আক্রমনে জোটবদ্ধ যোগদানে সাফল্যের রেসিপি খোঁজেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার। মঙ্গলবার বেঙ্গলেরু এফসি থেকে নতুন এক স্ট্রাইকারকে লিয়েনে দলে নিল ইস্টবেঙ্গল।এডমুনো লালরিনডিকা নামের তরুণ স্ট্রাইকার বেঙ্গালুরু এফসির গত মরসুমের আইএসএল জয়ী দলের সদস্য।মাঠে নেমে ওঠা নামা করে খেলতে পারেন। লালরিনডিকা কে চলতি বছরের 31মে অবধি লিয়েনে নেওয়া হয়েছে।
নতুন ফুটবলার অর্ন্তভুক্ত হওয়ায় শক্তি বাড়ল কি না তা সময় বলবে।তবে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখন মেতে রয়েছেন গোকুলাম এফসি ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যে। গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারের পরে বুধবার কল্যানী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল। ডার্বির আগে শেষ ম্যাচ লাল হলুদ ব্রিগেডের।ফলে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন আলেয়ান্দ্রো স্বয়ং। দল হিসেবে কেরালার গোকুলাম এফসি যথেষ্ট শক্তিশালী বলে সমীহের সুর লাল হলুদ কোচের গলায়।তাই হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া রক্ষণের যাতাকলে পিষে গোকুলাম কে ব্যাকফুটে ঠেলতে চান তিনি।আর এই কাজে তার হাতিয়ার দ্রুত লয়ের প্রতিআক্রমন নির্ভর ফুটবল। দলের গোলের সুযোগ তৈরি করাকে কৃতিত্ব দিচ্ছেন।তবে এবার সুযোগ তৈরি করেই কাজ শেষ হবে না।বলকে জালে পাঠালে তবেই উদ্দেশ্য সফল হবে, ফুটবলারদের বলেছেন লাল হলুদ কোচ।এজন্য দলের খেলার ধরনে একশো শতাংশ নির্ভুল থাকার কথাও টিম মিটিং এ বলেছেন।প্রতিপক্ষ গোকুলামের দুই ফুটবলার আমিরি ও ইরশাদ তাদের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না। প্রতিপক্ষের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নয় গোকুলামের পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল।দুই স্ট্রাইকার হেনরি কিসিয়াকা ও মার্কোস কে কড়া নজরে রাখতে চায়।তবে হলুদ কার্ডের আতঙ্ক এড়াতে চায়।তাই গতির অস্ত্রের গোমুখে নির্ভুল থাকার চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনই গোল হজম না করার সতর্কতা লাল হলুদ সাজঘরে। ডার্বির আগমনী ধীরে হলে বাজতে শুরু করেছে।জানেন বলেই গোকুলাম ম্যাচের আগে কৌশলী আলেয়ান্দ্রো।


Body:আলেয়ান্দ্রো


Conclusion:
Last Updated : Jan 15, 2020, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.